হাবিবে মিল্লাতের প্রচারণায় অভিনেতা জাহিদ হাসান

প্রতিনিধি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ২৩ ডিসেম্বর, ২০১৮

গণসংযোগ করছেন জাহিদ হাসান (ডানে)। গতকাল সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাঁতী এলাকায়।  ছবি: প্রথম আলোসিরাজগঞ্জ-২ (সদর উপজেলার আংশিক ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ হাবিবে মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান।

তিনি গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুণেরগাঁতী ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন। তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জাহিদ হাসানের নির্বাচনী প্রচারণার কথা শুনে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের নারী-পুরুষ ছুটে আসেন। তাঁকে দেখার জন্য ভিড় করেন।

জাহিদ হাসানের জন্মস্থান এই সিরাজগঞ্জে। এ কারণে তিনি এখানে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁর নির্বাচনী প্রচারণার কথা শুনে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের নারী-পুরুষ ছুটে আসেন। তাঁকে দেখার জন্য ভিড় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ আসনের প্রার্থী হাবিবে মিল্লাতকে স্বচ্ছ রাজনীতিক আখ্যায়িত করে তিনি বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে হাবিবে মিল্লাতকে জয়যুক্ত করলে সিরাজগঞ্জের উন্নয়ন আরও বেগবান হবে।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    নৌকার অধিকার Vs ভোটের অধিকার পার্থক্য এখানেই। চয়েজ আপনার।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    পেইড প্রচারনা! এইগুলি কি বিভিন্ন পণ্যের মডেলদের মতোই পেইড?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    ... এনে নির্বাচনী প্রচার প্রার্থীর দেউলিয়াত্বের পরিচায়ক!!!!!

  • image

    অপু মাহাবুব

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    নেতা অভিনেতারা মিশে একাকার, আমজনতার কষ্ট, ক্ষোভ, আকুতি এমন কি কান্নাটাও সবার কাছে অভিনয় মনে হয়...

  • image

    বাশওয়াল

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    এইবার নির্বাচনে নাচ হবে, গান হবে, গল্প হবে, কৌতুক হবে, নাটক-সিনেমা সব হবে শুধু দেখার অপেক্ষা.........।।

  • image

    aryan rahman

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    সাকিব আল হাসান বললেন; মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার জন্য শেখ হাসিনাকে ভোট দিন। নায়ক রিয়াজ বললেন; শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। শমী কায়সার বললেন; উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। ওবায়দুল কাদের বললেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারে;তাই নৌকায় ভোট দিন। শেখ হাসিনা বললেন;বিএনপি-জামাতের টাকা নিন, নৌকায় ভোট দিন। আর মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন; আপনার বিবেচনায় যাকে বলে তাকে ভোট দিন। আমি সেই সিধান্ত কে শ্রদ্ধা করি।কিন্তু ভোট আপনারা অবশ্যই দিবেন। সবাই বলছে নৌকার অধিকারের কথা,আর মীর্জা ফখরুল বললেন ভোটের অধিকারের কথা। পার্থক্য এখানেই। চয়েজ আপনার।

  • image

    mintu marsh

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    নৌকার বিজ্ঞাপন করছেন জাহিদ হাসান হেডলাইন এটা হওয়া উচিৎ ছিল।

সব মন্তব্য