মনোনয়ন প্রত্যাহার করলেন তাঁরা

গোলাম মর্তুজা, ঢাকা ১০ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনবেশ কয়েকজন সাবেক ও বর্তমান মন্ত্রী, সাংসদসহ প্রভাবশালী নেতা শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, ঢাকা মহানগরসহ সারা দেশের ৪০টি জেলার ৩১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। দলের মনোনয়ন না পাওয়া, জোটের শরিকদের ছাড়, নতুনদের সুযোগ দিতে এসব মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। 

চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তর) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান সাংসদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুহুল দলের মনোনয়ন পেয়েছেন। চলতি আওয়ামী লীগের সময়ে জামাতার কারণে আলোচনায় এসেছিলেন মায়ার পরিবার। তাঁর জামাতা র‍্যাব-১১–এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন।


জামালপুরের টানা পাঁচবারের সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জামালপুর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দলের মনোনয়ন পাননি। দীর্ঘদিন থেকেই ওই আসনে প্রার্থী বদলের দাবি জানাচ্ছিলেন স্থানীয় নেতা-কর্মীরা। তবে এবার ওই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন। জামালপুরে বাড়ি হলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকাতেই ব্যবসা করেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতীক ধানের শীষ না পেয়ে ভোলা-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও তাঁর মা রেবা রহমান। এ আসনে গত শনিবার গভীর রাতে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলম নবী আলমগীরকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।


নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ গোলাম মোস্তফাও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন। এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। নীলফামারীতে বাড়ি হলেও রানা মোহাম্মদ দীর্ঘদিন ঢাকাতেই থাকেন।


দলের হিসাব–নিকাশে রংপুর-২ আসন (তারাগঞ্জ-বদরগঞ্জ) থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন বাবলু। এ আসনে মহাজোটের বাইরে গিয়ে লাঙ্গল মার্কায় লড়বেন আরেক জাতীয় পার্টির নেতা আসাদুজ্জামান চৌধুরী শাবলু।


জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ আছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে বিএনপির মনোনয়ন পাওয়া শাকিলা ফারজানার বিরুদ্ধে। শেষ পর্যন্ত গতকাল তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।


বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা। দলীয় মনোনয়ন পাননি তিনি। ওই আসনে কাজী রফিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

কোন জেলায় কতজন প্রত্যাহার করলেন

ঢাকা মহানগর ২২ জন, ঝালকাঠি ২, দিনাজপুর ১৬, লালমনিরহাট ৪, বগুড়া ১৭, চট্টগ্রাম ১৯, বরগুনা ৪, শেরপুর ৪, জামালপুর ১২, নেত্রকোনা ৫, চাঁদপুর ৯, বরিশাল ১১, টাঙ্গাইল ২৩, ফরিদপুর ৫, পটুয়াখালী ৯, মাদারীপুর ২, পাবনা ৮, পঞ্চগড় ১, পিরোজপুর ৩, চাঁপাইনবাবগঞ্জ ৭, সুনামগঞ্জ ৯, মৌলভীবাজার ৫, সিলেট ১২, হবিগঞ্জ ৭, মেহেরপুর ১, কুমিল্লা ৭, বাগেরহাট ৪, খুলনা ৯, ব্রাহ্মণবাড়িয়া ৬, রংপুর ৫, বগুড়া ১৭, চুয়াডাঙ্গা ২, জয়পুরহাট ১, সাতক্ষীরা ৫, নীলফামারী ৬, নাটোর ৭, সিরাজগঞ্জ ২, ভোলা ৬, রাজশাহী ৮ ও গাইবান্ধা ১৬ জন।

মন্তব্য

  • image

    শিপন England

    ১০ ডিসেম্বর, ২০১৮

    ধন্যবাদ মায়া ভাই, দল ক্ষমতায় গেলে আপনার মন্ত্রিত্ব ১০০% থাকবে, এমনও হতে পারে ঢাকা উত্তরের মেয়র আপনাকে?

  • image

    abir

    ১০ ডিসেম্বর, ২০১৮

    মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন না দেওয়া খুবই সঠিক হয়েছে।

  • image

    shamimuddin

    ১০ ডিসেম্বর, ২০১৮

    আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষিত হয়েছে। দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন।

  • image

    Mr.RupoM.

    ১০ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি এবার ২১শে আগস্টের ২২ খুনের দায়ে যাবতজীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক তাদের নেতাকে মনোনয়ন দিতে আর সাহস করেনি!!

  • image

    আন্দালিব প্রেতত্মা ২

    ১০ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি আরো একটি ভুল করলো আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন না দিয়ে।

    • image

      Md. Asraful Alam

      ১০ ডিসেম্বর, ২০১৮

      আন্দালিব রহমান পার্থকে ঢাকা-১৭ আসনে মনোনয়ন দেয়া হয়েছে!!

    • image

      আন্দালিব প্রেতত্মা ২

      ১১ ডিসেম্বর, ২০১৮

      ধন্যবাদ তথ্যটি আমার জানতে দেরি হয়েছে।

  • image

    আন্দালিব

    ১০ ডিসেম্বর, ২০১৮

    আন্দালিভ পার্থের চাপার জোর তাহলে এমপি হওয়ার বাসনায় ফেল মেরে গেল?

    • image

      সোহাগ

      ১০ ডিসেম্বর, ২০১৮

      "আন্দালিভ রহমান পার্থর চাপার জোর" বলতে কি বুঝাতে চাইলেন?যে কথা বললেন তার পিছনে আপনার যুক্তিটা কি একটু বলবেন দয়া করে?? উচিত কথা সহ্য হয় না বুঝি???

    • image

      Nazmul Hassan

      ১০ ডিসেম্বর, ২০১৮

      হা হা হা!! ধন্যবাদ!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১০ ডিসেম্বর, ২০১৮

    সব মিলে ভাল লাগতেছে,কারন সকল জোট ই তাদের শরিকদের কে নিয়ন্ত্রন করতে পেরেছেন,আজ থেকে দেশ নির্বাচন এ চলে গেল! তবে একটি বিশসাসযোগ্য নির্বাচন দেখতে চাই, সুষ্ঠু ও গ্রগনযোগ্য নির্বাচনের দায়িত্ব বর্ত্মান সরকারের ! কারন এই নির্বাচন পদ্ধতি বর্তমান সরকার ই এনেছেন,তাই আগামি নির্বাচন বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ ,অন্য দিকে হার জিত যাই হোক বিরোধি দল গুলর জন্য লাভ!

  • image

    Md. Mowla Hossain Mizu

    ১০ ডিসেম্বর, ২০১৮

    মায়ার সাথে শামীম ওসমান সাহেব যদি নির্বাচনে না আসতেন তাহলে ভালো হতো।

সব মন্তব্য