নির্বাচনে অংশ নিতে পারছেন না মনজুর এলাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৬ ডিসেম্বর, ২০১৮

মনজুর এলাহীএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনের বিএনপি প্রার্থী মনজুর এলাহী অংশ নিতে পারছেন না। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

নরসিংদী সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে থেকে মনজুর এলাহীর মনোনয়নপত্র দাখিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে প্রথম আলোকে তিনি বলেন, আদালত মনজুর এলাহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন। এ কারণে মনজুর এলাহী নির্বাচনে অংশ নিতে পারছেন না।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ব্যাপারটা আসলে হাইস্যকর।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ফারুকের কি রায় হয়- সেটা দেখার অপেক্ষায় আছি!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এই দেশে কি হচ্ছে এগুলো?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ফারুকের প্রার্থিতার বিরুদ্ধে পার্থের রিট খারিজ

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এযাবৎ নির্বাচনী প্রচারে ব্যয়িত টাকা ইসিকে ফেরত দিতে হবে! কেননা তারা প্রার্থীপদ বৈধ ঘোসনা করেছিল!!

  • image

    AS Sakib

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    আদালতকে ব্যাবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে

  • image

    Asif

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    Game of AL !!!

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    আদালতকে পর্যন্ত তারা ব্যবহার করছে বিরোধী দলকে দমন করার জন্য। হায়রে গণতন্ত্র!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ফাঁকা মাঠে গোল দেয়ার জন্য সরকার এভাবে প্রার্থীতা বাতিল করাচ্ছে।

  • image

    Rakib Al-Hasan

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এইভাবে বিএনপির নিশ্চিত জয়ী প্রার্থীদের বাদ দিতে থাকলে নির্বাচনের দরকার কি ছিল?

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    একটা প্রশ্ন মাথায় আসল, যদি চেয়ারম্যান পদ লাভজনক পদ হয়, তাহলে মন্ত্রী পদ, এমপি পদ কি করে লাভজনক পদ হয় না?

সব মন্তব্য