দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ তারিখ আপনারা কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। ফলাফল হাতে নিয়ে আমরা ঘরে ফিরব। ইনশা আল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।’
আজ শনিবার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে ফখরুল এ কথা বলেন। সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার ফাইভ স্টার মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন হচ্ছে ঠুঁটো জগন্নাথ। এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি মো. আবদুল গফুর সরকার সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম ও নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার।
মির্জা ফখরুল বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে এতে অংশ নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার চাই, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে চাই আমরা।’ সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আদালত আর পুলিশ ছাড়া জনগণ আপনাদের সঙ্গে নেই। বিএনপির নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা, নির্যাতন বন্ধ করুন। আর সৈয়দপুরে এসে দেখে যান কীভাবে জনগণ জেগে উঠেছে, মানুষ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।’
মির্জা ফখরুল আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘যখন-তখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা যাবে না। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন, জনগণের হয়ে কাজ করুন।’ তিনি বলেন, ধানের শীষের জোয়ার দেখে সরকার শঙ্কিত। জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের হয়ে জনগণ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিচ্ছে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
প্রচারণার দরকার নাই, জনগণকে যাকে খুশি ভোট দেয়ার সুযোগ দেয়া হোক, গনেশ উল্টে যাবে।
রিদওয়ান বিবেক
২২ ডিসেম্বর, ২০১৮
সরকার শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে যেতে দ্বিধা সৃষ্টির চেষ্টা করবে।আর আমরা ভোট দিতে যেতে দেশকে আলোর পথে নেয়ার চেষ্টা করবো।এই মহৎ সংগ্রামে সাথে আছি।
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপি এমন একটি দল যার অতীত করাপটেড, বর্তমান অচল আর ভবিষ্যত নাই। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামাত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল যেখানে আওয়ামী লীগ ও তার জোট পেয়েছিল অবশিষ্ট ২৭০ আসন। এবার বিএনপি নির্বাচনে এলে ১৫টিও আসন পাবে না ...পেট্রোল বোমা আর জামাতী সন্ত্রাসের প্রাপ্তি হিসাবে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে কি করে ??
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
সেটাইতো ভাই. জনগণ কে একবার মাত্র একবার ভোট দিতে দেন সেখান জনগণ কাকে ভোট দেয় . যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামলীগ কয়টা আসন পাবে তা আপনিও জানেন .
Mr.RupoM.
২২ ডিসেম্বর, ২০১৮
আগামী ৩০শে ডিসেম্বর বিএনপি ফেল (মাকাল ফল) নিয়ে ঘড়ে ফিরবেন!!!
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
যে দল ক্ষমতায় যাবার জন্য সাধারন নিরহ জনগনের উপর পেট্রোল বোমা মারে, ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলের উপর গ্রেনেড হামলা করে, জংঙ্গিবাদের সৃষ্টি করে, স্বাধীনতা বিরোধিদের আশ্রয়-প্রশ্রয় দেয়, ৭১-র ঘাতকদের বিচার চায় না, সেই দল হিসাবে বিএনপির এদেশে রাজনীতি করার অধিকার থাকে না।আর যদি থাকে তা জনগনের জন্য অভিশাপ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জনাব, মোফাজ্জাল আপনি, আমি, আমরা কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করা আমাদের মৌলিক অধিকার, কিন্তু তার আগে ব্যক্তি বা দলপ্রেমিক না হয়ে একজন দেশপ্রেমিক ও বিবেকবান মানুষ হওয়া মুখ্য |
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
উন্নয়নে দরকার শেখ হাসিনার সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
৩০তারিখ সারা দিন ধনের শিষে ভোট দিন
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ইনশাআল্লাহ আমরা সবাই যাবো নৌকা মার্কায় ভোট দিব।
Sengupta
২২ ডিসেম্বর, ২০১৮
ধনের শিষে নয়, ধানের শীষে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ধানের শীষে ভোট দেওয়া মানেই ৩০ লক্ষ শহীদের রক্তের আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের সাথে বেঈমানী করা।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ জিন্দাবাদ গনতন্ত্র মুক্তিপাক।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
গনতন্ত্র ছিল আছে থাকবে, রাজাকারতন্ত্র চাই না।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
গনতন্ত্র আছে ??? Good joke @না প্রকাশে অনিচ্ছুক ।
Hasan Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
যদি ভয় পাও তবে তুমি শেষ যদি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বেশি কিছু না গণতন্ত্র চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
অবশ্যই হাতে হাতে ফল পাবেন আওয়ামীলীগ ২৩০- বিএনপি ২ ০ কারণ সবাই ধনের শীষে বিরক্ত/
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
কিরে ভাই এতো আগে রেজাল্ট হাতে পেলেন কিভাবে ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
যারা 12 বছর যাবৎ ক্ষমতার বাহিরে তারা কিভাবে বিরক্ত করলো .
Md Sohel Tanvir
২৩ ডিসেম্বর, ২০১৮
ধানের শীষে যখন মানুষ এত বিরক্ত তখন এত ভয় কিসের সুষ্ঠু ভাবে ভোট করেন,দেখবেন নিশ্চিত পরাজিত হবেন।
Sengupta
২২ ডিসেম্বর, ২০১৮
৩০ ডিসেম্বর ফলাফলের জন্য অপেক্ষা কেন?আপনি এখুনি রেজাল্ট নিতে পারেন: আপনারা ৭০টা আসন পাবেন।
nabil
২২ ডিসেম্বর, ২০১৮
রেজাল্ট ও তৈরী হয়ে গিয়েছে নাকি ? এটাতো জানতাম না ।
Hassan Mahmud
২২ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলে রেখে সরকার ৫ই জানুয়ারীর মতো যেনতেন একটা নির্বাচন করতে ব্যস্ত? মানুষ সুযোগ পেলে ধানেরশীষে ভোট দিয়ে ৫% জনপ্রিয়তার সরকারকে বিদার করবেই?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
৩০ তারিখ আমরা সবাই যাবো, দলে দলে যাবো, হাজারে হাজারে যাবো, অযুতে নিজুতে লক্ষ কোটিতে যাবো, নৌকা মার্কায় ভোট দিব এবং নৌকায় বিজয় ছিনিয়ে আনবো।জয় বাংলা।
Syed Saif
২২ ডিসেম্বর, ২০১৮
জয় বাংলা
Md Sohel Tanvir
২৩ ডিসেম্বর, ২০১৮
অপেক্ষাই থাকেন, দেখবেন বিজয় হবে ধানের শীষের ।।।। ইনশাআল্লাহ
Mantu Mandal
২২ ডিসেম্বর, ২০১৮
নিজের আসন এ জয়ী হতে পারবেন তো?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ইনশাল্লাহ............ ৩০ তারিখ ভোট দিন , ভোট ডাকাতদের জবাব দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
অপেক্ষায় থাকুন। নির্বাচন সার্কাস শেষের পথে। ভোটের ফলাফল তৈরি করে রাখা আছে। ৩০ ডিসেম্বর সিইসি তা ঘোষণা করবে মাত্র।
Hasan Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
আসুন আমরা সবাই ভোট ডাকাতির বিরুদ্ধে রুখে দাড়াই এবং ৩০ তারিখ নিজের ভোট নিজ হস্তে প্রদান করি।
A.K.M.OBAIDULLAH
২৪ ডিসেম্বর, ২০১৮
দেইখেন আবার নিজের হস্তেই সিল মাইরেন না !
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনাকে শুভ কামনা. আপনারা এইবার অন্তত বিরোধীদল এ আস্তে পারবেন .
A.K.M.OBAIDULLAH
২৩ ডিসেম্বর, ২০১৮
" ৩০ তারিখ আপনারা কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না " --- ভোট দেয়ার পরও কি কেন্দ্রে থাকতে দিবে বা থাকা যাবে ? আমাদের প্রিয় সেনাবাহিনী কি কেন্দ্রের মধ্যে থাকতে দিবে ? কত গজ দূরে যেন থাকতে হবে ? "ফলাফল হাতে নিয়ে আমরা ঘরে ফিরব" --- ঘরে ফিরে আরামে ৫ বসর ঘুমিয়ে কাটাবেন ।