সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনে কাজীপুর উপজেলার তাঁতসমৃদ্ধ গ্রাম বরশীভাঙ্গা। শান্ত-নীরব গ্রামটিতে বুধবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায় সাজসাজ রব। প্রতিটি বাড়িতে মানুষের চোখেমুখে আনন্দের ঝিলিক। কারণ জানতে চাইলে জানা গেল, তাঁদের গ্রামে ভোটের জন্য গণসংযোগে আসছেন জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী এ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম। খবর পেয়ে বাড়িতে বাড়িতে এসেছেন বউ-ঝি আর আত্মীয়রা। বাদ যাননি এলাকার কৃতী সন্তানেরাও। সব মিলিয়ে গ্রামটিতে যেন ঈদের আনন্দ বইছে।
এ গ্রামের নতুন ভোটার ঢাকার মিরপুর বাঙলা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিমের ভোট চাওয়ার জন্য এ গ্রামে না এলেও চলে। কিন্তু সৌজন্য প্রকাশ করতেই তিনি আমাদের গ্রামে এসেছেন। তাঁর কাছে এ জন্য আমরা কৃতজ্ঞ।’ কাজীপুরের এম মনসুর আলী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান বলেন, ‘ধন্য পিতার ধন্য ছেলেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরাও ধন্য হতে চাই।’
গ্রামের মেয়ে মিনা খাতুন ও রেবেকা খাতুন বলেন, ‘এ আসনেই শ্বশুরবাড়ি। বাবার বাড়িতে তিনি আসছেন শুনে চলে এসেছি।’ নেতাকে কাছ থেকে দেখাও হলো, বাবার বাড়ি ঘুরে যাওয়াও হলো বলে জানান তাঁরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোছা. হাসনা হেনা বলেন, ‘মোহাম্মদ নাসিমের নৌকা প্রতীকের প্রচার চালানোর জন্য গ্রামে এসেছি। আজ তাঁর সঙ্গে এ গ্রামে ভোটের প্রচারে নেমে আনন্দ হচ্ছে।’ এ গ্রামের তাঁত ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ‘মোহাম্মদ নাসিম তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। এ উন্নয়নের সাক্ষী হতে পেরে আমরাও গর্বিত।’
দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বরশীভাঙ্গা গ্রামে এসে প্রথমেই এ আসনের সাবেক সাংসদ তাঁতি তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। পরে উঠান বৈঠকে তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘কাজীপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।’ অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তিনি ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তাঁদের আহ্বান জানান। স্থানীয় কবিহার-বরশীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ তাঁতি তোজাম্মেল হকের ছেলে এস এম ফজলে এলাহী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী, কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, সোনামুখী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সিদ্দিক হোসেন, তাঁত ব্যবসায়ী মোকলেছুর রহমান, আয়নাল হক প্রমুখ।
বিকেলে মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
Rahul Biswas
২৭ ডিসেম্বর, ২০১৮
যে উন্নয়ন করবে, মানুষ তাকে পছন্দ করবে। মানুষ যাকে পছন্দ করবে, তাকে ক্ষমতায় নিয়ে আসবে। মানুষ যদি বোকা হয়, সেই বোকামির শাস্তি তারা পাবে, যদি বুদ্ধিমান হয়, তার সুফল তারা পাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
ঢলের একটা ফুটু দেন ভাই। দেহনের বড়ই শখ!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
He is a very good person and leader, everyone knows him well. He will win by a big margin.
SUJON KUMAR ROY
২৭ ডিসেম্বর, ২০১৮
আমরা তো ভোটে এরকমই সম্প্রিতি দেখতে চাই। এরকমই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যেখানে সব ধর্ম বর্ণ মিলিত হয়ে লীন হয়ে যাবে। এই সম্প্রীতি যেন চিরস্থায়ী থাকে। মহান সৃষ্টিকর্তার কাছে এইটুকুই দাবী জানাই।