এবারের সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, জামায়াতের যেসব নেতা বিএনপি থেকে নির্বাচন করছেন, তাঁদের ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। সুতরাং এঁরা সবাই এখন ধানের শীষের প্রার্থী, জামায়াতের নন।
নির্বাচন কমিশনে আজ শনিবার সাংবাদিকদের এ কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় তাঁর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দেয়।
বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামায়াত নেতাদের পদ-পদবি তাঁদের দলীয় ওয়েবসাইটে উল্লেখ আছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘তাঁরা শুধু ধানের শীষ প্রতীকধারী নন, তাঁরা এখন বিএনপির মনোনীত প্রার্থী। জামায়াত তাঁদের মনোনীত করেনি। তাই সংসদ নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই। ওয়েবসাইটে পদ-পদবি যা-ই থাকুক না কেন, আমরা আইনের মাধ্যমে প্রার্থী করতে পারি কি না, সেটা হলো বিষয়।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘জামায়াত কোনো নিবন্ধিত দল নয়। কারা কারা জামায়াত করে, সেই তালিকাও আমাদের কাছে নাই। আমরা যাঁদের মনোনয়ন দিয়েছি, তাঁরা ধানের শীষ প্রতীক পেয়েছে। এরা যদি অবৈধ হতো তাহলে নির্বাচন কমিশন আগেই তাঁদের প্রার্থিতা বাতিল করত।’
নজরুল ইসলাম খান বলেন, সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হয়রানি, হামলা, ধরপাকড়, মামলা অব্যাহত রয়েছে। একদিকে পরিকল্পিতভাবে আদালত কর্তৃক প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে বৈধ প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী শিরিন আক্তারকে গতকাল মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহীর মিছিলেও আওয়ামী লীগ হামলা করেছে। আবার ঢাকা-১৭ আসনের গুলশান এলাকায় আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফারুক (আকবর হোসেন পাঠান) ঋণখেলাপি হলেও তাঁর প্রার্থিতা বাতিল করা হয়নি।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার তাঁদের দেশে আসতে বাধা দিচ্ছে। তাঁদের ভিসা না দিলে তাঁরা কীভাবে আসবেন? আসলে সরকার নির্বাচনের নামে চুরিচামারি করতে চাচ্ছে। আর সেই কাজে বাধা হতে পারেন বিদেশি পর্যবেক্ষকেরা। এ কারণেই তারা বিদেশি পর্যবেক্ষক আসতে দিচ্ছে চাচ্ছে না।’
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
আন্দালিব
২২ ডিসেম্বর, ২০১৮
এই জন্যইতো জামাত নিষিদ্ধ করতে বলেন, জামাত শব্দটি নিষিদ্ধ করে ধানের শীষ বা অন্য কোন প্রতীকে হলেইতো গায়ে আর রাজাকারপ্রেমের কলংক লাগেনা তাইনা?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জামাত-বিএনপি ভাই ভাই, দুইজনের মাঝে কোন ভেদাভেদ নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ভাই এটা হবে, "জামাত-বিএনপি ভাই ভাই, আলাদা মার্কার দরকার নাই"
Deepak Eojbalia
২২ ডিসেম্বর, ২০১৮
He think bangladeshies are foolish.
Deepak Eojbalia
২২ ডিসেম্বর, ২০১৮
Virtually BNP has no leader.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
নজরুল , আপনিও নতুন নাটক শুরু করে দিলেন ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
সবাই করছে, আমি কেন পেছনে পরে থাকব?
Mr.RupoM.
২২ ডিসেম্বর, ২০১৮
বিএনপি জামাত একাকার , ভোট চাওয়ার আর কি দরকার!!! দেশের জনগন পুর্বের ন্যায় এবারও বিএনপি জামাত জোটকে প্রত্যাখ্যান করবে ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে। আমরা আগুন সন্ত্রাসীদের কখনোই আর ক্ষমতায় দেখতে চাইনা।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
You Are Also 100% Right
Md. Zillur Rahman
২২ ডিসেম্বর, ২০১৮
জাতির সাথে আপনারা আর কত তামাশা করবেন; ,,,,করেনা আপনাদের!
Syed Saif
২২ ডিসেম্বর, ২০১৮
hasale time more
সোলায়মান
২২ ডিসেম্বর, ২০১৮
পেট্রোল বোমাবাজ, ঘাতক, রাজাকার এখন সব বিএনপি হয়ে গিয়েছে। এখন এই দলের নেতৃবিন্দের মানবাতা বিরোধী বিচার করা হোক।
Shubhro Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বয়ঃজ্যেষ্ঠ সন্মানিত নাগরিক ড.কামাল হোসেন কেন এদের সাথে ভীড়তে গেলেন!
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
BNP need Jamat at any cost.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
দেশে বিএনপি নাই, যা আছে সব জামাত। বিএনপি আসলে অচিরেই একটি অস্তিত্বহীন দল এ পরিনত হচ্ছে।
Azizul Hoque
২২ ডিসেম্বর, ২০১৮
দেশে আওয়ামী লীগ নাই, যা আছে সব হেফাজত ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
azizul hoque next joke plz
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আজকে আওয়ামী লীগ যে ক্ষমতায় সেটার জন্য তাদের জামায়াতের কাছে কৃতজ্ঞ থাকা উচিত , কারণ জামায়াতের ব্রেইন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকারের জন্যই তারা ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। এবং সেটাকে বাতিল করেই তারা নিজেদেরকে শক্তিশালী করেছে।
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
ক্ষমতার সিড়ি পেট্রোল বোমায় পুড়িয়ে দিয়েছে বিএনপি তাই তাঁদের আর কোন স্বপ্ন নেই।
Parvez
২২ ডিসেম্বর, ২০১৮
হঃ সবাইরে আবাল পাইছেন আর কি। জামাত যে বি এন পির মার্কা নিয়া ভোটে আছে এটা গোপন করার কি আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আজকে বিএনপি আছে বলেই আমরা হাসতে পারি ধন্যবাদ আপনাদের
আবু সাঈদ জিয়াউদ্দিন
২২ ডিসেম্বর, ২০১৮
what a joke😀
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
ভাইজানেরা অপেক্ষা করুন আরো বিনোদন আসছে ৩০ শে ডিসেম্বরের পর। আসল জোকাররা তো এখনো সামনে আসে নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আওয়ামী লীগের কাছে প্রশ্ন জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন??
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
কারণ বিএনপি জামায়াতকে ছেড়ে দিলেই তারা জামায়াতকে সাথে নিয়ে নেবে। ১৯৯৪-৯৬ এ তাদের জুটি বেশ হিট হয়েছিল।
আন্দালিব
২২ ডিসেম্বর, ২০১৮
মদের বোতলের গায়ে ঔষধ লিখে রাখলেই কি মদ খাওয়া জায়েজ হবে? জামাত নামটি নিষিদ্ধ করলেই অন্য নামে জামাতি দোস্তি জায়েজ করা যাবে তাইনা?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জামায়াতকে নিষিদ্ধ করবে আদালত কিংবা নির্বাচন কমিশন, সরকার নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
সবই আওয়ামী লীগকে করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
নিষিদ্ধ তো করবে আদালত । আওয়ামীলীগ নয় । মামলা আদালতে চলমান ।
MHossain
২২ ডিসেম্বর, ২০১৮
আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করলে বুঝবেন কিভাবে বিএনপি মুক্তিযুদ্ধার দল না কি রাজাকারের দল ? প্রমাণ তো এখন চলমান।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জামায়াতকে নিষিদ্ধ করা হলে সে দলের সবাই বিএনপিতে যোগ দিবে এবং বিএনপির বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন করবে। বিএনপি সেটাই চায়।বিএনপি যেটা চায় আওয়ামী লীগ কেন সেটা করতে যাবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
স্বাধীনতা বিরোধীদের পতন অনিবার্য।চরম লাঞ্চনার পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য।
Farid Ahmed
২২ ডিসেম্বর, ২০১৮
এবার এরা ক্ষমতায় আসলে ২০০১-০৬ আমলকেও ছাড়িয়ে যাব
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
mr Nozrul Islam providing Hilla law
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জামায়াত নেই তো পেস্টারে জামায়াত লিখেছে কেন? জামাতীদের মত বোকা আর কেউ নাই। তারা যদি স্বাধীনের পর জামায়াত দল বিলুপ্ত করে নতুন দল গঠন করতো, তবে তাদের এ দশা হতো না,মনে হয় তারা যুদ্ধাপরাধের লিগেছি বহনে স্বচ্ছন্দ বোধ করে!!!
Mahbubur Rahman
২২ ডিসেম্বর, ২০১৮
জামাত জামাত করেন কিন্তু জামাত নিষিদ্ধ করতে পারলেননা ১০ বছরে। জামাত নিষিদ্ধ করলে আপনাদের রাজনীতি নামক ব্যবসার পুঁজি শূন্য হয়ে যাবে। মানুষকে এত বোকা ভাববেন না।
Mahbubur Rahman
২২ ডিসেম্বর, ২০১৮
শুভকামনা অনেকদিন পর সোলায়মান ভাই জেগে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জনগন যদি তাদের চাই, অন্যদের কেন এত মাথা ব্যাথা, প্রতিহত যদি করতে হয়, ভোটের মাধ্যমে কর।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
correct - its just jealousy
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বুড়ো দাতের কামড়ে ক্ষমতার চেয়ারে আচড় লাগবে না মনে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
awamilig also ........ they were Bakshal
Sohel S.parvez
২২ ডিসেম্বর, ২০১৮
ক্ষমতার জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের একেবারে যা তা অবস্থা!!!নজরুল ইসলাম খান সাহেব কে অনেক মানুষ ই শ্রদ্ধা করেন।১/১১ এর সময় যে অল্প সংখ্যক জেলে যান নি,তিনি তাদের একজন।সবার কাছে মানুষ নিম্নশ্রেনীর কথা আশা করে না।দুর্ভাগ্য এই যে ঐ নেতারা তা বুঝেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনি তো কত কথা বলেন কিছুদিন আগে বললেন জামাতে নাকি অনেক মুক্তিযাদ্ধা আছে, ছি.....
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনিই সেই ব্যাক্তি যিনি বলেছিলেন জামাতে নাকি মুক্তিযাদ্ধা আছে,কয়েকদিন পর বলবেন জামাত দেশটা স্বাধীন করেছে,আপনাদের মত সুবিধাবাদী রাজনীতিবিদদের জনগন ভালোই চেনে।
প্রামানিক
২২ ডিসেম্বর, ২০১৮
আপনার দলকে বাংলাদেশ জামাত্মিয়তাবাদি দল নামে নামান্তর করেন,ল্যাঠা চুকে যাক।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
আমার একটা প্রশ্ন আছে। জামায়েত যখন সিলেট সিটি নির্বাচনে অংশ নিলো, তখন কেন এই প্রশ্নটা উঠে নাই। ব্যপারটা এমন দাড়িয়েছে যে, সরকারের পক্ষে থাকলে সব ঠিক আর বিপক্ষে গেলে সব খারাপ।
Himu mama
২২ ডিসেম্বর, ২০১৮
এই বৎসরের সবচেয়ে সেরা মিথ্যাবাদী এই মিথ্যুক নেতা।জনগণ কী বোকা?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
জামাত-শিবির মুখে মুখে ইসলামের কথা বলে অন্তরে লালন করে ফেরাউনের চাইতে জঘন্যতম নিকৃষ্টতা। যা কখনোই ইসলাম ও ইসলামী জীবনাদর্শ হতে পারেনা। কেবল তাদের বাহির টা দেখলেই চলবেনা। দেখে নিন তাদের ভেতরটা। আর তা দেখতে ভূল করলে একদিন স্বয়ং খোদা তায়ালার দরবারে আমাদের জবাবদিহী করতে হবে দেশদ্রোহী ও ইসলাম ধর্ম নিয়ে ভন্ডামী ও ধর্ম ব্যবসায়ীদের সহযোগীতা ও প্ররোচনা যোগানোর জন্য। তাই আসুন সময় থাকতে সাবধান হই। দেশকে ভালোবেসে জামাত-শিবির রাজাকার-আলবদরদের রুখে দেই।
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম সামরিক স্বৈরশাসক বলেছে যুক্তরাষ্ট্র । জামাতকে বলেছে - জামাত বাংলাদেশের উন্নয়নের জন্য হুমকি স্বরূপ । মার্কিন কংগ্রেস আরো বলেছে - জামাতকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান ।
SHAMEEM
২২ ডিসেম্বর, ২০১৮
কত অধঃপতন হলে একজন মানুষ এত বড় মিথ্যাচার করতে পারে। কি ভাবে এদের বিশাশ করা যায়।
Mir Md Mofazzal Hossain
২২ ডিসেম্বর, ২০১৮
কিছুদিন আগে বিএনপির শীর্ষ ব্যক্তি নজরুল ইসলাম বলছেন, জামাতে মুক্তিযোদ্ধা আছে! উনার কাছে জানতে চাই-- জামাতে কারা মুক্তিযোদ্ধা তাদের নাম গুলা জাতিকে জানাতে হবে। যদি নাম দিতে ব্যার্থ হন,তা হলে এই জঘন্য মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। -রুখে দাড়াও প্রিয় মুক্তি যোদ্ধারা-- -রুখে দাড়াও মুক্তিযোদ্ধার প্রিয় সন্তানেরা।
Shakib Hassan
২২ ডিসেম্বর, ২০১৮
সত্য কথা বললে দোজখে যেতে হয়। - নজরুল ইসলাম খান
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
Very unfortunate! Nazrul Islam Khan or BNP does not know who is Jamat. There is no character and no limit of deception! How ugly and what an insult to the people of Bangladesh! If this was in any other country they would not be able to come out on the street. People would simply lynch them.
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
তারচেয়ে বলেন নির্বাচনে বিএনপি নেই, সবাই ধানের শীষে জামাত। আর কত নিচে নামাবেন দেশকে।মহান আল্লাহ আপনাদের হাত থেকে দেশকে হেফাজত করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
এটা জাতির সাথে নির্ভেজাল ভন্দামি।দেশবাসি এই ভণ্ডদের আস্তাকুরে নিক্ষেপ করবে ইনশাল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘জামায়াত কোনো নিবন্ধিত দল নয়। কারা কারা জামায়াত করে, সেই তালিকাও আমাদের কাছে নাই।- খান সাহেব, কারা বিএনপি করে তাদের তালিকাত আপনাদের কাছে আছে, তাইনা? ওরা কি বিএনপি করে? কোন বিবেচনায় তাদেরকে মনোনয়ন দিলেন? এই প্রতারকরা ক্ষমতায় এলে দেশকে কোথায় নিয়ে যাবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
রাজাকার
নাম প্রকাশে অনিচ্ছুক
২২ ডিসেম্বর, ২০১৮
বিষয়টা হচ্ছে, মাংসের ঝোল খাই না, মাংস খাই। এই সুবিধাবাদী চেতনা থেকে দেশ কবে মুক্ত হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
আওয়ামীলীগ সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে নিজে এবং পুলিশ দিয়ে এবং গত দশ বছরে যে খুন খারাবী এবং লুটপাট করেছে তাতে মানুষের দৃষ্টি এখন অন্য দিকে ফেরাতেই জামাত নাটক নিয়ে হইচই করছে। এই খেলা মানুষ আর খাবে না। তাই এত রকমের কোশেশ ক্ষমতা আঁকড়ে থাকার জন্যে।
Syed Johir Raihan
২৩ ডিসেম্বর, ২০১৮
পাবলিক রে এত বোকা মনে করেন,দেশ গ্রামের লেখাপড়া না জানা মানুষ ও এই কথার অর্থ বোঝে !!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশের মানুষ কে আর কতদিন বোকা ভাববেন ??
মহম্মদ সালাউদ্দিন
২৩ ডিসেম্বর, ২০১৮
সে তো মুজাহিদও বলেছিল দেশে কোনও যুদ্ধাপরাধী নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৩ ডিসেম্বর, ২০১৮
ভাবতে অবাক লাগে এই ভদ্রলোক এক সময় শ্রমিক নেতা ছিলেন!!!!