ধানের শীষ প্রার্থীর জামাতা জাল নোটসহ আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ২৬ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষার সহকারী অধ্যাপক মিয়ারাজ হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। তিনি সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াত নেতা আবদুল খালেকের জামাতা।

মিয়ারাজের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করেছে।

এ বিষয়ে মিয়ারাজ হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ” ৮৫ হাজার টাকার জাল নোট” - তাও ভাল ৮৫ হাজার টাকা , ভাবলাম ৮৫ কোটি টাকার জাল নোট !!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      হা হা হা । এটা কোন ব্যাপার না তাই তো!!! জামাতি ভাই !

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      সূত্র আছে। গতকাল ঢাকায় ৩-৪ কোটি টাকা ধরছে।

  • image

    Parvez

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    মানুষরে টাকা দিয়ে ভোট কিনবা তাও নকল টাকা, এই না হলে বিএনপি-জামাত- ঐক্যফ্রন্ট।

  • image

    শিপন England

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    বি এন পি জামাত থেকে সাবধান নইলে যাবে নিজের জান এরা এখন হায়েনার মত হয়ে দেশে বিস্রিংখলা চালাতে চাইবে, কিন্তু তা হতে দেয়া যাবেনা। শক্ত হাতে দমন করতে হবে

    • image

      Alimul Karim

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      আপনার হাত কতটা শক্ত তা তো নামের শেষ অংশেই বুঝা যাচ্ছে!! দয়া করে আর লজ্জ্বা দিবেন না।

  • image

    zobair

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    এবার বিএনপি বলুক এটাও আও্যামীলীগের নাটক ! কিংবা তারা প্রমানের চেস্টা করবে, এই লোক আমাদের জামাতা না, আওয়ামীলীগের জামাতা

    • image

      maslo

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      জাল নোট যখন হবে তাহলে মাত্র ৮৫ হাজার কেন ? ৮৫ লাখ কেন নয় ? নাটকের পরিচালক অপরিপক্ষ।

    • image

      Alimul Karim

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      না ভাই, বিএনপি অস্বীকার করবে কেন? বাংলাদেশের মানুষ সবাই জানে পুলিশ নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে কীভাবে পকেটে ইয়াবা ঢুকিয়ে চালান করে দেয়!! আশা করি আপনি চান্দে বসবাস করেন, নয়তো মুখ দিয়ে এমন অদ্ভুত কথা বের হতো না!!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      Do you have any doubt about this drama?

  • image

    নাম প্রকাশে ভীত

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    দুর্নীতির টাকা।

  • image

    Md Nasim Wahid

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    শুনেছি পুলিশ নিরীহ লোক ধরে পকেটে ইয়াবা ঢুকিয়ে চালান করে দেয়... এই কেসে ইয়াবার বদলে ঢুকেছে জাল টাকা ....

    • image

      maslo

      ২৬ ডিসেম্বর, ২০১৮

      ভাই বুঝেন না ক্যান এখন কি ইয়াবার দিকে মানুষের নজর আছে ? সব নাটক তো সব সময় চলে না। শীতকালে কি আপনি এয়ার কন্ডিশনের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারবেন ? তাই আর কি !!! হে হে হে...

  • image

    Taaz

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ২০০৮ সালের নাটক আবার শুরু করেছে প্রশাসন। রাষ্ট্রের বস্তা বস্তা টাকার খবর নেই, বিরোধী দলকে নিয়ে সরকারের ঘুম নেই।

  • image

    Masudur Rahman

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    টাকার সংখ্যা টা ৮৫ হাজার না বলে ৮৫ কোটি বললেই তো নাটক টা আরো ভাল জমত।

  • image

    দাউদ দস্তগীর

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    আল্লাহ সব দেখেন, সব জানেন। বিচার একদিন হবেই।

  • image

    AMZAD

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    সব কিছুতেই আপনারা সন্দেহ, ষড়যন্ত্র, নাটক খোঁজেন। এটা একটা মানসিক সমস্যা। দয়া করে আপনারা ডাঃ দেখান। আগে তো নিজে ঠিক হবেন, পরে দেশ ঠিক করবেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    জাল টাকা দিয়ে ভোট কেনার ফন্দি না কি?

  • image

    মহম্মদ সালাউদ্দিন

    ২৬ ডিসেম্বর, ২০১৮

    ভোটারদের ঘুষ দিতে যাচ্ছে তাও আবার জাল নোটে।

সব মন্তব্য