রাজবাড়ীতে বিএনপির তিন নতুন মুখ

প্রতিনিধি, রাজবাড়ী ৩০ নভেম্বর, ২০১৮

আবদুর রাজ্জাক খান, হারুন অর রশিদ ও আসলাম মিয়ারাজবাড়ীতে দুটি আসনে বিএনপির পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন প্রথমবারের মতো সাংসদ পদে প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি আসলাম মিয়া ও আবদুর রাজ্জাক। এই দুই আসনে আওয়ামী লীগের একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন গঠিত। এখানে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সহসভাপতি আসলাম মিয়া। আসলাম মিয়া এবার নতুন মুখ। তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠা থেকে শ্রম দিয়েছি। দল আমাকে মূল্যায়ন করেছে।’
তিনটি উপজেলার সমন্বয়ে রাজবাড়ী-২ আসন গঠিত। উপজেলা তিনটি হলো পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী তিনজন। তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, হারুন অর রশিদ ও আবদুর রাজ্জাক। হারুন ও রাজ্জাক নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁরা দুজন তরুণ সমাজকে নিয়ে সৃজনশীল বাংলাদেশ গড়ার ও এলাকায় শিল্পকারখানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

মন্তব্য নেই