উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আবারও জনগণের সেবা করার সুযোগ দিতে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে দেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। এ ছাড়া অনেক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ জন্য আমি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জনগণকে আবারও সেবা করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’
উৎসবের মধ্য দিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে সরকারকে পুনর্নির্বাচিত করতে আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ২০২০-২০২১-কে ইতিমধ্যে মুজিব বর্ষ ঘোষণা করেছি। এ জন্য আমরা বিশাল উৎসবের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ চাই।’
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার জন্য রাজশাহীর মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ জন্য আমি আপনাদের কাছে চাই যে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন, একইভাবে আসন্ন সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীকে বিজয়ী করবেন।’
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
I don't give u chance.
Abdullah Al Faruk
২০ ডিসেম্বর, ২০১৮
শুনেছি নির্বাচন নাকি এই দেশে উৎসব তাহলে মাত্র এক দিন ছুটি কেন? জনসর্মথন শুধু সরকারী কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।মুল স্রোত তো বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীরা।সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা ৩ দিন ছুটি পেল (শুক্র, শনি ও রবিবার) আর বেসরকারী পেল রবিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
মানুষকে সেবা করার জন্যে দলমত নির্বিষেশে বাংলাদেশের রাজনীতিবিদদের যে আকুতি তা আজীবন কেন যেন আমার কানে হুমকির মতই শোনায় | কারন এরা মানুষের পকেট আর বিদেশের ভিক্ষা, ধার-দেনা নিয়ে ভাগ-বাটোয়ারা করে নিজেদের ও দলের লোকেদের সম্পদশালী করে তুলেছে সারাজীবন |
SUJON KUMAR ROY
২০ ডিসেম্বর, ২০১৮
বাংলার মানুষ আপনার মুখ পানে চেয়ে আছে। আমরা আবারো আপনাকেই দেখতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
দশ বসরের সেবাইতো বিপুল আরও!
Jahidul Islam
২০ ডিসেম্বর, ২০১৮
আমি রাজশাহী বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
নাসিম
২০ ডিসেম্বর, ২০১৮
সেবার সংজ্ঞাটা কি জানা আছে? সবচেয়ে বেশি সেবা পেয়েছে বিএনপি
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
নাসিম সাহেব আর ভুল করবেন না আপনি সময় থাকতে আমাদের দল আওয়ামী লীগে যোগ দিন ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
জাপানের পত্রিকা নিক্কি এশিয়ান রিভিউর চোখে বাংলাদেশ এখন একটি সফলতার গল্প। পত্রিকাটি বলছে, উল্লেখযোগ্য হারে আন্তর্জাতিক নজর ছাড়াই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশের পোশাক খাত চীনের পরে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক। বাংলাদেশের অর্থনীতি প্রায় এক দশক ধরে ৬ শতাংশের বেশি হারে বড় হচ্ছে। ২০০৯ সালের পর মাথাপিছু আয় তিন গুণ হয়েছে। ক্ষুধা জয় করে বাংলাদেশ এখন সাড়ে ১৬ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
তবে এই সফলতার গলপ্ বানোয়াট গলপ্ জাপানীদের আমরা বলেছি।
Khurram Sajid
২০ ডিসেম্বর, ২০১৮
ভোট লাগে না। ভোট ছাড়াই তো সেবা করতে পারেন। ভোট চাওয়াটা লোক দেখানো। এমনিতেই সব হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
Make fun with us.
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
১০ বছর অনেক সেবা করেছেন, বেশি বেশি সেবায় দেশের মানুষ ক্লান্ত
সাঈদ ইকবাল
২০ ডিসেম্বর, ২০১৮
ভোট চাইতে এ সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিসূতি দিচ্ছে - আর প্রতিপক্ষের প্রতিসূতি .......... ভাবুন অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
জনগণের ভোটাধিকারে বাধা না দিলে তারা নিশ্চই তা বিবেচনা করবে ; অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদের জবাবদিহি করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
গত 10 বছরে তো আমাদের জীবনের সব আগ্রহ গুলো কেড়ে নিয়েছেন।অনেক কষ্টে এই জাবৎ বেছে ছিলাম যে পরিবর্তন এর আশায়,কিনতু যে গুটি চালতেছেন মনে হয় প্রশাসন আর সি ই সি কে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আমাদের বেঁচে থাকার অধিকার টাও কেড়ে নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
You already occupy the field, but making drama on the name of election. AL around Bangladesh are situation. Shame.
Rahman Moni
২০ ডিসেম্বর, ২০১৮
আরেকবার কেন , শতবার আসেন । তবে ,প্রকৃতভাবে জনগনের ম্যান্ডেট নিয়ে ।
Mr.RupoM.
২০ ডিসেম্বর, ২০১৮
তিনি প্রকৃতভাবেই জনগনের ভোট নিয়ে ক্ষমতায় আসেন, এখানেই বিএনপির ও জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের পার্থক্য।
Mantu Mandal
২০ ডিসেম্বর, ২০১৮
নিশ্চয়ই জনগন সঠিক সিধান্ত নিবেন, আগের ও বর্তমান সরকারের কাজের তুলনা করে!
Arifur Rahman
২০ ডিসেম্বর, ২০১৮
জনগণের কি সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে???
saiful bari
২০ ডিসেম্বর, ২০১৮
এখনো পর্যন্ত মনে হচ্ছে একটি ভালো নির্বাচন হবে। ভাই ধানের শীষ, নৌকা, লাঙ্গল, হাত পাখা অথবা অন্য কোন প্রতিক বা প্রার্থী বুঝিনা। কামনা করি প্রতিটি আসনে যেন অপেক্ষাকৃত শিক্ষত এবং জনদরদী প্রার্থী নির্বাচিত হোক। কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের উচিত সর্বোচ্চ চেষ্টা করা যেনো কোন আসনে এই মহান বিজয়ের মাসে কোন জামায়েত (অ) ইসলামী নেতা নির্বাচিত না হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী রাজনীতিকদের নিপীড়ন, ব্যাংক লুট, বিচারপতির পলায়ন, পৃথিবীর সর্বোচ্চ ব্যয়ের নির্মাণ, গণতন্ত্রহরণ, ভোটাধিকার হরণ, খেয়াল খুশির আইন–সংবিধান পরিবর্তন এসবই কি জনসেবার নমুনা।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নতি দেখে পৃথিবীর সকল দেশ আজ বিস্মিত। আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার মা বাংলাদেশ আজ আর কোনো হেলাফেলার নাম নয়। এমন স্বপ্নই তো সেদিন দেখেছিলেন আমাদের সূর্যসন্তানরা। শেখ হাসিনা, আপনাকে স্যালুট এ অগ্রযাত্রায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
মাথা কি ঠিক আছে। শুধু বিটিভি না দেখে দিন দুনিয়ার খবর রাখুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
অনেক সেবা পাইছি! ২.৫ ইউনিটের বিদ্যুৎ ৫.৫টাকা, ৪০০ টাকার গ্যাস ১০০০টাকা, ৩০টাকার চিনি ৫০-৭০ টাকা, চালের দাম নাই বা বললাম। বাসা ভাড়া লাগামহীন।গাড়িভাড়া, রিকশা ভাড়া থাক। সরকারি কর্মচারী আর সংসদ সদস্য ও মন্ত্রীদের আয় বাড়লেও আমার বেতন বাড়ছে কত? আয় বাড়ছে কত? এবার একটু ভোট দেওয়ার সুোগদিন। ক্ষমতায় পরে আসুন। আর এমন সেবা চাই না আমরা জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
যে সেবা পুলিশ দিয়ে দিচ্ছেন তাতেই অামাদের ত্রাহি অবস্থা । মাগো অপনার সেবা অার চাইনা মোরা ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
সন্ত্রাসী, অপরাধীরা সাবধান, পুলিশ আইল তোমাদের ধরতে!
Abdus Shahid Mahmood
২০ ডিসেম্বর, ২০১৮
It would be too much for us. Sorry we don't need anymore. Please excuse us this time.
Nd.Mikhail Haque khan
২০ ডিসেম্বর, ২০১৮
ভোট দিতে হবেনা এমনি সুযোগ পেয়ে যাবেন।
Mir Md Mofazzal Hossain
২০ ডিসেম্বর, ২০১৮
সবুজের বুকে লাল, আওয়ামী লীগের হাতেই, বাংলাদেশ নিরাপদ চিরকাল।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
5 January 2014 I could not elected my Member of Parliament (MP). So i think this government is not represent of me. So you have no right to seeking my vote further.
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
বিরোধীদল লাঙ্গল নিবে ভালই থাকবেন।
MD ASHRAFUL
২০ ডিসেম্বর, ২০১৮
একবার নয় বারবার ক্ষমতায় আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
৫ বছর পর চিন্তা করে দেখব...
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
জনগন কে মাফ করা যায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
গত ১০ বছর জনগণের যে খেদমত হয়েছে তাতে ১৬ কোটি জনগণ এমনিতেই অনেক ঋণী, আরও ৫ বছর সেবা করে এ ঋণের পরিমান আরও বাড়ালে জনগণ মরেও শান্তি পাবে না।
Fokrul Bashir
২০ ডিসেম্বর, ২০১৮
১০ বছর অনেক সেবা হয়েছে। বেশি বেশি সেবায় দেশের মানুষ ক্লান্ত|
MD ASHRAFUL
২০ ডিসেম্বর, ২০১৮
একবার নয় বারবার ক্ষমতায় আসেন।তবে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসেন।
Dr.Mizan Siddiqi
২০ ডিসেম্বর, ২০১৮
AL/BNP is fine but we need to see a change in our leaders.
নাম প্রকাশে অনিচ্ছুক
২০ ডিসেম্বর, ২০১৮
আফসোস সুদিনের কোনও চিহ্ন নেই আমাদের সামনে।
Monzur
২০ ডিসেম্বর, ২০১৮
সবাই আমাদের সেবা দিতে চান, আমরা বড়ই ভাগ্যবান!
Mr.RupoM.
২০ ডিসেম্বর, ২০১৮
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যহত রাখতে ও সামনে এগিয়ে যেতে দেশের জনগন অবশ্যই আগামী ৩০শে ডিসেম্বর আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিবে। বিএনপি জামাত বেধেছে জোট কেউ দেবেনা তাদের ভোট। নৌকা মার্কা দেখিয়া ভোট দিব হাসিয়া।
MD ASHRAFUL
২০ ডিসেম্বর, ২০১৮
আপনি সেবা দিতে বিরক্ত না হলেও জনগণ এই সেবা নিতে বিরক্ত ও ক্লান্ত ।দয়া করে এইবার আমাদের ছেড়ে দেন আর সেবা চাইনা।
Saifur Sahin
২১ ডিসেম্বর, ২০১৮
আমরাও ভোট দেবার সুযোগ চাই ।