একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ প্রথম দিনে ৮২ জন আপিল করেছেন।
গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ এই ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলকারীদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক সাংসদ গোলাম মওলা রনি।
অন্য আপিলকারীদের মধ্যে রয়েছেন : ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ আসনের খোরশেদ মিলটন, খাগড়াছড়ির আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদহ-১ আসনের আবদুল ওয়াহাব, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ আসনের মো. আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ আসনের মো. আবদুল খালেক, দিনাজপুর-২ আসনের মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ আসনের লেফটেন্যান্ট (অব.) আব্দুল মজিদ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, পটুয়াখালী-৩ আসনের মো. শাহাজাহান, পটুয়াখালী-১ আসনের মো. সুমন, দিনাজপুর-১ আসনের পারভেজ হোসেন, মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম, সিলেট-৩ আসনের কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের এস এম খলিলুর রহমান ও জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান ও বগুড়া-৪ আসনের হিরো আলম।
৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
রিদওয়ান বিবেক
০৩ ডিসেম্বর, ২০১৮
আহ হিরো আলম!
নাম প্রকাশে অনিচ্ছুক
০৩ ডিসেম্বর, ২০১৮
হিরো আলম কতা দিলে কতা রাখে।
kazi
০৩ ডিসেম্বর, ২০১৮
No positive result will come from the appeal.
নাম প্রকাশে অনিচ্ছুক
০৩ ডিসেম্বর, ২০১৮
আমরা দেখতে চাই নির্বাচন কমিশন তাদের দেওয়া ওয়াদা কতখানি রক্ষা করতে পারছেন? উনিরা বলেছিলেন, "রিটার্নিং কর্মকর্তারা আপনাদের (ঐক্যফ্রন্টের) মনোনয়ন পত্র যদি বাতিল করে দেয়, তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা বাকীটা দেখব।" এইবার দেশবাসী নির্বাচন কমিশনের মুখের কথা ও কাজ কেমন হয়, সেইটা দেখার অপেক্ষায় আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৩ ডিসেম্বর, ২০১৮
ইলেকশন ছক মতই এগুচ্ছে বলে মনে হচ্ছে৷
Mohammed Islam
০৪ ডিসেম্বর, ২০১৮
বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর মনোনয়নের বৈধতা নিয়ে রহস্য তৈরি হয়েছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সোয়া ১ কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ থাকার পরও তার মনোনয়ন বৈধতা পেয়েছে!
Musafir Mahmud
০৪ ডিসেম্বর, ২০১৮
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এ ব্যপারে আদালতেও যেতে পারবেন। আমরা ভাইয়ে ভাইয়ে এই সবের পক্ষে বিপক্ষে লিখে নিজেদের শান্তি বিনিষ্ট করার কোন দরকার নেই। নিজের ভোট নিজে দেব প্রাথীর যোগ্যতার বিচারে।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ ডিসেম্বর, ২০১৮
Amend the Constitution. Each party must NOMINATE 5 or more candidates for each seat in parliamentary elections. This simple amendment will eliminate all election related problems. Neutrality of EC and administration will become less important. Democracy will be liberated.
MUHAMMAD
০৪ ডিসেম্বর, ২০১৮
One sided election ! At Manikgonj District there is no BNP nominees left due to unfair dismissal of returning officer, it is partiality and helping ruling party