পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থীর ওপর হামলা

প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা ২৬ ডিসেম্বর, ২০১৮

হামলায় আহত হাবিবুর রহমান হাবিবকে তাঁর কর্মীরা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। ছবি: প্রথম আলোপাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা হয়েছে। এতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ বেশ কয়েকজন আহত হন।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজে এই হামলার ঘটনা ঘটে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, আহত হাবিবুরকে উদ্ধার করা হয়েছে। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেছে বলেন জানান তিনি।

এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এতদিন নাটক করছিল এদের (বিএনপি) শীর্ষ নেতারা আর এখন প্রার্থীও শুরু করে দিল হুহু হাহাহাহাহা এদের (বিএনপি)এত নাটক দেখে হাসি ধরে আর রাখা যাচ্ছেনা হুহু হাহাহাহাহা

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      মানুষ!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    শেষ মুহুর্তে মরণ কামড় দিতে চাইছে সরকারী দল!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এটা আর নতুন কি ? হামলা মামলা হবে ? গুম খুন লুট হওয়া স্বাভাবিক ব্যাপার । আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়ান আপনাদের কাউ কিছু বলা হবে না ।

সব মন্তব্য