বরিশাল বিভাগের ৬টি জেলায় জাতীয় সংসদের আসনসংখ্যা ২১। এই ২১ আসনে মহাজোট ও ঐক্যফ্রন্টের ৪২ প্রার্থীর মধ্যে ২৭ জনই ব্যবসায়ী। অর্থাৎ ৬৪ শতাংশ প্রার্থী ব্যবসায়ী। আর রাজনীতিবিদ আছেন মাত্র দুজন প্রার্থী।
নির্বাচন কমিশনে ৪২ প্রার্থীর জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বিভাগের ২১টি আসনের মধ্যে বরিশালে আছে ৬টি, পটুয়াখালীতে ৪টি, ভোলায় ৪টি, পিরোজপুরে ৩টি, বরগুনা ও ঝালকাঠিতে ২টি করে ৪টি আসন আছে।
ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে মহাজোটের ১১ ও ঐক্যফ্রন্টের ১৬ প্রার্থী ব্যবসায়ী। আইনজীবী আছেন ছয়জন প্রার্থী। মহাজোট ও ঐক্যফ্রন্টের তিনজন করে প্রার্থী আইন পেশায় জড়িত। অন্য পেশায় আছেন বা চাকরি করছেন দুজন।
কৃষিকাজে যুক্ত মাত্র একজন প্রার্থী। তবে হলফনামায় কৃষি ও ব্যবসা দুই পেশা দেখিয়েছেন মহাজোটের দুজন প্রার্থী। বাকি দুজন প্রার্থীর মধ্যে একজন গৃহিণী ও একজন শিক্ষক।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
মন্তব্য নেই