চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর ওপর রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। সেতুটির ওপর ল্যাম্প পোস্টগুলোতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা নূরুল ইসলামের পোস্টার ও প্ল্যাকার্ড টাঙানো দেখা যায়। তবে কোথাও বিএনপি সমর্থিত মো. হারুনুর রশীদের পোস্টার চোখে পড়েনি।
এ নিয়ে ‘আমের রাজ্যে আপেলের প্রচার নিয়ে কৌতূহল’ শীর্ষক প্রতিবেদন আজ মঙ্গলবার প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়। এরপর আজ দুপুরের দিকে ব্রিজটির ছয়টি ল্যাপ পোস্টে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের পোস্টার টাঙানো দেখা যায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার প্রথম আলোকে বলেন, ‘এখন এটি লেভেল প্লেয়িং ব্রিজ’।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর, ২০১৮
"তবে কোথাও বিএনপি সমর্থিত মো. হারুনুর রশীদের পোস্টার চোখে পড়েনি।" আপনাদের দেওয়া ছবিতেি ধানের শীষের পোস্টার আছে। একটু চোখ খুলে দেখুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর, ২০১৮
পুরো প্রতিবেদন পড়ে মন্তব্য করুন। ধন্যবাদ।।
বিপ্লব ( কুয়াকাটা )
২৫ ডিসেম্বর, ২০১৮
বিএনপি ১৫০ কোটি টাকা নিয়ে নেমেছে, প্রচার, ক্যাম্পিং এদের দরকার নাই। প্রত্যেক সিটে যেখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে , ৫০০০ ভোট কিনলেই কেল্লা ফতে। এরা “ নীরব “ বিপ্লব ই ঘটাতে নীল নকশা করেছে , বেরসিক র্যাব মাঝখানে বাগড়া দিলো !
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর, ২০১৮
হাইরে বাংলাদেশের রাজনীতি!!!
redwan red amin
২৫ ডিসেম্বর, ২০১৮
আপনারা সাংবাদিকরা কি লেভেল প্লেইং ফিল্ড মানছেন? আওয়ামীলীগ অথবা বিএনপি ছাড়া বাম গণতান্ত্রিক জোট,ইসলামী আন্দোলন অথবা অন্য দলের প্রার্থীদের নিয়ে কোনো প্রতিবেদন চোখে পড়েনা। নির্বাচনে অংগ্রহণকারী সব প্রার্থীদের প্রচারণা সংবাদ সমান গুরুত্বের সঙ্গে প্রকাশ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর, ২০১৮
লেভেল প্লেয়িং ব্রিজ আর লেভেল প্লেয়িং সিইসিই জাতির ভরসা!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৫ ডিসেম্বর, ২০১৮
এতদিন ঘুরিয়া, সারা বাংলাদেশ চষিয়া অবশেষে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রতিক ধানের শীষ পাওয়া গেল।
Sur O
২৬ ডিসেম্বর, ২০১৮
প্রথম আলোর কমেন্টে তাই লেবেল প্লেয়িং ফিল্ড নেই, আর আওয়ামী লীগ আর হাতে কিভাবে থাকে !