রাজবাড়ীতে দুটি আসনে বিএনপির পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন প্রথমবারের মতো সাংসদ পদে প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি আসলাম মিয়া ও আবদুর রাজ্জাক। এই দুই আসনে আওয়ামী লীগের একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন গঠিত। এখানে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সহসভাপতি আসলাম মিয়া। আসলাম মিয়া এবার নতুন মুখ। তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠা থেকে শ্রম দিয়েছি। দল আমাকে মূল্যায়ন করেছে।’
তিনটি উপজেলার সমন্বয়ে রাজবাড়ী-২ আসন গঠিত। উপজেলা তিনটি হলো পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী তিনজন। তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, হারুন অর রশিদ ও আবদুর রাজ্জাক। হারুন ও রাজ্জাক নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁরা দুজন তরুণ সমাজকে নিয়ে সৃজনশীল বাংলাদেশ গড়ার ও এলাকায় শিল্পকারখানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
মন্তব্য নেই