কোটি টাকা ছড়িয়ে ভোটে প্রভাব ফেলার অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৫ ডিসেম্বর, ২০১৮

কোটি টাকা ছড়িয়ে একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। ছবি: র‍্যাবের সৌজন্যেকোটি টাকা ছড়িয়ে একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

র‌্যাব সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব। আটক করা অন্য দুজন হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)। আলমগীর আমেনা এন্টারপ্রাইজ ঝালকাঠির অফিস ব্যবস্থাপক। জয়নাল ওই গ্রুপের জিএম (অ্যাডমিন)। আলী হায়দারের (২৪) কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে।
র‌্যাব জানায়, জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবিসংবলিত এক বিএনপি নেতার প্রচারপত্র দেখা গেছে সেখানে। ওই নেতা হলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)। ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সংবলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।

এর আগে গতকাল সোমবার রাজধানী থেকে চার লাখ টাকাসহ দুজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, এঁরা ভোট কিনতে টাকা ছড়াচ্ছিলেন। পুলিশ বলছে, আটক করা দুজন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।

মন্তব্য

  • image

    ফরিদ

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    একেই বলে নমিনেশন বানিজ্য। লন্ডনে টাকার খনি বের হইছে নাকি। সেই ৪০০ স্যুট কেসের তদন্ত আবার শুরু করা উচিৎ। বিদেশে বসে বহাল তবীয়তে রাজার হালে বাস করার রহস্য উদ্ঘাটন করা উচিত। গায়ে ছেড়া গেঞ্জি অথচ চোখে দামী রে ব্যান চশমা জাতির তামাশা তামাশা ছাড়া আর কি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    AL Natok

  • image

    Enamul Hafiz Latifee

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই টাকা সরকারি হেফাজতে নেয়া হোক। ঘুণে খাওয়া রাজনৈতিক কৌশল বন্ধ করা হোক।

  • image

    রিদওয়ান বিবেক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    প্রধানমন্ত্রীর ভবিষ্যৎবাণী তো খুবই অ্যাকুরেট।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      প্রধানমন্ত্রী তথ্য-প্রমাণ ছাড়া কথা বলেন না। একটা ফোনালাপ ফাঁস হলেই টের পাবেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ডিসেম্বর মাস অফিস কর্মচারীদের বেতন দেয়ার জন্যও টাকা তুলতে পারে। এটাকে নির্বাচনে টাকা বিতরণ বলে চালিয়ে দিয়েছে। বাহ র‌্যাবের ভূমিকা প্রসংশনীয়।

    • image

      ibne mizan

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      তাহলে ফোনালাপি রেকর্ডিং এর কাজ এখনও শেষ হয় নি!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    বিএনপির লোকজন প্রচারের জন্য মাঠে নামতে পারে না পুলিশের হয়রানি কারণে আর নির্বাচনে আগে তারা এলাকায় টাকা বিতরণ করার সাহস পাবে এটা পাগলও বিশ্বাস করবে না। সরকার আইন শৃঙ্খলা বাহীনিকে এত নিচে না নামালেও পারত। এটা একসময় তাদের জন্য বুমেরাং হবে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      জ্বী পাবে। যার সেটা আছে সে তাই নিয়েই নামবে। যার কর্মী আছে সে মাঠে নামবে, যার টাকা আছে সে ঘরে বসে টাকা ছড়াবে।

    • image

      FOHAD

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      ৮০০ জনের কাছে ২০ কোটি টাকা করে নমিনেশ বিক্রির মোট টাকার পরিমান ১৬০০০ কোটি হয় চাদার পরিমান। এখনও ১৫৯৯২ কোটি টাকা আছে সন্ত্রাসি কর্মকান্ড করার জন্য।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      পাগলে বিশ্বাস করবে না তা ঠিক। তবে মানব সমাজে পাগলের চাইতে খারাপ অবস্থার মানসিক রোগী, বিকৃত মস্তিষ্ক দল কানা একটি গুষ্টি আছে। তারা সব ই বিশ্বাস করে যা তাদের স্বার্থের পক্ষে যায়, বাকী সব গুজব।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      এই জন্যই তো বিশিষ্ট ব্যবসায়ী দিয়ে লেনদেনটা সেরে ফেলতে চেয়েছিল, যেন কেউ আটকাতে না পারে।

    • image

      Nazmul Hassan

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      সাথে মোবাইল নম্বর এর লিস্ট পাওয়া যায়, বিকাশের মাধ্যমে ঘরে বসে টাকা দিত,

    • image

      ibne mizan

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      u r right

  • image

    FOHAD

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    হায়রে বিএনপি ???? আহাজারি করা নাসিমের মন্তব্যের অপেক্ষায়।

    • image

      Admiral General Aladeen

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      ব্যাংকে তামা রেখে যে স্বর্ণ গুলা বিএনপি নিয়ে গেছে সেই গুলা বিলি করতে যেয়ে কবে ধরা পড়বে?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      নাসিম পলাইছে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    নগদ ৮ কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেক ...এগুলো তো অব্যাহত প্রবৃদ্ধির ফসল। সব চে দ্রুত কোটিপতির দেশ এখন বাংলাদেশ। আসুন বুকের বাম পাশে একটা চাপ দেই আর নৌকায় ভোট দেই। তাহলে এমন খবর সারা বছর পাবেন আগামীতে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ধরে নেয়া যাক এটা তারেক রহমানের সাবেক পিএস অপু সাহেবের ইলেকশনের টাকাই। কিন্তু সেই টাকা এলাকায় না গিয়ে সিটি ট্রেড সেন্টারে রাখবে সাথে তারেক রহমানের কিছু পোস্টার সাথে? হিসাব মিলে না, কেমন ক্রসফায়ার মার্কা গল্প মনে হয়

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    লুটের টাকা আছে লুটাবে, অসুবিধা কোথায়।জনগণ এসময় কিছু পাবে।

  • image

    MD.ROJJOB

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    কিরে এতো টাকা কই পাইলো এবার বুঝলেন তো বিএনপি কি করে দুর্নীতিতে দেশটাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলো? আবারো তাদের ভোট দিয়ে কি খাল কাটবেন? আবারো দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের লজ্জায় ফেলবেন?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এবার বোঝা গেছে উনারা কেন প্রচারণায় নামেন না? এত টাকা থাকলে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রচারে যাওয়ার কি দরকার?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      ব্যংক, শেয়ার মার্কেট লুট করেছে কারা জনাব? বাংলাদেশ ব্যাংকের সোনা চুরি করে নিয়েছে কারা?

  • image

    Sengupta

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    টাকা ছড়িয়ে ভোটে প্রভাব ফেলার বিষয়ে বিএনপি, ঐক্যফ্রন্টের নির্বিকার ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে।

  • image

    মহম্মদ সালাউদ্দিন

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এদের ভোর রাতে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হোক।

  • image

    Abdul karim

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ব্যাংকে টাক রাখলে, যেকোন সময় কাগজ হয়ে যেতে পারে। তাই সব টাকা নিজের কাছে রেখেছে আর কি!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    পাবলিক বোকা কিছুই বুঝে না, তাহারা উন্নয়নের সাথে একেবারে চান্দে যাবে!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    প্রধানমন্ত্রী যাহা বলেন তাহাই করেন, যেমন বলেছেন তারা টাকা খরচ করবে। তাই তিনি তাহা প্রমাণ করে দিলেন আরকি।

  • image

    আশরাফ

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী লীগের লোক ধরা খাইছে চালিয়ে দিচ্ছে বিএনপির নাম বলে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই কোটি টাকা বিলি করে নির্বাচিত হলে দেশের কত টাকা আত্নস্বাৎ করবে?

  • image

    মাসুদ রানা

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    টাকার বান্ডিলের সংখ্যা দেখি পোস্টারের চেয়ে ১০-১২ গুন বেশি, ব্যাপক বিনোদন। এদের জন্য মায়াই লাগছে এত কিছু করে তবুও শেষ রক্ষা হবে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    আর কত নোংরা খেলা দেখব!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই নষ্টদের ধরার জন্য ধন্যবাদ । এরা বাংলাদেশের শত্রু ।

  • image

    ছানোয়ার

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    মির্জা ফখরুলের গলায় পড়ানো লোক দেখানো টাকার মালার আসল উৎস তাহলে এইখানে...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোট দেয়। এজন্যই তো নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোটে বিনিয়োগ করা টাকা উঠানোর জন্য ঘুষ-বাণিজ্য, দুর্নীতিতে জড়িয়ে পড়ে।

  • image

    বিপ্লব ( কুয়াকাটা )

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    তাই তো, বিএনপি “ নীরব “ বিপ্লব ঘটাচ্ছে ভোটে !!!! কয়লা ধুলে কি আর ময়লা যায় ? নিলাম দিয়ে নমিনেশন দিছে , টাকার অভাব হবার কথা নয়।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ব্যাংকের লুটপাটের টাকার কিয়দংশ।

  • image

    md.mumun

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এবার অন্ততপক্ষে বিএনপির ভোট কেনার জন্য টাকা ছড়াতে হবেনা। কিন্তু এর মধ্যে বিএনপির কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব যায় সম্পূর্ণ আওয়ামীলীগের দুঃশাসনের।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই কোটি টাকা কাকে দিয়ে ভোটকে প্রভাবিত করতো!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    বাহ,, ছলে বলে কৌশলে প্রধানমন্ত্রীর কথার সত্যতা প্রমান করিয়া ছাড়িলেন!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    জাতীয় সংগীতের সাথে বাংলার মানুষের কার্যকলাপের সাথে মিল খুজে পাইনা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, সোনার বাংলার ধন সম্পদ নিয়ে আমার সিন্ধুক ভরি, এই নীতিতে চলছে দেশ,

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    It must not true.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ৩০ তারিখে কিছু করনীয়! বাংলাদেশকে উত্তর কোরিয়ার মতন একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে না চাইলে আপনাকে সকল ভয়কে জয় করে ৩০ তারিখ ভোর সকালে ভোট দিতে যেতে হবে। সেটা যে মার্কাই হোক না কেন। আগের রাতে ঘরে বাহিরের যাবতীয় কাজ সেরে রাখুন। ভোটের দিন ফজরের নামাজ শেষ হবার সাথে সাথেই ভোট কেন্দ্রে যাবার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ভোট কেন্দ্রে ভুলেও একা যাবার কথা চিন্তা করবেন না। আপনার পরিচিত যত মানুষ আছেন তাদের সাথে আজকে থেকে যোগাযোগ করে ৫০-৬০ জনের দল বেঁধে একসাথে ভোটকেন্দ্রে যাবেন। আপনার বাসায় যদি অসহায় শিশু, বৃদ্ধ-বৃদ্ধা থাকেন তাহলে তাদের কেন্দ্রে না নিয়ে যাওয়া ভাল। সেক্ষেত্রে তাদেরকে ঘরে বিশ্বস্ত কারও কাছে রেখে যান। মনে রাখবেন সরকারী সন্ত্রাসী আপনাদের ক্ষতি করবার সকল পায়তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। কিন্তু তাদেরকে পরাজিত করবার একমাত্র উপায় ব্যাপক গণজোয়ার। ভোট দিয়ে কেও ভোটকেন্দ্র ছেড়ে চলে যাবেন না। ভোট প্রক্রিয়া শেষ না হয়া পর্যন্ত আপনাদের কেন্দ্রে অবস্থান করতে হবে। আপনার আশেপাশে থাকা অসহায়-দুস্থ মানুষদের প্রতি লক্ষ রাখুন এবং একজন আরেকজনকে কেন্দ্রে যেতে সাহায্য করুন।

    • image

      Mahbub

      ২৫ ডিসেম্বর, ২০১৮

      ভাই এতসব আয়োজন কাকে ক্ষমতায় বসাতে। কে ক্ষমতায় এলে দেশ কার্যকর রাষ্ট্রে পরিনত হবে বলে আপনি মনে করছেন? আমাদের সুন্দর আগামীকাল দেখানোর মত সুন্দর মানুষটা সামনে না এনে শুধু বলছেন ভোটাধিকার প্রয়োগ করতে, কিন্তু নেতৃত্বে আমরা কাকে আনবো?

  • image

    বাবুল করিম

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    আমার কাছে ৫০০০ টাকা আছে। আমিও কি ঝু্ঁকিতে আছি কি না বুঝতে পারছি না তো।

    • image

      Faisal

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      যতদ্রুত সম্ভব নিকটস্থ থানায় জমা দিন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    পকেটে ইয়াবা ঢুকিয়ে মানুষকে হয়রানি করার মতো ঘটনা না তো ?

  • image

    Nazmul Hassan

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ফোনে আরি পেতে RAB বিএনপির টাকা পাচারের নীল নকশাকে ভেস্তে দিল, পুলিশ ও RAB ভাল একটা কাজ করলো

  • image

    nurulislam

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    জেলে আটক নেতারা যখন বাহিরে বোমা হামলা করতে পারে তাহলে এ ধরনের টাকা উদ্ধার করাও সম্ভব বাংলাদেশের মিথ্যার এক প্রচণ্ড প্যাকটিস চলতেছে ঘৃণা জানাই এই ধরনের কাজকর্ম কে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী টাকা ছড়াচ্ছে, টাকার পাশাপাশি পোস্টারও রেখে দিবে প্রমান হিসেবে যে এর পক্ষে আমরা টাকা ছড়াচ্ছি?? বেকুব পাইছো আমগোরে।

  • image

    Shan*Is*Back

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    মামা এই খেলা বহুত পুরাণ হইয়া গেছে। জনগণ আর আজকাল এগুলা খায় না। কালো টাকা তো সব সরকারি দলের কাছে থাকার কথা।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    পোস্টার থাকার কথা সাদা কালো, সেখানে রঙ্গিন হলো কিভাবে!! তাহলে সাজাতে গিয়ে কি ভুল হয়ে গেল?

    • image

      Shan*Is*Back

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      যিনি নাটকটা লিখেছেন তার মাথায় সাদা কালো পোস্টারের ব্যাপারটা জানা ছিলোনা। একটু মিস্টেক হয়ে গেছে আর কি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    তারেক হইলো পুরাই একজন সাধু বাবা।কোনো দুর্নীতি করেনি শুধু হাওয়া ভবন নামে একটা খাওয়া ভবন খুলছিল এই আর কি!

  • image

    Anisul Haque

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    যদি ধানের শীষের প্রার্থী আপনাকে অর্থ দেয় তবে নৌকায় ভোট দিন, আর যদি নৌকার প্রার্থী আপনাকে অর্থ দেয় তবে অবশ্যই ধানের শীষে ভোট দিন। অন্যথায় আপনার বিবেকের দ্বায়ে নিজ ভোটের সিদ্ধান্ত নিন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ভোট দেওয়ারই তো নিশ্চয়তা নেই । কার ভোট কিনবে কিছু বুঝলাম না ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    নাটকের প্রথম পর্ব শুরু...

  • image

    MMKhan

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    শেষবিকেলে চমক হিসেবে রঙ্গমঞ্চে আসছে নতুন নতুন সব ম্যাজিশিয়ানরা! আমরা ভীষণ পুলকিত, শিহরিত, বিনোদিত!!!

  • image

    Parvez

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    হাওয়া ভবন বলে কথা।।।।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই তাহলে বিএনপির “নীরব“ বিপ্লব !!

  • image

    দূরন্ত পথিক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    আপনেরা কি শুধু বিএনপি জামায়াতিদের কমেন্ট পাবলিশ করবেন?

  • image

    Mr.RupoM.

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ধন্যবাদ র‍্যাব-পুলিশ। আপনারা এদেশের জনগনের নিরাপত্তার অতন্ত্র প্রহরী। বিএনপি জামাতের অপরাধীদের ধরুন এবং জনগনের জীবনের মালের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখুন। এমনও হতে পারে তারা ১ হাজার থেকে ৩ হাজার কোটি টাকা নিয়ে আসন ভিত্তিক পরিকল্পনা করেছে।তাই সবাইকে সাবধান থাকতে হবে বিএনপি জামাতের গোপন চক্রান্ত থেকে।

  • image

    Faisal

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এমন দিন হয়ত আমাদের দেখতে হবে যেদিন পুলিশ - র‌্যাব বাংলাদেশ ব্যাঙ্কে গিয়ে বলবে আপনাদের কাছে এতো টাকা কি করে আসলো সব দিয়ে দেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    অভিযুক্তদের কথা বলতে না দেয়ার রহস্য কি? কথা বলতে না দিলে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হলো কেন??

সব মন্তব্য