নৌকার পক্ষে প্রচারে জাহিদ হাসান

প্রতিনিধি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ২২ ডিসেম্বর, ২০১৮

জাহিদ হাসানসিরাজগঞ্জ-২ (সদর উপজেলার আংশিক ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ হাবিবে মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। তিনি নির্বাচনে অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

শনিবার বিকেলে জাহিদ হাসান সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুণেরগাঁতী ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে নৌকা প্রতীকে ভোট চান। বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

দেশব্যাপী তারকা শিল্পীদের নৌকার পক্ষে প্রচারণার অংশ হিসেবে জাহিদ হাসান তাঁর জন্মস্থান সিরাজগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। তাঁর নির্বাচনী প্রচারের কথা শুনে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী-পুরুষ ছুটে আসেন। জাহিদ হাসানের গণসংযোগ দেখার জন্য লোকজনের ভিড় জমে যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ স্থানীয় নেতারা।

এর আগে দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি এ আসনের প্রার্থী হাবিবে মিল্লাতকে স্বচ্ছ রাজনৈতিক নেতা আখ্যায়িত করে বলেন, তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে সিরাজগঞ্জের উন্নয়ন আরও বেগবান হবে।

মন্তব্য

  • image

    MD ASHRAFUL

    ২২ ডিসেম্বর, ২০১৮

    সাকিব আল হাসান বললেন; মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার জন্য শেখ হাসিনাকে ভোট দিন। নায়ক রিয়াজ বললেন; শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। শমী কায়সার বললেন; উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। ওবায়দুল কাদের বললেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারে;তাই নৌকায় ভোট দিন। শেখ হাসিনা বললেন;বিএনপি-জামাতের টাকা নিন, নৌকায় ভোট দিন। আর মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন; আপনার বিবেচনায় যাকে বলে তাকে ভোট দিন। আমি সেই সিধান্ত কে শ্রদ্ধা করি।কিন্তু ভোট আপনারা অবশ্যই দিবেন। সবাই বলছে নৌকার অধিকারের কথা,আর মীর্জা ফখরুল বললেন ভোটের অধিকারের কথা। পার্থক্য এখানেই। চয়েজ আপনার।

    • image

      আন্দালিব

      ২২ ডিসেম্বর, ২০১৮

      মাগুরা, ঢাকা ১০এর ১০টা হোণ্ডা ১০টা গুণ্ডা-ইলেকশন ঠাণ্ডা যাদের মোটো তাদের মুখে ভোটাধিকারের কথা মানে চোরের মুখে রাম নামের মত। ৫ জানুয়ারিও তারা গুণ্ডামি করে ভণ্ডুল করতে চেয়েছে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২২ ডিসেম্বর, ২০১৮

      মির্জা ফখ্রুলের তো গড়াতেই গলদ। উনি শুরু করেছেন মুক্তিযুদ্ধ দিয়ে এবং সেই যুদ্ধের বিরোধীদের আজকে সাথে নিয়ে ঘুরে মন্ত্রী বানায় এবং এখনো তাই। এটা তো দেশ নিয়েw ডুয়েল স্ট্যান্ডার্ড

    • image

      MD. FAISAL

      ২২ ডিসেম্বর, ২০১৮

      আন্দালিব দাদা এত তাড়াতাড়ি খেই হারালে কি চলে, কানাঘুষা শুনছিঃ নৌকা ছেড়ে বিমান ধর, জানটা নিয়ে কেটে পর! কথাটা কি সত্যি?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      আন্দালিব, মাগুরা আর ঢাকা ১০ এর কথা এখনো বলেন, আওয়ামী লীগ জিনিষটাই যেন কেমন? ৫ জানুয়ারিকে তারা চাপা দিতে চায় মাগুরা আর রমনার উদাহরণ টেনে!

    • image

      Md. Al Amin

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      ফকা না সেইদিন আপনার মা & ভাই এর মান বাচঁাতে ভোট চাইল

  • image

    MMKhan

    ২২ ডিসেম্বর, ২০১৮

    ক্ষমতার হালুয়া-রুটি থেকে অনেকেই বঞ্চিত হতে চায় না! এরশাদের স্বৈরশাসনের নয় বছরেও এমন অনেক ভক্তকুলের জন্ম হয়েছিল!!!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২২ ডিসেম্বর, ২০১৮

      অধিকাংশই কিন্তু বিএনপিতে ছিল এবং আছে।

    • image

      Md. Hasibur Rahman

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      সব সময়ই দোষ দেয়া হয় এরশাদ সাহেব আর তার দলের লোকদের। বিএনপিতে আজ যারা বয়বৃদ্ধ তারা যে হালুয়া রুটির জন্যই বিএনপিতে এসেছিল সে কথা বলে না। হালুয়া রুটি আদর্শেই এই দলের জন্ম।

  • image

    আন্দালিব

    ২২ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি কয়জনের উপর ক্ষোভ জানিয়ে তাদের বয়কট করবে, দেশের সেরা সেরা সব মানুষগুলো আজ নৌকার সওয়ারি-- নৌকার যদি কখনো বিপর্যয়ও ঘটে তবেতো পুরো দেশেরই বিপর্যয়!!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      বেশি উপরে উঠতে গেলে কখন যে নিচে পড়ে যাবে বুঝতেই পারবে না ঠিক তেমনি ঐক্যফ্রন্টের নেতারা আগামী 30 ডিসেম্বরের পরে কোথায় নামিয়ে দিবে বাংলার মানুষ বুঝতে পারবে না অপেক্ষায় থাকুন ধংস অনিবার্য।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      জি আন্দালিব, আপনি ঠিকই বলেছেন। সেরা মানুষদের কেউ কেউ আজ নৌকার সাওয়ারি। তবে যদি কোন কারনে এই নৌকা তীরে পৌছাতে না পারে, তাহলে তারা হয়ত পিঠটান দিতে পারেন। অতীতের বিভিন্ন ঘটনা প্রবাহ তাই বলে। তখন হয়ত এই সেরা মানুষগুলো বলবেন আমরাই আগেই আওয়ামীলীগ নেতৃত্বকে সতর্ক করেছিলাম কিন্তু তারা আমাদের কথা আমলে নেয় নি।

  • image

    MMKhan

    ২২ ডিসেম্বর, ২০১৮

    নৌকার ধারাবাহিকতার নামে এরা মূলতঃ নিজেদের হালুয়া-রুটি প্রাপ্তির ধারাবাহিকতা নিশ্চিত করতে চান!!!

  • image

    তাসলিমা বেগম

    ২২ ডিসেম্বর, ২০১৮

    জনতার কোন আন্দোলনে তো আপনাকে কোন দিন কোন কথা বলতে দেখলাম না কিন্তু রাজনীতির মাঠ কাপাতে ঠিকই হাজির হয়েছেন। আওয়ামী লীগ করেন ভাল কথা কিন্তু এরপর থেকে নিজেদেরকে আর নিরপেক্ষ বলে দাবি করবেন না বলেই আশা করি

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২২ ডিসেম্বর, ২০১৮

      প্রতিটা সুস্থও মানুষই নৌকার পক্ষে ভোট চাইতে পারে। অসুস্থ মানুষেরা গনতন্রের নাম করে দেশের শত্রু জারাকারদের সাথে আঁতাত করে।

    • image

      আন্দালিব

      ২২ ডিসেম্বর, ২০১৮

      পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই এটাতো আপনাদের মায়ের বানী!! মুক্তিযুদ্ধের প্রশ্নে যারা নিরপেক্ষতার সেইফ সাইডে চলে তারা ভণ্ড।

  • image

    আশফিক

    ২২ ডিসেম্বর, ২০১৮

    ভালো মানুষ ভালো দল সমর্থন করবে-এটাই স্বাভাবিক।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২২ ডিসেম্বর, ২০১৮

    প্রথম আলোর একান্ত নিজস্ব আন্দালিব নিশ্চয় প্রথম আলোর নিজস্ব ডেস্ক থেকেই বাকশালী স্বার্থ-সংশ্লিষ্ট মন্তব্যকারী হিসেবে কাজ করে যাচ্ছে দিনরাত চব্বিশ ঘন্টা!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২২ ডিসেম্বর, ২০১৮

      কেন, বিবেক, রাজিব, নাহমেদ, নাসিম, নাহমেদ এদের চোখে পড়েনা? নাকি আন্দালিবের সাথে যুক্তিতে পেরে উঠেন না?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২২ ডিসেম্বর, ২০১৮

      আমারও সব মন্তব্য প্রকাশ হয় না। কিন্তু এমন কথা মনে আনিনি ভাই। প্রথম-আলো তাও যা ঠিকঠাক সংবাদ সাহসের সাথে প্রকাশ করছে এবং আমাদেরও কিছু বলার সুযোগ দিচ্ছে, অন্য কেউ তো তাও দিচ্ছে না। @এডমিন/মডারেটর ভাই আমি শুধু আমার মত প্রকাশের জন্য বলছি না, নাম প্রকাশে আসলেই সমস্যা আছে বলেই আমরা অনেকে নাম প্রকাশ করে মতামত দিতে পারি না।হয়তো এজন্য আপনারা মন্তব্যটি প্রকাশও করেন না। কিন্তু কিছু মানুষ অতিরিক্ত আক্রমণাত্মক কথা বলে, বাজে কথা বলে, আপনারা সেগুলো ছেপেও যান; শুধুমাত্র তাদের আইডি নাম আছে এজন্য। অনুরোধ রইলো বিষয়গুলো একটু দেখবেন। ধন্যবাদ।।

    • image

      mohammad ali

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      আওয়ামীলীগের উন্নয়নের জোয়ারে দেশ যদি ভেসে গিয়েই থাকে তাহলে আন্দালিবরা বেকার কেন ? (বেকাররাই একমাত্র ২৪ ঘন্টা পত্রিকার নিউজগুলুতে কমেন্টস/পাল্টাকমেন্টস করার সময় পান।)

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২২ ডিসেম্বর, ২০১৮

    সবসময়ের মতোই, নৌকা জিতলে বাংলাদেশ জিতবে।ইতিহাস অন্তত তাই বলে।

  • image

    nasir ahmed saurav

    ২২ ডিসেম্বর, ২০১৮

    এটা একটা শান্তি, নির্বাচনে কে জিতবে না জিতবে জানিনা তবে দেশের সব অসাধারণ লোকগুলো আজ আওয়ামী লিগের হয়ে ভোট চাচ্ছে এটা আওয়ামী লীগের এক ধরনের বিজয়

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      নায়ক-নায়িকার ভোট নিয়াই নাচেন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      জী আপনি ঠিকই বলেছেন। তবে এমনও হতে পারে ভোটের ফলাফল আপনাদের সব হিসাব নিকাশ পাল্টে দিবে। আপনাদের এই প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয়ে রূপ নাও নিতে পারে।

    • image

      nasir ahmed saurav

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      আপনি নায়ক নায়িকা নিয়ে নাচবেন না, আপনি ক্রিকেটার নিয়ে নাচবেন না আপনি সুস্থও ধারার কাউকে নিয়ে নাচবেন না কারণ আপনাকে রাজাকার নিয়ে নাচতে শেখানো হয়েছে। আপনি রাজাকার নিয়েই নাচেন...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২২ ডিসেম্বর, ২০১৮

    Shame on you Mr. Jahid Hasan

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২২ ডিসেম্বর, ২০১৮

    সেদিন বানরের সার্কাস দেখতেও অনেক লোক জড়ো হয়েছিল........... খোঁজ নিয়ে দেখুন, নায়ক ফারুকের মত ইনিও ৫০/১০০ কোটি টাকা লোণ নিয়েছে, আর দিচ্ছে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    না আজকে দেশের অবস্থা তাতে এই তারকা নয় আরও বড় কেউ চাইলেও সুষ্ঠু ভোট হলে তাদের পরাজয় থেকাতে পারবেনা। বরং এই তারকরা বিগত দিনে জাতির বিবেক হিসেবে কাজ করতে পারতেন কিনতু করেন নি। তাই মনে হয় না কোন প্রভাব পড়বে।

  • image

    ataur

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    Because He loves autocracy. He is the anemy of democracy.

  • image

    Mohd Rabiul Alam Rabi

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    বাংলাদেশের 300 আসনের মধ্যে গুটি কয়েক আসনে যে সমস্ত নেতাদের কোনো জনপ্রিয়তা নাই সেই সমস্ত নেতারা অভিনেতাদের ভাড়া করে নিয়ে এসে প্রচার চালিয়ে নির্বাচিত হতে চাচ্ছে।

  • image

    Hasan Ahmed

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    সবাই পকেটের উন্নয়নের গুনগানে ব্যাস্ত।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    রিয়াজ,ফেরদৌস,জাহিদ হাসান, আপনাদের মুভি নাটকের পেছনে লাইফে কত টাকা আর কত সময় যে অপচয় করেছি তা ভেবে ভেবে এখন নিজের চুলগুলু নিজেই ছিড়ছি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    জয় বাংলা

  • image

    Deepak Eojbalia

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    Zahid Hasan is a good artiste.

  • image

    zaman

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    যাদেরকে ভালো মানুষ হিসেবে জানতাম আজ তাদের সবার বিবেকের মৃত্যু হয়েছে

  • image

    Abdul Wahab bss

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    প্রথম অালোর খবরেই পড়েছিলাম শাহরুখ খান শ্যাম্পু ব্যবহার করেনা অথচ শ্যাম্পুর এড দেয় এখন বাংলাদেশের শিল্পীরাও টাকার বিনিময়ে নৌকার গণসংযোগ করতেছে এটা অাবার দোষের কি? নৌকার গণসংযোগ করলেই যে নৌকায় ভোট দিতে হবে এটা তো কোন কথা নয়।

  • image

    Deepak Eojbalia

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    As an actor he would act good, as vote canvasser he may be success.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন এর সময় কোথায় ছিলেন??? ওওও শুটিং ছিল বুঝি!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    আপনি গুণী অভিনেতা, মহাঅভিনেত্রীর জন্য ভোট চাইবেন ।স্বাভাবিক ☺

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    এই নির্বাচনের আগ পর্যন্ত আমাদের ধারনা এবং আফসোস ছিল যে আমরা বলিউড মানের কোন অভিনেতা পায়নি। কিন্ত ভুল,আসলে আমাদের ছিল।আমরা এতদিন তাদের চিনতে পারিনি কিংবা তারা আমাদের চিনতে দেয়নি যে তারা কত বড় মাফের অভিনেতা !!

  • image

    [email protected]

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    সব সচেতন নাগরিক এখন নৌকার পক্ষে, বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আর আমরা 17 কোটি জনগণ আছি বাংলাদেশের পক্ষে। বাংলার জয় হবেই হবে।

  • image

    আরিফুল হক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    নৌকা জিতলে দেশ জিতবে... জিতবে মুক্তিযুদ্ধ... নৌকা জিতলে জিতবে মুক্তচেতনা....... প্রগতিশীলতা... মুক্তিবুদ্ধির চর্চা...

  • image

    Syed Saif

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির জয় চাই

  • image

    Ador Hossain

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    I would rather request to our nation that “don’t go for the symbol of any parties, go for the honest, educated and the candidate who is good for the nation”. It would be more productive way to deal with this upcoming election for our celebrities to campaign for the candidate not for the party. If the candidate is perfect for his constituency, only that time our celebrities should stand for them. Finger cross for all the participates ✌️

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    বিনোদন জগৎ বিনোদন দিবে, ভোট জোগাতে পারবেনা।

সব মন্তব্য