বিএনপি ভুয়া ব্যালট ছাপাচ্ছে, সতর্ক থাকেন

প্রতিনিধি, পিরোজপুর ১৯ ডিসেম্বর, ২০১৮

পিরোজপুরে ভিডিও কনফারেন্সে নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্য দেন পিরোজপুর-৩ আসনের জাপা প্রার্থী রুস্তম আলী ফরাজী। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ, পিরোজপুর শহর, ১৯ ডিসেম্বর। ছবি: এ কে এম ফয়সালপিরোজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। জঙ্গি, আগুন-সন্ত্রাস তাদের সঙ্গী। তারা ক্ষমতায় এলে আবার এগুলো প্রতিষ্ঠা পাবে।

আজ বুধবার বিকেলে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ ভিডিও কনফারেন্স হয়। রাজধানী ঢাকার সুধা সদন থেকে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করেন।

এ সময় পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন, পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাংসদ রুস্তম আলী ফরাজী, পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান বক্তব্য দেন।

৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অবহেলিত দক্ষিণাঞ্চলে আমরা উন্নয়ন করেছি। প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পিরোজপুরে বিসিক শিল্পনগরী ও শহররক্ষা বাঁধ নির্মাণ করা হবে। আমরা বিনা মূল্যে বই ও প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্য ওষুধ দিচ্ছি। প্রত্যেক উপজেলায় একটি কলেজ ও একটি বিদ্যালয় জাতীয়করণ করেছি। মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। জঙ্গি-সন্ত্রাস আলবদরদের বাংলার মাটিতে জায়গা হবে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করে পিরোজপুরের মাটিকে অভিশাপমুক্ত করেছি। বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা সন্ত্রাস করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

পিরোজপুরে ভিডিও কনফারেন্সে নৌকার পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকার সুদা সদন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ, পিরোজপুর শহর, ১৯ ডিসেম্বর। ছবি: প্রথম আলোশেখ হাসিনা বলেন, বিএনপি স্বাধীনতার চেতনা নস্যাৎ করে ধ্বংস করে দেবে। বিএনপির সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। জঙ্গি, আগুন-সন্ত্রাস তাদের (বিএনপি) সঙ্গী। তারা ক্ষমতায় এলে আবার এগুলো প্রতিষ্ঠা পাবে।

বক্তারা পিরোজপুরে ট্রেন লাইন সম্প্রসারণ, গ্যাস-সংযোগ, বলেশ্বর নদ খনন ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয় হবে, বলেশ্বর নদও খনন করে দেওয়া হবে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, একসময় বাংলাদেশে ছয় কোটি মানুষ ছিল। তখন মানুষ ঠিকমতো খেতে পেত না। দুটি কাপড় কিনতে পরত না। এখন দেশে ১৭ কোটি মানুষ খেয়ে-পরে ভালো আছে। স্বাস্থ্যসেবা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছে।

পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আপনাকে একবার নয়, বারবার দরকার। রুস্তম আলী ফরাজী তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের বিরুদ্ধে বিএনপির সঙ্গে আঁতাত করে প্রার্থী হওয়ার অভিযোগ করেন।

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনা ভালো থাকলে আমরাও ভালো থাকব।’

পিরোজপুর-১ আসনের শ ম রেজাউল করিম নৌকা, পিরোজপুর-২ আসনের মহাজোট প্রার্থী পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন বাইসাইকেল এবং পিরোজপুর-৩ আসনের জাপা প্রার্থী সাংসদ রুস্তম আলী ফরাজী লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘পিরোজপুরে সবাইকে নৌকা নিতে বলেছিলাম। কিন্তু একজন বাইসাইকেলে চড়েছেন। সবাই নৌকার প্রার্থী হলে ভালো হতো।’

মন্তব্য

  • image

    AS Sakib

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    ইসি'র গুজব টিম কোথায়??

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      হাহাহাহাহাহাহাহাহা! 😂 ভাই আরেকটা 👍

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      London

    • image

      Azizul Hoque

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      ভয়ংকর

  • image

    ইমরুল

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    ঠাকুর ঘরে কেরে? আমি কলা খাই না!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২০ ডিসেম্বর, ২০১৮

      Very appropriate comment. Thanks.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    একসময় বাংলাদেশে ছয় কোটি মানুষ ছিল। তখন মানুষ ঠিকমতো খেতে পেত না। দুটি কাপড় কিনতে পরত না। এখন দেশে ১৭ কোটি মানুষ খেয়ে-পরে ভালো আছে। স্বাস্থ্যসেবা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছে।

    • image

      raju

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      সমস্ত দুনিয়া এগিয়ে যাচ্ছে। এমনকি যে আফ্রিকা মহাদেশকে আমরা গৃহযুদ্ধ আর খাদ্যের অভাবে মহামারির মহাদেশ হিসেবে চিনি তারাও এখন এগিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে আমরা অন্যদের তুলনায় কতটুকু এগিয়েছি, প্রশ্ন হচ্ছে এই এগিয়ে যাওয়া কতটুকু টেকসই? আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের অর্থনীতি এখনো প্রবাসী নির্ভর। প্রবাসীরা না থাকলে আমাদের দেশ জিরো।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      raju ভাই,আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের অর্থনীতি এখনো প্রবাসী নির্ভর। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কি এই নির্ভরতা কেটে যাবে????? মোটেও না।বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      দশ বছর আগে যেমন 1G ব্যাবহার করতাম! এখন করি 5G! ঠিক তেমনি iPhone 1 থেকে এখন iPhone 10x..... ধাপে ধাপেই সবকিছুর উন্নতি হয়! একটা ধাপ ছুটে গেলেই উন্নয়নের সমস্যা... আর এই গ্লোবালিজেশনের যুগে উন্নততর টেকনোলজি সবাই শেয়ার করে বা ব্যাবহার করছে, আর তাই আফ্রিকার মত ক্ষুধা পীরিত দেশগুলোতেও খাদ্যের অভাব নাই

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      @ raju, আপনার পাইক্কা বন্ধু ইমরান খান সহ অন্যান্য পাকী বুদ্ধিজীবীদের বক্তব্য পড়ে দেখেন । অবশ্য বুঝবেন কিনা জানি না । আপনারা তো আবার ৮ম শ্রেণী পাশ নেতার চামচা !

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      দলকানা !

    • image

      raju

      ২০ ডিসেম্বর, ২০১৮

      নাম প্রকাশে অনিচ্ছুক.... পাকিস্তানীরা ৭১ সালের পরাজিত জাতী। তারা সবসময় পরাজিতই থাকবে। আর ইমরান খান আমার বা এদেশের ভালো বা খারাপ কোনটাই করার ক্ষমতা রাখেন না।

  • image

    raju

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    গত ১০ বছরের বাস্তবতা থেকে বুঝতে পারছি হবে ঠিক উল্টোটা।

  • image

    serazulislam

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী ষড়যন্ত্র

  • image

    Mahbub

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি যে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এর দু একটা প্রমাণ দিলে জাতি উপকৃত হতো।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      কক্সবাজারে ধরা খেয়েছে লগে উত্তম মধ্যম দেয়া হয়েছে।

    • image

      Muhammad Shahriar Zaman

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      off course they can give but unfortunately there is none.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    যে দলই সমর্থন করেন না কেনো আওয়ামীলীগ সমর্থক সেজে ভোটকেন্দ্রে চলে আসুন এতে বাহিনী বিভ্রান্ত হয়ে যাবে।

    • image

      Mahbub

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      বিএনপি ক্ষমতায় এলে যে দেশ খুব একটা উপকৃত হবে তা কিন্তু নয়। আমরা এই দুদলের গন্ডির ভেতরেই ঘুরপাক খাচ্ছি আর বলছি পরিবর্তন কবে আসবে। ক্ষমতার পরিবর্তনে ভাগ্য শুধু ক্ষমতাধরদেরই বদলায়। এতে জনগণের উচ্ছসিত হওয়ার কিছু নেই।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    বিএনপির সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। জঙ্গি, আগুন-সন্ত্রাস তাদের (বিএনপি) সঙ্গী। তারা ক্ষমতায় এলে আবার এগুলো প্রতিষ্ঠা পাবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি কে সাবধান থাকতে হবে।খুব সাবধান।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না । জামাত যার বন্ধু তারও শত্রুর দরকার হয় না ।

  • image

    Shahariar Shuvo

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    মাদক মুক্ত দেশ চাই। গরীব-ধনী, ছোট-বড়, ক্ষমতাহীন-ক্ষমতাধর কেউই যেন মাদক সেবন করতে না পারে, তা খেয়াল রাখতে হবে।

  • image

    Kabir

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    হাসিনাই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যার অধিনে সবদল নির্বাচনে অংশগ্রহন করতেছে। জয় শেখ হাসিনা।

    • image

      ahmed

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      একদলীয় নির্বাচন ? নাকি সরকার নিয়ন্ত্রিত নির্বাচন ।।

  • image

    mahfooz

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    সরকারও যদি নকল ভোট ও ভূয়া ব্যালট পেপার নিয়ে উদ্বিগ্ন তাহলে উভয়পক্ষের (সরকারী ও বিরোধী)স্বার্থে নির্বাচনে সেনাবাহিনীকে দেশ ও গনতন্ত্র রক্ষার জন্য অনতিবিলম্বে ব্যবহার করা হোক।

    • image

      সোহাগ আহমেদ

      ১৯ ডিসেম্বর, ২০১৮

      সহমত

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    ব্যালট ছাপাবে বিএনপি আর ছাপানো ব্যালট সিল মেরে বাক্সে ফেলবে কে রে??!!

    • image

      Mr.RupoM.

      ২০ ডিসেম্বর, ২০১৮

      বিএনপি জামাত ভোট চুরির সুযোগ পাবেনা যতই চেস্টা করুকনা কেন। তার পুর্বেই আটক হয়ে জেলে যাবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    প্রধানমন্ত্রী কে ধন্যবাদ

  • image

    Hasan Mahadi

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    অাল্লাহ, তুমি এই দেশটাকে বিএনপি-অাওয়ামী লীগ থেকে মুক্ত করো।

  • image

    Md.Rakibul hasan

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    হা হা হা ...।

  • image

    সোহাগ আহমেদ

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি ভুয়া ব্যালট ছাপাচ্ছে, তাহলে পুলিশ কি করছে? বিএনপি জনগনের কাছে ভোট চাইতে যেতে পারছে না, তাহলে ভুয়া ব্যালট নিয়ে ভোট কক্ষে যাবে কিভাবে?

    • image

      Mr.RupoM.

      ২০ ডিসেম্বর, ২০১৮

      পুলিশ আটক করেছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    গুজব নয়তো?

  • image

    Mr.RupoM.

    ১৯ ডিসেম্বর, ২০১৮

    আমরা দেশের উন্নয়ন আর অগ্রগতির পক্ষে, ভালোর সাথে আলোর পথে। বিএনপি জামাতের অন্ধকার যুগ আর চাইনা। আমরা আওয়ামীলীগের বিজয় চাই। তাই নৌকা মার্কা দেখিয়া ভোট দিব হাসিয়া।

  • image

    Imran Qatar

    ২০ ডিসেম্বর, ২০১৮

    আপনার নেতারা তো প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে যে বিএনপির কর্মীদের কেন্দ্রের কাছে আসতে দেয়া যাবে না সেই তারাই আবার ভূয়া ব্যালেট বানাবে?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২০ ডিসেম্বর, ২০১৮

    তাহলে বিএনপি'র নিবন্ধন বাতিল করুন, প্রয়োজনে আইন সংশোধন করুন :)

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২০ ডিসেম্বর, ২০১৮

    AL will be winner of the national election of 2018.Best of luck PM.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২০ ডিসেম্বর, ২০১৮

      তাহলে ফেয়ার ইলেকশন দিতে ভয় কেন?

  • image

    Salim Reza

    ২০ ডিসেম্বর, ২০১৮

    দেশের অবস্থা আশংকা জনক!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২০ ডিসেম্বর, ২০১৮

    ভূয়া ব্যালটের পরিকল্পনা আ.লীগ করে রেখেছে

সব মন্তব্য