ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, সাবধান

বাসস, পীরগঞ্জ, রংপুর ২৩ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবিআরও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাঁর দলকে পুনর্নির্বাচিত করতে তরুণ, বয়োবৃদ্ধ, মা-বোনসহ সবার কাছে ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘পেট্রল ঢেলে মানুষকে আগুন দিয়ে যারা পোড়ায়, তারা মানুষ নয়, দানব। ওই ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, তাদের থেকে সাবধান থাকবেন।’

আজ রোববার বিকেলে পীরগঞ্জ হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারুণ্যের কাছে ভোট চাই, আমাদের যাঁরা মা-বোনেরা আছেন, তাঁদের কাছে ভোট চাই, আমাদের যাঁরা বয়োবৃদ্ধ আছেন সবার কাছেই ভোট চাই। আপনারা ভোট দিন, আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব।’

শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকার বিজয় হবে।’ তিনি ধানের শীষের সমর্থকদের উদ্দেশে বলেন, বিএনপি-জামায়াত জোটের মধ্যে যারা জামায়াত, ৭১ সালে তারা ছিল যুদ্ধাপরাধী। তারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে, তারা এ দেশের মানুষকে খুন করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি এই মিঠাপুকুর থেকে শুরু করে একেবারে সাদুল্যাপুর গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী পুরো এলাকায় বাসে আগুন দিয়ে বাস পুড়িয়েছে। ট্রাকে আগুন দিয়েছে, রাস্তাঘাট কেটেছে, গাছ কেটেছে।

শেখ হাসিনা ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা একবার চিন্তা করেন, সিএনজি, লঞ্চ, বাস, প্রাইভেট কারে পেট্রল ঢেলে মানুষকে আগুন দিয়ে যারা পোড়ায়, তারা মানুষ নয়, দানব। ওদের কোনো স্থান এই বাংলার মাটিতে হবে না। কাজেই ওই ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, তাদের থেকে সাবধান থাকবেন।’

প্রধানমন্ত্রী পীরগঞ্জে এসেই প্রথমে তাঁর স্বামী দেশের প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। এর আগে দুপুরে তিনি তারাগঞ্জে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ থেকে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পীরগঞ্জের সমাবেশে বক্তব্য দেন এবং শেখ হাসিনা রংপুরে তাঁর দল এবং মহাজোটের প্রার্থীদেরও সভায় সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

একসময়ের অবহেলিত এবং মঙ্গাপীড়িত রংপুরের উন্নয়ন আওয়ামী লীগ সরকারে আসার পরই হয়েছে, উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়নের ধারাকে আরও অনেক দূর নিয়ে যেতে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীকে তাঁর নিজের মেয়ে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা তাকে নির্বাচিত করতে পারলে এবং আমরা ক্ষমতায় আসতে পারলে তাকে আবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করতে পারব। কাজেই আমি দোয়া করি তাকে আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ তিনি এ সময় উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানিয়ে পীরগঞ্জের উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য তাঁকে বলেছেন বলেও জানান।

পীরগঞ্জের উন্নয়নের তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেতু করে দিয়েছি। রাস্তা করে দিয়েছি। আজকে আমাদের করা সেতু দিয়ে আমি চলে যাব দিনাজপুরে। এত সহজে আগে দিনাজপুরে পৌঁছানো যেত না।’ পীরগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে সারা পীরগঞ্জে শতভাগ বিদ্যুৎ দিয়ে দিয়েছি। প্রত্যেক ঘরে আজকে বিদ্যুতের আলো জ্বলছে। এ জন্য প্রত্যেকটি ছেলেমেয়ের আজকে কাজ করার সুযোগ হয়েছে।’ তিনি এ সময় ২০২১ সাল নাগাদ দেশকে শতভাগ বিদ্যুতায়নে তাঁর সরকারের পরিকল্পনার কথাও এ সময় উল্লেখ করেন। তিনি রংপুরে রেলযোগাযোগ স্থাপন, বঙ্গবন্ধু ও তিস্তা সেতু নির্মাণ এবং ঢাকা-রংপুর চার লেনের হাইওয়ে নির্মাণে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, ‘আপনারা শুধু একটা জিনিসই চিন্তা করবেন, ১০ বছর আগেও এই এলাকা কোথায় ছিল আর আজকে কোথায় এসেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ছেলেমেয়েরা সেখানে বসে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে বাংলাদেশ মহাকাশ জয় করেছে।’ এই স্যাটেলাইট নির্মাণে তাঁর ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরাট অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা আগামীর নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, ‘শুধু আপনাদের কাছে এটাই চাই, এই নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন এবং আপনাদের এই পীরগঞ্জেও আমাকেই ভোট দেবেন, শুধু ব্যালটে নামটা শিরীন শারমিন চৌধুরীর থাকবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেলে। আর তার ছেলে তারেক টাকা পাচার করেছে, ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২২ জনকে হত্যার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এরা দেশের কী উন্নয়ন করবে? এরা দেশের কী কল্যাণ করবে? কাজেই এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। জাতির পিতার হাতে গড়া সংগঠন তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়, তা গত ১০ বছরে আপনারা দেখেছেন। আমরা তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব’, যোগ করেন শেখ হাসিনা।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রাঙ্গার সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আহমেদ হোসেন, পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল এবং অভিনেতা ফেরদৌস, পূর্ণিমা ও তারিন সমাবেশে বক্তব্য দেন।

মন্তব্য

  • image

    রিদওয়ান বিবেক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা তাদের লাশের পর্যন্ত সন্ধান পায়নি।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী , জঙ্গি ,সন্ত্রাসীদের অবশ্যি বিচার কার্জকর হবে ।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      গুম-ভ্যাকেশন থেকে ফিরে যারা আসছে তারা অবশ্য বলেছে অন্য কথা। তারেক জিয়া গুম হয়ে আছে, তার গাড়ি, বাড়ির অদৃশ্য সব গল্পের সন্ধান পাই। তার সন্ধান দেশবাসী পায় না।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      lot of people, lot of family just waiting for next election... last 5 years many family lost a lot, they waiting for reply. this is why after 10 years in power... from prime minister to kaher.. all now only says bnp that and bnp this.., cause they know if people cast vote, anything could happen.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      There will be open trial of all Bakshalis for the killing of Army officers in BDR mutiny , Hefazat workers murder, Murder /Vanishing of thousands of innocent opposition workers, there will be trial for President Zia killing . No Escape , No Mercy !!

    • image

      Sagar

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আপনার দাবী যৌক্তিক ! এটা আমারও পছন্দ নয়! কিন্তু এটাতো ২১শে আগষ্টের ধারাবাহিক জের! আপনি যদি এর শিকার হতেন এবং ক্ষমতা পেতেন আপনি কি করতেন? একবার বুকে হাত দিয়ে ভাবুন!আওয়ামিলীগতো আর বার বার বোমা হামলায় দলের নেতা কর্মিদের মরার রাস্তা তৈরী করে দিতে পারেনা,তাইনা?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      We want justice for all the destruction done by Haturi league

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    আপনার কথাবার্তা আজকাল হচ্ছে না। ....।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    কার শরীরে মানুষ পোড়ার গন্ধ জনগণ তা জানে, তাই চায় শুধু ভোটাধিকার। দিবেন তো?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      কার আবার বিএনপি জামাতের আর কি? ১৯৭১ সালে আপনাদের দল পাকিস্তানিদের দোস্ত হয়ে রাজাকারী করে দেশের মানুষের ঘরবাড়ি পুড়িয়েছিল, মানুষ মেরেছিল, ধর্ষণ থেকে শুরু করে হেন কোন অপরাধ নাই যা তারা করে নাই। আর ২০১৪ সালে পেট্রোল বোমা মেরে নিরপরাধ মানুষদের পুড়িয়ে হত্যা করে আপনাদের করা উল্লাস তো দেশবাসী এখনো ভুলে নি। আর ভোটাধিকার? মাগুরার উপনির্বাচন ও দেশবাসী ভুলে নাই, ২০০১ এ লতিফুর রহমানকে ম্যানেজ করে জালভোটের মহোৎসব ও জনগন ভুলে নাই। আর সর্বশেষ ইয়াজউদ্দিন মার্কা ২ কোটি ভুয়া ভোটার ও দেশবাসী ভুলে নাই। এই ২ কোটি ভুয়া ভোটার বাদ দিয়ে ছবিযুক্ত ভোটার তালিকা করার পর ২০০৮ সালের নির্বাচনেই প্রমাণ হয় যে, সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে বিএনপি জামাত কয়টা আসন পাবে। তাই এসব করে শাক দিয়ে মাছ ঢেকে আপনাদের করা অপকর্ম গুলো ঢাকা যাবে না। জনগণ এবারো জবাব দিবে। অপেক্ষা করুন ৩০ তারিখেই জবাব পেয়ে যাবেন জনগণ কাকে চাই ও কি চাই।

    • image

      moinul islam

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      ধর্ষণ থেকে শুরু করে হেন কোন অপরাধ নাই যা তারা করে নাই।- i agree. and i also agree that 'chattalague' did an do exact same what happen at 1971.. right?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      AL haturi league fired at and roughly beaten our school going kids.

    • image

      Sikder

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      এই কমন কথা আর কতো শুনাবেন????আওয়ামী সন্ত্রাস এর তালিকা দিয়ে মহাকাব্য লেখা যায়।।।।।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      প্রিয় নাম প্রকাশে অনিচ্ছুক ভাই। আপনি তো সব জানেন। আপনি ই ঠিক। এখন বলেন দেশবাসী কি ভোট দিতে পারবে? নাকি জনগনের কষ্টের কথা ভেবে আপনারাই তাদের ভোট দিয়ে দিবেন?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    এটাই বিএনপি জামায়াতের প্রাপ্য ছিল।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Vote Vote Vote. Then see what people say

  • image

    Sumon

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    Honorable PM you are right because we don't have any option to get even the dead body.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      পেট্টোল বোমার আগুনে পোড়া কি অত সহজে ভুলে যাবে ভোটার রা ?? মানুষ পোড়া খুনীদের কি ভোট দিবে মানুষ ???

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      সেনা হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে ।

    • image

      Jamshed Patwari

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      গুম খুন থেকে রক্ষা পাবার জন্য ভোট দিবে।পাচার হওয়া লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার জন্য ভোট দিবে।

    • image

      moinul islam

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      again, wait and see..

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Bakshalis hands are stained with Blood of opposition workers / innocent people , their minds are clouded by India ( their masters ). Fake accusation about opposition.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      People will forget the shooting and beating of Haturi league to school going kids.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      হাতুড়ী

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Correction: People will not forget the shooting and beating of Haturi league to school going kids.

  • image

    raju

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    দশ বছর ধরে ক্ষমতায় থাকার পরও বিএনপি , খালেদার অতীতকর্মই আপনার প্রধান সম্বল ?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      বিগত ১০ বছরে বাংলাদেশের জিডিপির আকার প্রায় পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮২ হাজার কোটি টাকা থেকে প্রায় ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে ক্রয়ক্ষমতার বৃদ্ধিতে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ৩১তম। ২০০৫-০৬ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬১ হাজার কোটি টাকা, সেখানে ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের পরিমাণ প্রায় ৭ দশমিক ৬ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১০ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৭-১৮ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।...... অতীত নয়, বর্তমান

    • image

      Jamshed Patwari

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      বাজেট নিয়ে লাফালাফি করে লাভ নেই এই বাজেটের অর্ধেকই বাস্তবায়ন হয়না।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Your Statistics did not count what it was in 1971 then 2008 , then from 2008-2018 . One could easily see it was continuity of all governments and your AL wants take the whole credit for it. Your AL wanted 1 kilo 50paisa rice but People bought rice for 10 taka , now buying 50taka.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      নাম প্রকাশে অনিচ্ছুক Bro why don't you also talk about the inflation rate during these 10 years?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      GDP growth was driven by mega government projects. The mega government projects were financed by sovereign debt. AL looted significant part of the debt. All these mega projects are used to cover up the corruption. It is not long term development, it is juts destroying country. Vote Vote Vote

  • image

    Deepak Eojbalia

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    Pirganj get a qualified candidate.

  • image

    Mahbubur Rahman

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    একই ক্যাসেট আর কতদিন শুনবো।

    • image

      shibly

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আল্লাহ্‌ ভালো জানেন কত দিন না কয় দিন।হতে পারে কয়েক দিন কিংবা বহুত দিন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আপনি মনে হয় ডিজিটাল যুগে আসেন নাই। ক্যাসেট দিয়ে চলছেন।

    • image

      Sagar

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আজীবন শোনানোর মতো হামলা ?

    • image

      zobair

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      পাকিস্তানী দালালেরা ক্ষমতায় আসা পর্যন্ত

  • image

    Mir Md Mofazzal Hossain

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    ক্ষমতার সিড়ি পেট্রোল বোমায় পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামাত জোট। তাই তাঁদের আর কোন স্বপ্ন নেই।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Without Police league / RAB league & Indian Backing your AL would not survive one day .

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      গান পাউডারের সূচনা কারা যেন করেছিল?

  • image

    Mir Md Mofazzal Hossain

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি’র নির্বাচনে জয়ী হবার জন্যে ন্যুনতম কোন অতীত, বর্তমান বা ভবিষ্যত উপাদান আছে কী ? আ.লীগ সরকার পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট-এর স্বপ্নকে সফল করতে যাচ্ছে এবং আরো অনেক স্বপ্নের লাইনে মানুষকে দাড় করিয়ে দিয়েছে, তাকে ছোট করার যৌক্তিকতা কতটুকু ??

    • image

      গোপাল বোষ

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      পদ্মা সেতুর চাপ কি মানুষ নিতে পারবে? মনে হচ্ছে গোটা সেতুটার ওজন আমাদের মাথার উপর ভর করে আছে?

    • image

      moinul islam

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      just wait and see... people getting bored and felling irritating by sound of noise music from morning till mid night for election which others didn't doing. perhaps bnp will not be in power, but they will play major roll for next perlament, they atleast not eating jackfroot on peoples head right now.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Bank Loots/Stock market Loot . Destroying Judicial system/Huma rights/Democracy /Politicizing EC & Govt officials, Borrowing billions of dollars for Bridges/Roads & then steal the money . Ayub Khan & Ershad tried to win in the name development ( they really did some work ) but the people of Bangladesh threw them out as Freedom of Speech & Democracy is more important , The people of Bangladesh don't want to be slave of India ( or Pakistan ).

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আওয়ামী দুঃশাসনই বিএনপিকে জিতিয়ে দেবার মূল উপাদান হতে পারে।

    • image

      Fokrul Bashir

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      বাংলাদেশ এই মূহুর্তে সবচেয়ে বেশী জননিন্দিত ও গণধিকৃত দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে তার বিপরীতে সহজ ও ব্যাপক জয় পাবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। আওয়ামী লীগ গত পাঁচ বছর ধরে অনির্বাচিত একটি সরকার পরিচালনা করতে গিয়ে, এতোটাই স্বৈরচারী ও কর্তৃত্ববাদী দুঃশাসন চালিয়েছে, যার চাপ ও পরিতাপে জনমত পুরোপুরি তাদের বিরুদ্ধে চলে গেছে! গুম, খুন, নারী নির্যাতন, হুমকি, হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতার আতংকে বাকরুদ্ধ হয়ে আছে সারা দেশ। বাক, ব্যক্তি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আজ আর কিছু অবশিষ্ট নেই। মৌলিক ও মানবিক অধিকার পুরোপুরি ভূলুণ্ঠিত হয়ে গেছে। অর্থনৈতিক খাত ঝুঁকে পড়েছে দূর্নীতিপ্রবণ চীনা ঋনের ওপর। ব্যাংক খাত ব্যাপক দূর্নীতি, লুটপাট ও নৈরাজ্যের সহজ শিকারে বিধ্বস্থ হয়ে গেছে। জনপ্রশাসন, পুলিশ ও সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব ও নেতা-নেত্রীরা আইন-কানুন মেনে চলার বাধ্যবাধকতাকে অগ্রাহ্য করছে। কোন পর্যায়ের আদালতেই বিচার পাওয়া যাচ্ছে না! দেশের সড়ক-মহাসড়ক, অলি-গলি, রাজপথ সবগুলোই আজ সন্ত্রাস ও বিশৃঙ্খলার কানাগলিতে আটকে গেছে। বর্তমান শাসক গোষ্ঠি গুণ্ডামী, জবরদস্তি ও মাত্রাহীন বলপ্রয়োগ করাকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে গ্রহণ করেছে। প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধবংস করে দেয়া হয়েছে। জনগনের জীবনে নাভিশ্বাস উঠেছে। ভোটাধিকার নাই পুরো দেশবাসীর। তারা শুধু যে ‘জাতীয় সংসদ নির্বাচন’-এ ভোট দেয়ার অধিকার হারিয়েছে তাই নয়, একই সাথে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ কোন নির্বাচনেই তারা পছন্দের প্রার্থিকে ভোট দিতে পারছে না। আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও ভোটাধিকার বঞ্চিত হচ্ছে। নিজের ভোট পছন্দের প্রার্থীকে দেয়ার সুযোগ এলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বার আওয়ামী লীগ অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট দেবে। ফলে খুব সহজেই দূর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ক্ষমতাসীন দলটি পরাজিত হবে, এসকল কারণেই বিজয়ী হবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থীকে ভোট দিন। ইতিহাস নির্মানে অংশ নিন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Bro check the history before saying things like this about BNP. Do you even know the extent of developments during Zia's administration? And which padma bridge are you talking about? The one which is involved with corruption and brought shame to the country? AL didn't even come up with the idea lol

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Yes, BNP has. BNP did not shoot and beat school going kids. BNP did not loot bank reserve and mineral resources. BNP was not intelligent enough to loot money from sovereign debt and cover up the corruption with some mega projects.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      তাহলে আর কিসের ভয় এতো ফেয়ার ইলেক্শনের ?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    নৌকাওয়ালাদের গায়ে হামলা গন্ধ...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার, খুলনার অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ উদ্দিনসহ বহু নেতা-কর্মীকে হত্যা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, জেএমবি, হরকাতুল জিহাদসহ নানা ধরনের জঙ্গিগোষ্ঠী সৃষ্টি, রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠান, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ ও পল্টনে সিপিবির সমাবেশ-এ বোমা হামলা। সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ও সুরঞ্জিত সেনগুপ্তকে বোমা হামলা, ২০০৫ সালের ১৭ আগস্ট ৫০০ স্থানে একযোগে বোমা হামলা, একই বছর গাজীপুরে বোমা মেরে ১০ জনকে হত্যা, শরীয়তপুরে দুই বিচারকসহ সারা দেশে অসংখ্য সন্ত্রাসী হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা, আইভি রহমানসহ ২৪ জন নিহত হয় এবং ৫০০ জনের বেশি আহত যারা এখনো অসংখ্য স্প্লিন্টার নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন যাপন করে যাচ্ছে।আর পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস ---- শেখ হাসিনার আমলে কি এমন কিছু হয়েছে?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      আর্মি হত্যার দায় সরকারকেই নিতে হবে । ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, গুম, হামলা, মামলা, হাতুরি বাহিনী, হেলমেট বাহিনী, শিক্ষা খাতের অবনতি, গণতন্ত্রকে পেশীশক্তির মধ্যে নিয়ে যাওয়া, প্রশাসন, বিচার বিভাগ কে পুরাই দলীয়করণ, সেনাবাহিনীকে হস্তক্ষেপ সহ বহু অন্যায় এই সরকারের আমলেই হয়েছে । এই সরকারের আমলে ধনী-গরীব ব্যবধান বাড়ছে । কিছু উন্নতি স্বীকার করি, কিন্তু এই সরকার জনগণের ভোটকে পাত্তা দেয় না, এটা স্পষ্ট । আমি কোন দল করি না । আপনি সাধারণ মানুষের মুখ বন্ধ করতে পারবেন না ।

    • image

      Mike Rundle

      ২৩ ডিসেম্বর, ২০১৮

      রাজীব, দীপনসহ বহু ব্লগার হত্যাকান্ড, হলি আর্টিসান হত্যাযজ্ঞ, রমনার বটমূলের বোমা হামলা, উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, জাসদের কাজী আরেফ হত্যা, ত্বকী-তনু-সুমি-বিশ্বজিৎ হত্যাকান্ড, ইলিয়াস আলী থেকে শুরু করে শত শত নেতা কর্মীর লাশ গুম, নারায়ণগঞ্জে সেভেন মার্ডার - আরো বলবো ?

    • image

      রাজিব

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      যুক্তি, তথ্য আমার কাছেও অভাব নাই, শুধু বলব- আসুন ভোটের মাধ্যমে আপনার অভিযোগ গুলোর সত্যতা প্রমাণ করি।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      It's your duty to find out What's really happened during AL Govt. BNP made RAB to control all kinds of crimes. And AL follow our procedure . But We aren't kill BDR,Army officer, we aren't responsible for killing people as you mention PETROL BOMB . Because Law Enforcement Team can't trace who is responsible for this inhuman crime rather they should try to harassed BNP minded People.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      পারে নাই তাই করে না। হিম্মত নাই আরজে গ্রেনেড ফাটানোর আবার গর্ব করেন এইটা নিয়া।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      The answer is simple. We haven't lost so many quality army officers in a single incident, not even in the liberation war. it is organized crime that AL can't ignore.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আপনি অন্তত নামগুলো দিতে পেরেছেন। গত ১০ বছরে যে পরিমান গুম খুন হয়েছে তাদের নাম কি প্রথম আলোর নির্দিষ্ট করে দেয়া ৫০০০ শব্দের মধ্যে দেয়া সম্ভব? ইলিয়াস আলী সহ অন্তত চার জন সাবেক সংসদ সদস্য গুম হয়েছেন। আওয়ামীলীগ নয় এমন অগণিত পৌর কাউন্সিলর গুম হয়েছেন। তার মধ্যে চৌধুরী আলম ঢাকার, নারায়ন গঞ্জের সাত খুনের মধ্যে এক জন। একটি জাতীয় পত্রিকায় প্রকাশ গত ১০ বছরে দেশে প্রতিদিন গড়ে খুন হয়েছে ১১ জন। এমন কোন দিন গিয়েছে গত ৫ বছরে যেখানে ২-৪ জন ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ বা 'অস্ত্র উদ্ধারে গিয়ে' নিহত হয় নি? এমন কোন সপ্তাহ আছে বাসা থেকে, আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়েকর্মস্থল থেকে তুলে নিয়ে যাবার পর লাশ পাওয়া গেছে ঝোপ ঝাড়ে রাস্তার পাশে... ?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      বি ডি আর হত্যা, গুম খুন, আর পেট্রোল বোমা হামলা হেলমেট বাহিনী, সাংবাদিক হত্যা, ব্লগার হত্যা এগুলাকি মানুষ ভুলে গেছে???

  • image

    rasel

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    জনগনকে ভোটটা দিতে দিন

  • image

    Mr.RupoM.

    ২৩ ডিসেম্বর, ২০১৮

     ‘আমরা ধানের শীষ চাই না। যারা মানুষ খুন করে, আগুন দিয়ে মানুষ পোড়ায়, দুর্নীতি করে, এতিমের হক নষ্ট করে, বাংলার মানুষ তাকে চায় না, চায় নৌকা। নৌকা দেবে উন্নতি, নৌকা দেবে সমৃদ্ধি।’ শেখ হাসিনার নেতৃত্বে - সবাই মিলে রইব সুখে, নৌকা মার্কা দেখে তাই এবার আমি দিব ভোট।

    • image

      Jamshed Patwari

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      শুধু আপনারটা না পুরো একগুচ্ছ ব্যালটেই আপনি সীল মারতে পারবেন, যদি দখল করতে পারেন।

    • image

      MIZAN PATWARY

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Awami Leauge did developments among themselves. If so much development why government depart can't pay electric bills, telephone bills, can't fill in school teacher vacancies due to money.They are proud of Padma Bridge. Without World bank we are financing with ten percent interest from savings bonds, from bank and cost increased couple times. World would do with less than 1% interest and 1/3rd cost.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      We want BNP because they did not fire at school going kids. AL looted money and increased our burden of sovereign debt. All big projects are just cover up of these huge corruptions. AL looted bank reserve and mineral resources

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সরকার নিজেই পেট্রোল বোমা, হলি আটিজান হামলা ইত্যাদি করিয়েছে।

    • image

      Tamim Hasan

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      Grow up. Vote to a person, not stamping on so called "marka".

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আমরা চাই দেশে গুম খুন অভ্যাহত থাকুক। গুম খুনের উপকার হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রন। আমরা এক লাইনে শুনতে চাই -সন্তানের জিজ্ঞাসা 'আব্বু তুমি কাঁদছ যে', হন্তারকের গুলির শব্দ আর মৃত্যু যন্ত্রনায় কাতর পিতার গোঙ্গানী, স্ত্রী - সন্তানের গগন বিদারি আহাজারী। আমরা চাই যারা 'নিরাপদ বাংলাদেশ চায়' স্লোগান দেয় তাদের রাজপথে রক্তাক্ত মুখোচ্ছবি। আমরা চাই উন্নয়নের নামে পৃথিবীর সবচেয়ে দামী অথচ সল্প স্থায়ী রাস্তা ঘাট। আমরা চাই ফেসবুক - ট্যুইটারে মতামত প্রকাশের অপরাধে সপরিবারে কারাবাস। আমরা চাই প্রতিবছর দেশের লক্ষ কৌটি টাকা 'রপ্তানী'। (গত ১০ বছরে ৭ লক্ষ ৮৬ হাজার কৌটি টাকা)। আসুন নৌকাকে জয়যুক্ত করি। নৌকাকে জয়ী করতে আপনাকে কষ্ট করে ভোটকেন্দ্রে যাবার বা ভোট দেয়ার প্রয়োজন নেই। সোনার ছেলেরা আপনার হয়ে ভোট দিয়ে দিবেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    #democracy

  • image

    shakura bhuiyan

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

    • image

      Monjurul Alam

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      সুযোগ পেলেই রূপ দেখে ভোট দিবেন

    • image

      আন্দালিব

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      ভোটের ওয়াশিং ম্যাশিনে বুঝি পোড়া মানুষের গন্ধ ধুয়ে মুছে সাফ করে ফেলবেন...হায়রে ভোটাধিকার, কি জঘন্য তোমার ব্যবহার!!

    • image

      সাঈদ, মুক্তিযোদ্ধা

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      উল্টা পালটা কথা কেন বলছেন? ভোটের অধিকার কে ছিনিয়ে নিয়েছে? ভোট এর দিন আসুক, তারপর দেখবেন আপনার ভোটা আপনি দিতে পারেন কিনা। আজে বাজে মন্তব্য করার বদ অভ্যাস ছেড়ে দিন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আন্দালিব আপনার জানা উচিত আপনার মতামত কতটা মানুষ লাইক করে? সুতরাং আপনি নিজেই বিচার করুন আপনি ভুল পথে হাটছেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    ভাঙ্গা রেকর্ড!!!! আর কত বাজাবেন???????

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    We want the right to vote

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৩ ডিসেম্বর, ২০১৮

    কোন সরকার কত ভালো করেছে সেটার জবাব দিবে জনগণ । আপনারা যদি ভালো করেন তাহলে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ দিন । সেখানে কেন এতো ভয় ?

  • image

    গোপাল বোষ

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    ইউটিউবে ওই সময়ের ভিডিওতে তো অন্য জিনিশ দেখা যায়।

  • image

    গোপাল বোষ

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    সবই তো বুঝলাম, আমরা কি নিশ্চিন্তে এবার ভোটটা দিতে পারব?

  • image

    গোপাল বোষ

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    লগি লাঠি বৈঠার বিষয়টা এখনও মানুষের মুখে মুখে রটে।

  • image

    গোপাল বোষ

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    গত একমাসে বাংলাদেশে যত হামলা হয়েছে তার কয়টা বিএনপি করেছে আর কয়টা আওয়ামীলীগ করেছে, সেটা যদি বলতেন তাহলে ভাল হত।

  • image

    ফাহমিদা

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    কারা যেন মানুষ মেরে বস্তা ভরে লাশ পানিতে ফেলে দিয়েছিল । রাস্তায় মানুষ পুড়িয়ে মারে তা ও আবার নিজ দলের । ব্যাংকের টাকা উদাও হয় কোন খবর নেই , বিচার ও নেই । সাংবাদিকের উপর হামলা হয় বিচার করে না । আর কত .... আমরা শান্তি চাই । মুক্তি চাই ।

  • image

    গোপাল বোষ

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    অনেক কথাই বলেন। যদি বিশ্বজিতের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কিছু বলতেন, যদি সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কিছু বলতেন, তাহলে অনেক ভালো হত।

  • image

    Muhammad Shahriar Zaman

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    and all AL's hands smell gun powder

  • image

    Mohammad Alamgir

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    neutral voting rights to be restored

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    #Vote4Change

  • image

    shibly

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, সাবধান।। -- মাননীয় প্রধানমন্ত্রী’র এই কথার বিষয়ে অনেক কথা আছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    Any killing should be justified but how many people you killed since 1996 to 2000? and from 2008 to 2018? Every killer should be trialed, right? Nation knows the history!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    & we got smell Bdr , biswajit , sagor Nini , Elias & more from your side

  • image

    রাজিব

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    ফেনীর পৌর মেয়র একরামকে পুড়িয়ে কাবাব বানিয়েছে কে? পেট্রোল বোমাসহ হাতে নাতে ধরা পড়েছিল কে?

  • image

    রাজিব

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, আগুন

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    To sailing the boat where is the water mem?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    জয় বাংলা।

  • image

    morshed

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    আজ নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের ১৫টি বাড়িতে হামলা, আগুন দিয়েছে আপনার গুনড়া বাহিনী আমরা তা জানি কারা আগুন দিয়ে মানুষ পোড়ায়।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    সোনার ছেলেদের গায়ে পোড়া মবিলের গন্ধ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    পুড়ালে লাশ পাওয়া যায়। গুম করলে লাশও পায়না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    শুধু এ বছরেই অসাংবিধানিক ভাবে র্যাব এর হাতে নিহত হয়েছেন ৬০০র বেশি বাংলাদেশী নাগরিক । তাহলে গত দশ বছরে আপনার শাসন আমলে মোট খুন হয়েছেন কতজন নাগরিক? ন্যায় বিচার পাওয়ার অধিকার তাদের আছে, থাকবে । বুলেটের গন্ধ আজ কার গায়ে ?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    যদি তাই হয়, তাহলে তারা নির্বাচন করার বৈধতা পায় কিভাবে ?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    নৌকাওয়ালাদের হাতে গুম হয়ে যাওয়া আর বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের শিকার অসংখ মানুষের রক্ত, মিলনের উপড়ানো নখ. বৈঠার শব্দের সাথে ভেসে আসে লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর হিংস্র আক্রমণের শিকার " কোটা সংস্কার " এবং " নিরাপদ সড়ক চাই " আন্দোলনের নিরীহ তরুণ কিশোরদের আর্তনাদ.

  • image

    দাউদ দস্তগীর

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী লীগের গায়ে গুমের গন্ধ

  • image

    MIZAN PATWARY

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    You introduced some new words in our dictionary. GUM, KHUN, GAYEBI MAMLA. You are giving some promises which is not well defined. Why you did not do these in last ten years. You spent time by killing opposition. What damage you did to this country, including administration,court, police departments and news media will not be cured in next twenty years. If you think you did a lot why afraid of fair election.

  • image

    Habibur Rahman

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    আমরা সব খেলা/ নাটকের দর্শক আমাদের মাথায় সব বিবেচনায় আছে! আমরা চাই ভোটের অধিকা! ২০১৩ সালে নতুন ভোটার হয়েছি বাট এখন পর্যন্ত আপনার নৌকাতেও ভোট দেওয়ার সুযোগ পাইনি! এবার সুযোগটা পাবো তো?

  • image

    mahfooz

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    ২০১৪ সালের পরপরই বিএনপির অবরোধের সময়ে পেট্রল বোমায় অনেক মানুষ পুড়ে মরেছিল কিন্তু ক্ষমতাশীল সরকার দীর্ঘ পাঁচ বৎসরেও সেইসব পেট্রলবোমাবাজদের আজও গ্রেফতার করলো না, কারা সেইসব বোমাবাজ -কোন তদন্ত বা প্রতিবেদনও প্রকাশ করা হলো না। দুই বড়দলই পরষ্পরের দিকে অভিযোগ করে গেল। আমরা সাধারণ জনগণ কারা সেইসব অপরাধী আজও জানতে পারলাম না। ধর্মীয় জঙ্গীদের প্রায় সম্পূর্ণ নিধন করা হয়েছে অথচ পেট্রল সন্ত্রাসবাদীদের টিকিটি পর্যন্ত ছোয়া গেল না? রাজনৈতিক স্বার্থেই কি তা রহস্যই রয়ে গেল?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    মানুষ যে কারা পুড়িয়েছে সেটা জনগণ বোঝে । একটা ঘটনারও নিরপেক্ষ তদন্ত না হওয়া প্রমান করে যে মানুষ আওয়ামেলগই পুড়িয়েছে ।

  • image

    মাসুদ রানা

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    প্রত্যেকটা মানুষ হত্যাকারী বাস মিনিবাসের মালিক যুবলীগ বা শ্রমিকলীগ। বিহঙ্গ পরিবহনের মালিক পঙ্কজ দেবনাথের কথা আমরা ভুলে গেছি? গায়ের জোরে ভূঁয়া নির্বাচন করে ফাঁকা মাঠে গোলে দিয়েছেন আর তার জন্য নিরীহ মানুষকে বাসের মধ্যে পুড়িয়ে মারার বিচার নিশ্চই হবে!

    • image

      Mr.RupoM.

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      বিএনপি জামাত সন্ত্রাসীরা তখন বেছে বেছে আওয়ামীলীগ সমর্থকদের বাস মিনিবাস গুলোতে আগুন সন্ত্রাস চালিয়েছিল, অথচ একই সময়ে বিএনপির এস আলম গ্রুপের একটি বাসেও বিএনপি জামাতের পেট্রোল বাহিনী হামলা করেনি !!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    AL has the bad smell of beating and firing at school going kids. AL introduced one party rule again. AL marginalized whole population in favor of corrupted police.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    লেখক,বুদ্ধিজীবী,সাংবাদিক, অবসরপ্রাপ্ত অফিসার,শিল্পী,খেলোয়াড় সবাইতো তো নৌকায়/ বিএনপির জন্য তো তাদের হাতে গোনা কয়েকজন দলীয় লোক ছাড়া ফকির মিস্কিনও নাই/অবশ্য কিছু অনলাইন চাপাবাজ আছে/

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সরকার নিজেই পেট্রোল বোমা, হলি আটিজান হামলা ইত্যাদি করিয়েছে।

  • image

    Imran Qatar

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    স্যাটেলাইটটা কই? শুধু উড়ার কথাই শুনলাম। কোন সুফল পেল দেশ? এখন তো সেটার খবরই নেই। হারিয়ে গেল নাকি?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      আপনি তো কাতার থাকেন, স্যাটেলাইট দেখতে হলে, রাত তিন টার পর উঁচু একটা খেজুর গাছে উঠবেন, ঠিক 43 মিনিট আমার সাধ না পুরিল আশা না মিটিল গান টি জোরাল ভাবে গাইবেন, তারপর উত্তর দক্ষিণ কোনে 60 ডিগ্রি বরাবর তাকালে আপনি স্যাটেলাইট দেখতে পাবেন আশা করি. কেমন দেখলেন আমাদের জানতে ভুলবেন না কিন্তু

  • image

    MMKhan

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    সত্য প্রকাশে স্বাধীনতাকামী সৎ ও সুন্দর বিবেকের জন্য দেশটা আজ একটা রক্তাক্ত বধ্যভূমি! লক্ষ লক্ষ গুম-হত্যার হাহাকার ও আর্তনাদ আজ বাংলাদেশের সমস্ত আকাশ-বাতাস জুড়ে!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    কে করেছে বুজবো কি করে!!! কাউকে তো ধরে ফটকে পুরে প্রমান দিতে দেখলাম না !!! দেখলাম না করো বিচার করতে!!!!!!!!!!!!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৪ ডিসেম্বর, ২০১৮

      উনারা জামিনে ...নির্বাচনে আছেন ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    এই প্রতিবেদনে কমেন্টকারীরা কে ভুল পথে আর কে সত্যের পথে নিজের কমেন্টে লাইক দেখে বুঝে নিন। মানুষ তার ভোটাধিকার চায়। পৃথিবীর সবচেয়ে ন্যক্কার, ধিক্কার ও জঘন্য কাজ কারো ভোটাধিকার হরণ।আওয়ামী লীগ সেই পৃথিবীর সবচেয়ে ন্যক্কার, ধিক্কার ও জঘন্য কাজ করে জন ধিকৃত দল।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    আপনি যেটা বলেন সেটাই ঠিক? আর আমরা জনগণ তো ...!!!

  • image

    NAhmed

    ২৪ ডিসেম্বর, ২০১৮

    এটি কোন গণতান্ত্রিক দেশের গঠনমূলক নির্বাচন নয় বাস্তবে নির্বাচন নিয়ে যা হচ্ছে এটি একটি প্রহসনের নির্বাচন, নিয়ম রক্ষার নির্বাচন বলে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার নির্বাচন. এই নির্বাচন নিয়ে গর্ব করার কিছু নেই. এবং লাইক রাখেন এর চেয়ে ভাল নির্বাচন অন্তত আওয়ামী লীগ করতে চাইবে না এর মূল কারণ ক্ষমতা যা হাতছাড়া করতে আওয়ামী লীগ নামক দলটি নারাজ .

সব মন্তব্য