মাদারীপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

আসিফুর রহমান ও অজয় কুন্ডু মাদারীপুর থেকে ২৫ ডিসেম্বর, ২০১৮

বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমগ্রাম, রাজৈর, মাদারীপুর, ২৫ ডিসেম্বর। ছবি: প্রথম আলোমাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিলটন বৈদ্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় প্রার্থীর বাড়িতে থাকা একটি গাড়িও ভাঙচুর করা হয়। তবে আওয়ামী লীগের অভিযোগ, তাঁদেরও ৫-৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী মিলটন বৈদ্য প্রথম আলোকে বলেন, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর নেতৃত্বে একটি মিছিল নিয়ে এই হামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জাহিদুর রহমান টিপুর সমর্থকেরা বিকেল সাড়ে পাঁচটার দিকে নৌকার পক্ষে মিছিল বের করেন। মিছিলটি আমগ্রাম বাজার হয়ে বিএনপি প্রার্থীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরেকটি মিছিল নিয়ে এসে মিলটনের বাড়িতে হামলা করেন।

স্থানীয় সূত্রটি জানায়, হামলাকারীরা বিএনপি প্রার্থীর বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসও ভাঙচুর করেন। পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ সময় উভয় পক্ষের ৯ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনপির প্রার্থী মিলটন বৈদ্য বলেন, ‘সন্ধ্যার পরে আমার বাড়িতে হঠাৎ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। আমার বাড়ির ভেতর এখন কিছু নাই। সব ওরা লুট করে নিয়ে গেছে। আমার সমর্থকেরা আমাকে কৌশলে বাড়ি থেকে পাশে সরিয়ে নেয়। নয়তো ওরা আমাকে মেরেই ফেলত। আমাকে লক্ষ্য করে কেন এমন হামলা? আমরা কি সংসদ নির্বাচন করতে পারব না?’

মিলটনের স্ত্রী কবিতা বৈদ্য অভিযোগ করেন, ‘শুরু থেকেই আওয়ামী লীগের লোকজন আমাদের প্রচারণা চালাতে বাধা দিয়ে যাচ্ছে। এখন নির্বাচনের ৪-৫ দিন বাকি। আমরা আজ কিছু স্থানে পোস্টার ও প্রচারণা শুরু করেছিলাম। এ কারণেই আওয়ামী লীগের নৌকার সমর্থকেরা আমাদের চিরতরে থামিয়ে দিতে আমাদের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি তো সব সময় নাটক করে। তারা অভিনয় ছাড়া কিছুই বোঝে না। তাদের কারণে আমরা এলাকায় মিছিল করতে পারছি না। আজ তারা আমাদের মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন, যা বাজারের লোকজন সব দেখেছে।’

রাজৈর থানার কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে শুনেছি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে গাড়ি বা বাড়িতে লুটপাটের বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ অফিসার বলতে পারবেন। বিএনপির প্রার্থী যদি অভিযোগ করেন, তবে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য

  • image

    Himu mama

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    এই সুযোগে বি এন পির কোন্দলে তারা পিটুনী খাইলেও বলবে আওয়ামীলীগ করছে। আমাদের নরসিংদী শিবপুরে আওয়ামীলীগ বিএনপি কে হামলা করেনি নমিনেশনের দ্বন্দ্বে বিএনপি বিএনপি কে হামলা করেছে।অথচ জাতীয় পত্রিকাগুলোতে এসেছে আওয়ামীলীগ হামলা করেছে।ছি ছি ধিক্কার অপসাংবাদিকতাকে।এই জন্যই সাংবাদিক আর পুলিশ এই দুটোর প্রতি জনগণ একসময় থু থু মারবে

  • image

    SHAMEEM

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    সীতাকুন্ডে আওয়ামী লীগের মিছিলে পেট্রল বোমা হামলার কোন খবর দেখলাম না। আওয়ামীলীগের মিছিলে হামলার খবর কি কোন খবর নয়?

    • image

      morshed

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      কারন তা আওয়ামীলীগের নাটক।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    ছিঃ। একজন আওয়ামী সমর্থক হয়ে নিজের প্রতিই ঘৃণা হচ্ছে। এভাবে কি আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ পাব?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৫ ডিসেম্বর, ২০১৮

    'অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা!!!!!"

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      সেই বিজ্ঞাপনটির কথা মনে পড়লো.... চার্জ দিলেই বদলে দিব....

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    বাড়িতে হামলা কেন? এটা কাপুরুষের কাজ!! কেননা বাড়িতে নারী ও শিশুরা থাকে, তার রাজনীতির সাথে যুক্ত নয়! বাড়িতে হামলা করা আওয়ামীদের খুবই খারাপ অভ্যাস!! এটা বন্ধ করা উচিত।

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    রাম রাজত্ব চলছে দেশে! ক্ষমতাসীন দল দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়?

  • image

    Khairul Amin

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    মাইর খেয়ে পরে লীগের লোকেরা হামলা করে। খেয়াল করেন, বাড়ির পাশ দিয়ে নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় যদি হামলা চালায় তাহলে বিএনপি তাৎক্ষণিক জনবল নিয়ে কীভাবে পাল্টা হামলা চালায় ? তাহলে কী আগের থেকেই বিএনপি হামলা করার পায়তারা করতেছিল ?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এরকম তো হবেই । সামনের দিন গুলোতে আক্রমন আরও জোরদার করা হবে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এটাই হল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি

  • image

    Charu Hossain

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    আজ ঘন কূয়াশা পড়ছে|এটাও আওয়ামীলীগের কারসাজি

সব মন্তব্য