আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের নির্বাচনী জনসভায় বলেছেন, আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি। সেই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহ কিবরিয়ার ছেলে। প্রধানমন্ত্রী একে অত্যন্ত লজ্জার ও পরিতাপের বিষয় বলে উল্লেখ করেন।
সিলেটর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে শেখ হাসিনা এ মন্তব্য করেন। আজ বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.)–এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। কিবরিয়া শেখ হাসিনার সরকারের প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) ৫ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে কিববিয়া গ্রেনেড হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিএনপিকেই দায়ী করে আসছে।
আজকের জনসভায় শেখ হাসিনা বলেন, ‘একটি কথা না বললেই নয়। অত্যন্ত দুঃখের বিষয়, হবিগঞ্জ-১-এ ধানের শীষ নিয়ে যিনি দাঁড়িয়েছেন, তাঁর পিতার (শাহ এ এম এস কিবরিয়া) হত্যাকারী ওই ধানের শীষ। বিএনপি শাহ কিবরিয়াকে হত্যা করেছে। সেই শাহ এম এস কিবরিয়ার ছেলে আজকে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করে, এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না।’ এ ঘটনাকে অত্যন্ত পরিতাপের বিষয় উল্লেখ করেন তিনি। পরে তিনি নিজ দল ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চান।
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহর জন্য ভোট চাওয়ার একপর্যায়ে শেখ হাসিনা সিলেটবাসীর উদ্দেশে বলেন, ‘আপাতত লাঙ্গল মার্কায় ভোট দেন, এরপরে লাঙ্গল...সব নৌকায় নিয়ে আসব। কোনো চিন্তা নেই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে লড়ছে। দলটি মহাজোট থেকে ২৬টি আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, সেই বিষয় মাথায় রেখে জাতীয় পার্টির এককভাবে আরও ১৪৬ আসনে প্রার্থী দিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকার গুলশানের জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি ছিল রাজধানী ঢাকায় আওয়ামী লীগের প্রথম জনসভা, যেখানে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো যোগ দেন। আগামীকাল রোববার রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
আন্দালিব
২২ ডিসেম্বর, ২০১৮
পিতার আদর্শে পূত্র মানবে এটা সবসময় ঘটেনা, হলি আর্টিজানের এক জঙ্গির পিতা আওয়ামীলীগ নেতা যিনি পূত্রের লাশ পর্যন্ত গ্রহন করেননি অথচ বিএনপি জঙ্গিদের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সবসময় জঙ্গিদের মা বাবা হয়ে কান্নাকাটি করে!!
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনে কি ভাবে যানেন ভাই?৷ সত্য কথা বলেন মানুষ কে
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
কিবরিয়ার ছেলের ধানের শীষে নির্বাচন লজ্জার: প্রধানমন্ত্রী
Deepak Eojbalia
২২ ডিসেম্বর, ২০১৮
Reza kibria's participation in election with Sheaf Paddy symbol is a suicidal. Prime minister rightly said.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
কিবরিয়া হত্যার বিচার না হওয়া তার চেয়ে বেশী লজ্জার।
নাসিম
২২ ডিসেম্বর, ২০১৮
কিবরিয়ার ছেলে লজ্জায় লীগ ছেড়েছে
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ভাল মানুষ নেই আপনার দলে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
Not Only Reza Kibria ! Sultan Munsoor , Manna , ASM Rob , Montu, also against Boat Symbol. Don't forget Dr. Kamal and Kadder Siddiqui . WHY ???
মোহাম্মদ ছদর উদ্দিন
২২ ডিসেম্বর, ২০১৮
I agreed with our Honorable Prime minister. Reza Kibria is not a politician. He Just supporting to Criminals of Bangladesh with the huge .....
শিপন England
২২ ডিসেম্বর, ২০১৮
...থাকলে কি সে বাবার খুনির সাথে মিছিল করে !!
নাসিম
২২ ডিসেম্বর, ২০১৮
তার পিতার চেয়ে দেখি আপনার দরদ বেশি
mahamud
২৩ ডিসেম্বর, ২০১৮
looks like AL suffer more than Reja kibria.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জনগণের ভালোবাসার(২০০৮) এর আওয়ামীলীগ এখন জনগণের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে, এইটা আরো বেশি লজ্জার।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
কিবরিয়া হত্যার বিচার তার পরিবার এখনো পায়নি।
আন্দালিব
২২ ডিসেম্বর, ২০১৮
ধানের শীষের বিষে আক্রান্ত বিএনপি, এ বিষ যাদের ছোবল মারে তাদের আচরনও বিএনপি জামাতের মত হয়, ডঃ কামালের খামোশে তা হয়েছে-রেজা কিবরিয়ারও হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার করলে রেজা ধানের শিসের নির্বাচন করত না
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
মোরগের ডিমে তা দেয়ার মতো ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামের জোট সাধারন জনগনের আগ্রহ উদ্দীপনা না বুঝেই খামোখা রাজনীতির ময়দান গরম করার চেষ্টা করছে।বিএনপি-জামাত জোট হলো এদেশের রাজনীতিতে মিথ্যার সূঁতিকাগার।এই 'বিএনপি-জামাত' জোট-এর নয়া ফরমেটই ঐক্যফ্রন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
৩০ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।
Md Arafatul karim
২২ ডিসেম্বর, ২০১৮
নৌকা শুধুই নৌকা
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
শাহ এ এম এস কিবরিয়াকে কে হত্যা করেছে? সেটা সবাই জানে সব চেয়ে ভাল জানে তাঁর ছেলে..........
Mr.RupoM.
২২ ডিসেম্বর, ২০১৮
হবেই হবে জয়, নৌকা মার্কার হবে জয়। জয় বাংলা, জিতবে এবার নৌকা।।
Deepak Eojbalia
২২ ডিসেম্বর, ২০১৮
Reza kibria must suffer for his suicidal act.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
Who will make him suffer. EC, Police and AL ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপি করবে
শিপন England
২২ ডিসেম্বর, ২০১৮
আপনি থাকবেন ক্ষমতায় ,দেশটা থাকবে মমতায় আপনি থাকবেন খমতায় , উন্নয়ন যাবে সব জাগায় আপনি করেন উন্নয়ন ,ভোগ করে খালেদার কর্মীরাও জনগন আপনার ডিজিটাল উন্নয়ন , চোখ জুরিয়ে যায় দুই নয়ন আপনার নয়নে উন্নয়ন , মেট্রো রেল ই উধাহরন পদ্মা সেতু আর কর্ণ ফুলি,ইহা নয়তো মুখের ভুলি দৃশ্য মান উন্নয়নের ,তাইতো বিজয়ে এগিয়ে জয় বাংলার হবে জয় , হবে হবে নিশ্চয় জয় বাংলা ,জয় পাবে জনতা
আন্দালিব প্রেতত্মা ২
২৩ ডিসেম্বর, ২০১৮
জনতা নাকি সব আওয়ামীলীগরে শিপন পরগাছা
Deepak Eojbalia
২২ ডিসেম্বর, ২০১৮
Boat is a symbol of our independence.
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
শুধু লীগের ।
mahamud
২৩ ডিসেম্বর, ২০১৮
was before but now opposite.
MUHAMMAD
২২ ডিসেম্বর, ২০১৮
Dr Reza Kibria done a very good job
Rashidullah
২২ ডিসেম্বর, ২০১৮
বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ অনেক আলাদা। নৌকা দেখলেই ভোট দেওয়ার ইচ্ছা অনেকের নেই।
আন্দালিব প্রেতত্মা ২
২৩ ডিসেম্বর, ২০১৮
যথার্থ
Wahid Miah
২২ ডিসেম্বর, ২০১৮
রেজা কিবরিয়াকে ধরে রাখতে পারলেন না কেনো?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনারা ডঃ ইনাম আহমেদকে ধরে রাখতে পারলেন না কেন, শমশের মবিন চৌধুরীও কেন থাকলোনা ভাল মানুষ বিএনপিতে থাকতে পারেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ভালো বলেছেন ভাই
Zunaid Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
এমপি হওয়ার লোভে গেছে।আওয়ামীলীগ থেকে ২০০৮,২০১৪ সালে মনোনয়ন চেয়ে পায়নি।৩০ তারিখ উত্তর পেয়ে যাবে। তারপর....
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
নিজামী সাঈদী দের ছেলেরা এখন যে প্রতীকে নির্বাচন করে, তাতে যেকোনো বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের সেই প্রতীক বর্জন করার উচিত.
Azizul Hoque
২২ ডিসেম্বর, ২০১৮
সিলেটের পূণ্যভুমিতে স্বাগতম।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ইনু আপনার মন্ত্রী হওয়ার কারণে হয়তো অনুপ্রাণিত
Enamul Hafiz Latifee
২২ ডিসেম্বর, ২০১৮
প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন।
MMKhan
২২ ডিসেম্বর, ২০১৮
আজকাল বাংলাদেশী হিসেবে বেঁচে থাকাটাই হয়ে দাঁড়িয়েছে এক ভীষণ লজ্জার ব্যাপার!
আন্দালিব
২২ ডিসেম্বর, ২০১৮
তাইলে আর কি করা নাগরিকত্ব পাল্টে পাকিস্তানি হয়ে যান।
Mr.RupoM.
২২ ডিসেম্বর, ২০১৮
মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেত্রীত্বে- সবাই রইব শান্তি-সুখে দেখেছি আমিও ভাবিয়া নৌকা মার্কা দেখে এবার ভোট দিব তাই হাসিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
অতঃপর একদলীয় শাসনে সব যাবে ভাসিয়া ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপি যদি তার পিতার হত্যাকারী হয় তবে বিচার হল না কেন?
Mr.RupoM.
২৩ ডিসেম্বর, ২০১৮
কারন তার পরিবার তদন্ত কজে অসহোযোগিতা করেছে, তদন্ত প্রতিবেদনে বারবার না রাজি দিচ্ছে তাই বিচার কাজ শুরু করা যাচ্ছেনা।
Mohammad Ali Refai
২২ ডিসেম্বর, ২০১৮
টানা ১০ বছর একচ্ছত্র ক্ষমতায় থেকেও রেজা কিবরিয়ার বাবার নির্মম হত্যাকাণ্ডের কোনও সুরাহা করতে না পারাটাও একটা চরম লজ্জাস্কর বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
হয়তো আপনাকেও কোনো দিন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হতে পারে, তাই প্রস্তুতি নিন এখনি!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
বিনপির দরজা সবার জন্য উন্মুক্ত |
nasiruddin
২২ ডিসেম্বর, ২০১৮
আমার তো মনে হয় আপনার লজ্জিত হওয়ার কথা। কারণ দশ বছর আপনি সরকারে থেকেও কিবরিয়া হত্যার বিচার করতে পারেন নি । কিন্তু কেন ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
এত উন্নয়ন, এত জোয়ার, তবু কেন এত ভয়, ...
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
মেজর মান্নান কিভাবে নৌকায়?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
Probably PM forgot, Mrs Kibria fought lonely to get justice for her husband, did not get any support from AL leaders, ...
Mahbubur Rahman
২২ ডিসেম্বর, ২০১৮
রুপম ঔ জারি গান গেয়ে কোন কাজ হবেনা।
Akash Islam
২২ ডিসেম্বর, ২০১৮
উৎকৃষ্ট উদাহরণ, সুসন্তান!
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
নিশ্চয়ই এমন কোন কষ্ট পেয়েছে আওয়ামীলীগের কাছ থেকে যাতে রেজা সাহেব আওয়ামীলীগে যোগ না দিয়ে ঐক্য ফ্রন্টে যোগ দিয়েছে! আর বিএনপি যদি সত্যিই কিবরিয়ার হত্যাকারী হয় তাহলে তাদের বিচার এই ১০ বছরে কেনো করা হলো না? ...
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
কারণ BNP দায়ী নয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
তার পিতার হত্যার বিচার আপনার সরকার করেন নাই আজ প্রায় ১০ বছরের বেশি ! শুধু তাই নয় আপনার লোকাল কর্মীরা এই পরিবারের সাথে যা তা ব্যবহার করেছে ! তার গন ফোরামে যোগদান আপনার দলের প্রতি অনাস্থা এখানে কোন রাজনীতি নেই !
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপি ক্ষমতায় থাকার সময় কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার এবং ২১ শে আগস্টের ঘটনা হয়েছিল, তাই বিএনপিকে এইসকল অপরাধের জন্য দায়ী হয়ে থাকে। তেমনি আওয়ামীলীগের সময় বিডিআর বিদ্রোহ, হলি আর্টিজানসহ যেসকল ঘটনা ঘটেছে তার জন্য কেন আওয়ামীলীগকে দায়ী করা হবে না?
নির্দোষ অপরাধী
২২ ডিসেম্বর, ২০১৮
বি এন পির ভাইস প্রেসিডেন্ট আওয়ালীগে আসাও লজ্জার
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
উনি retire করেছেন, বুড়ো হয়ে গেছেন, আর যাবেন কোথায় ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
waiting for a long time. no action
Hasan Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
একই লজ্জা কি মাহির জন্য প্রযোজ্য?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
মাহির বাবা জীবিত ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
প্রধান মন্ত্রীর লজ্জা পাওয়াই উচিত, দশ বছর ক্ষমতায় থেকেও কিবরিয়ার বাবার হত্যাকারীদের বিচার না করায় স্বভাবতই প্রশ্ন উঠে আসলে এ হত্যার পিছনে কারা ছিল,... ? তা না হলে কিবরিয়ার বিনপিতে যাওয়ার কারণ কি?
Mr.RupoM.
২৩ ডিসেম্বর, ২০১৮
কারন তার পরিবার তদন্ত কজে অসহোযোগিতা করেছে, তদন্ত প্রতিবেদনে বারবার না রাজি দিচ্ছে তাই আদালতে বিচার কাজ শুরু করা যাচ্ছেনা। বিচার কার্য পিছানোর জন্য কিবরিয়া পরিবার দায়ী
Ejajul Haque
২৩ ডিসেম্বর, ২০১৮
It is shame for Kebria's family.
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
যারা যুক্তি দিচ্ছেন যে ১০ বছরেও বাবার হত্যার বিচার না শেষ হওয়াতে উনি বিএনপি গিয়েছেন, তাদের বলি এই একই যুক্তি তে তারেক জিয়ার আওয়ামী লীগে যোগ দেওয়া ফরজ হয়ে গেছে, উনি ৩৮ বছরেও বাবার হত্যার বিচার পান নাই। :) বাস্তব সত্য হলো এ ধরনের বিচারের জন্য সময় লাগে। শেখ হাসিনা ২০ বছর অপেক্ষা করেছেন বাবার হত্যার বিচারের জন্য। আরও ২০ বছর লেগেছে রায় বাস্তবায়ন করতে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
আপনার এই যুক্তিটা ভুল। শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দেরিতে শুরু হবার কারণ আওয়ামীলীগ ঐ সময় ক্ষমতায় ছিল না। আর কিবরিয়া সাহেবের দল ১০ বছর টানা ক্ষমতায় থাকার পরও বিচার করতে না পারাটা তার দলেরই ব্যর্থতা।