যুক্তফ্রন্টের ৩ জন নৌকায়, ২০ জন কুলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ২৩ জন প্রার্থী এবার নির্বাচনের মাঠে থাকছেন। এর মধ্যে মহাজোটের শরিক হিসেবে তিন আসনে নৌকা প্রতীকে এবং বাকি উন্মুক্ত ২০ আসনে বিকল্পধারার প্রতীক কুলা মার্কায় লড়বেন যুক্তফ্রন্টের প্রার্থীরা।

যুক্তফ্রন্টের মোট ২৩টি আসনের মধ্যে ১৯টি আসনে রয়েছেন বিকল্পধারার ১৮ প্রার্থী। এর মধ্যে মহাজোটের শরিক হিসেবে নৌকা প্রতীকে যে তিনটি আসনে যুক্তফ্রন্টের প্রার্থীরা লড়বেন, তাঁরা সবাই বিকল্পধারার। বাকি চারটি আসনে লড়বেন যুক্তফ্রন্টের শরিক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) তিন প্রার্থী ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের একজন প্রার্থী।

বিকল্পধারা জানিয়েছে, দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী মুন্সিগঞ্জ-১ এবং প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫, এ দুটি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম-২ আসনে মজহারুল ইসলাম শাহ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীসহ বিকল্পধারার মোট চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে যাঁরা লড়বেন
বিকল্পধারার মো. আশরাফুল ইসলাম (দিনাজপুর-২), আবুল বাশার (কুড়িগ্রাম-২), হারুন-অর-রশিদ তালুকদার (রংপুর-২), মনজুর আলম হাসু (নাটোর-৩), এইচ এম গোলাম রেজা (সাতক্ষীরা-৪), মো.এনায়েত কবির (বরিশাল-৩), মুনিরুল ইসলাম ( টাঙ্গাইল-২ ), গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২), কবির হোসেন (ঢাকা-৪), এইচ এম গোলাম রেজা (ঢাকা-১৫ ), এ কে এম সাইফুর রশিদ (ঢাকা-১৭), আইনুল হক (ঢাকা-১৯), শমসের মবিন চৌধুরী (সিলেট-৬), মাওলানা শামছুল হক জেহাদী (কুমিল্লা-১১), ব্যারিস্টার ওমর ফারুক (নোয়াখালী-১), মেজর (অব.) শাহেদ সরওয়ার (কক্সবাজার-২)।

বিএলডিপির মো. মনিরুজ্জামান (রাজশাহী-৩), মারুফ হোসেন কাজল (যশোর-৩), এম নাজিমউদ্দিন আল আজাদ (যশোর-৪)।

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মো. মাহবুবুর রহমান (ঢাকা-১৩)।

মন্তব্য

  • image

    Kurban Ali

    ১০ ডিসেম্বর, ২০১৮

    অলি আহমদ অন্তত নিজস্ব প্রতীকে নির্বাচন করছেন। বাপ-বেটার সেই ক্ষমতাও নেই। নিজেরা নৌকা নিয়ে, বাকিদের কুলা দিয়ে উনারা নিজেদের কথা রক্ষা করতে চান। অবশ্য বাকিদের কেউ জামানত রক্ষা করতে পারবে না সেটা সবাই জানেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১০ ডিসেম্বর, ২০১৮

    যাদের ১০০ জন প্রার্থী দেয়ার সামর্থ নেই তারা বিএনপির কাছে চায় ১৫০ আসন। একটা সার্কাস পার্টি।

  • image

    Ansar Ahmed

    ১০ ডিসেম্বর, ২০১৮

    হায়রে লোভ!!!! ১৫০ এর যায়গায় ৩টা তেই খুশি

সব মন্তব্য