কোটালীপাড়ায় নৌকার প্রচারণায় ডিপজল

সংবাদদাতা, গোপালগঞ্জ ২৭ ডিসেম্বর, ২০১৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত মঙ্গলবার জনসভায় নৌকা প্রতীকে ভোট চান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।  ছবি: প্রথম আলোগোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট চাইলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ ছাড়া সন্ধ্যায় কুশলা ইউনিয়ন পরিষদের সামনে জনসভায় বক্তব্য দেন।

জনতার উদ্দেশে মনোয়ার হোসেন বলেন, ‘আপনারা শতভাগ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ সুখে–শান্তিতে বসবাস করে। তাই আমাদের সবার নৌকায় ভোট দেওয়া উচিত। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বেকারদের চাকরি হবে। এলাকায় শিল্পকারখানা গড়ে উঠবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈ। অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, যে ইউনিয়ন থেকে নৌকা প্রতীক সর্বোচ্চ ভোট পাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইউনিয়নের নেতা-কর্মীদের সোনার নৌকা উপহার দেবেন। টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ ছয়বার জননেত্রী শেখ হাসিনাকে এই আসন থেকে নির্বাচিত করেছেন। এবারও এলাকার মানুষ সর্বোচ্চ ভোটে তাঁকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, চিত্রনায়িকা আঁচল প্রমুখ।

এর আগে হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বুয়েটের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। এ ছাড়া জনসভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁরা ৩০ ডিসেম্বর সব ভোটারকে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    অরো ভ​য়ের দরকার?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    He is a villain in the movies , he ran like a criminal during Care Taker govt, he became villain again in real life

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আহা.....বড়ই সৌর্ন্দয্য। এই ডিপজলদের দূর্ণীতির কারণে একসময় অতিষ্ট হয়ে গেছিলো মানুষ। আর তারাই এখন দল পাল্টায় নতুন জামা পরছে!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    অথচ এক সময় এই ডিপজলকেই আন্ডার world এর ডন বলা হত। এখন আওয়ামীলীগ হওয়ায় কত যে বিশেষণ তার নামে যোগ হবে আল্লাহই জানে!

  • image

    Roni Das

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি আমলে ডিপজল বিএনপির দালালি করতো, এখন আওয়ামীলীগের নতুন দালাল সেজেছে । ওর কথা কে শুনে ।

  • image

    ইব্রাহীম শামীম

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    শেষমুহূর্তে বাড়ি বাড়ি পুলিশি অভিযান এটা কিসের আলামত!!!!!

  • image

    imran Hossain

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি নেতা ডিপজল এখন বড় আওয়ামীলীগার হয়ে গেলো।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৭ ডিসেম্বর, ২০১৮

      @imran Hossain সাহেব তাতে আপনার সমস্যা কি আপনার দল বিএনপির শমসের মবিন চৌধুরী আমাদের শিক্ষামন্ত্রীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ইনাম আহমেদ চৌধুরী আপনার দল বিএনপি ছেড়ে আমাদের দল আওয়ামী লীগে যোগ দিয়েছেন তখন কিছু বলেননি তাহলে এখন কেন বলেছেন ।

    • image

      imran Hossain

      ০২ জানুয়ারী, ২০১৯

      নাম প্রকাশে অনিচ্ছুক আপনি যে জামাত এর লোক তা আপনার কথায় স্পষ্ট কারন কথা না বুঝে কথা বলা ছাগলের বৈশিষ্ট।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    ডিপজলদের নৌকায় মানায়, ধানের শীষে মানায় না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    বিকৃত রুচির মানুষ। ওর কথা শুনলে বমি করতে ইচ্ছে করে।

  • image

    Probal

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    এই মূহুর্তে কিছু সংখ্যক স্বাধিনতা বিরোধি জামাত-শিবির ছাড়া ধানের শীষের পক্ষে, বিএনপির সাধারন সমার্থকও নাই। কারন বিএনপির সাধারন সমার্থকরা জানে, যদি ধানের শীষ জয়লাভ তবে স্বাধিনতা বিরোধি জামাত-শিবির ও দুর্নীতিবাজরা বাংলাদেশের রাজনিতিতে আবার পূৃর্নবাসিত হবে এবং দেশের চলমান উন্নয়ন কাজ বন্দ হয়ে যাবে। আমার পরিচিত অনেক বিএনপি সাধারন সমার্থকও নৌকায় ভোট দিবে বলে সিন্ধান্ত নিয়েছে।

    • image

      Himu

      ২৭ ডিসেম্বর, ২০১৮

      Probal সাহেব কিসের মধ্যে কি আনলেন? যাই হোক আপনি বা আপনারাই এক সময় ডিপজলকে আন্ডার ওয়ার্ল্ডের ডন বলতেন। কিন্তু আওয়ামী লীগ করায় সে খাঁটি দেশপ্রেমিক হয়ে গেল, তাই না?

  • image

    A HAQUE

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    bad people are always awami leage

  • image

    Md Nashir Uddin Howlader

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    পিঠ বাঁচাতে এই কাজ!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আমাদের এলাকায় আপনাকে সুস্বাগতম।

সব মন্তব্য