একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফের পক্ষে প্রচারে নেমেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা বিজয় উল্লাস চত্বর ও শাপলা চত্বরে প্রচার চালান তিনি।
এ সময় হাবিবুল বাশারের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, সহসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, হাবিবুল বাশারের ভাই বিভাগীয় ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন, ফুটবলার আলমগীর হেলাল, সাব্বির মো. কাদেরী, পলাশ মৃধা, আনিসুর রহমান, খোকন সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার। তিনি তাঁদের মধ্যে হানিফের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান। এ বিষয়ে প্রথম আলোকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘হানিফ ভাই কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন করেছেন, যা এর আগে কখনো হয়নি। এ জন্য প্রচার চালানো হচ্ছে।’ তবে তিনি কুষ্টিয়া শহরজুড়ে ইজিবাইকের দৌরাত্ম্য কমাতে হানিফের সুদৃষ্টি কামনা করেন। এ ছাড়া তিনি কুষ্টিয়ায় ক্রিকেটের জন্য আলাদা মাঠ চান।
হাবিবুল বাশার বলেন, এর আগে কুষ্টিয়া মিলপাড়া এলাকায় মোহিনী মিলের মাঠটির ব্যাপারে সাংসদ হানিফের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি চান, মাহবুব উল আলম হানিফ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে মাঠটি ক্রিকেট মাঠ হিসেবে রূপান্তর করেন। কেননা, এই কুষ্টিয়া শহরে অনেক প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় আছেন, কিন্তু অনুশীলনের তেমন ব্যবস্থা নেই।
আর এ ব্যাপারে হানিফ বলেন, ‘হাবিবুল বাশারের প্রস্তাবের বিষয়টি মাথায় আছে। সেটা নিয়ে কাজ করা হবে।’
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
Suf
২৭ ডিসেম্বর, ২০১৮
Such a shame!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
বিএনপি কর্মিদের এত লজ্জা! ঘরে বসে থাকুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
Shame...... He is already a government employee!!!!.
Zunaid Ahmed
২৭ ডিসেম্বর, ২০১৮
কোন আইনে বলা আছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লোক প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেনা?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
@Zunaid Ahmed স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের লোক প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেনা এটা রাষ্ট্রিয় আইনে বলা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
বিএনপি - জামাতকে সবাই বর্জন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
এছাড়া আর কোন উপায় কি আছে?
Zunaid Ahmed
২৭ ডিসেম্বর, ২০১৮
ধন্যবাদ। সকল ক্রিড়া প্রেমি মানুষজন নৌকার পক্ষেই আছে।
দেব বাবু
২৭ ডিসেম্বর, ২০১৮
স্বাধীন সার্বভৌম দেশে যেকোন ব্যক্তি যেকোন দলকে সমর্থন জানাতে পারে, এতে সেম বা অবাক হওয়ার মতো কি আছে? নিজের বিবেককে প্রশ্ন করুন কোন প্রার্থী দেশ-দশের জন্য ভাল, বিবেক যেটা বললে সেটাকে সমর্থন করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
একেই বলে বৃষ্টির গতিবিধি বুঝে ছাতা মেলে ধরা৷
Probal
২৭ ডিসেম্বর, ২০১৮
একাত্তরে সকল পেশার মানুষ এক সাথে দাড়িয়ে ছিল বঙ্গবন্দুর পাশে, বিনিময় বাংঙালি জাতি পেয়েছিল একটি স্বাধিন দেশ, একটি মানচিত্র, একটি পতাকা, একটি জাতিয় সংগিত আর দেশকে ভালোবাসার অফুরান্ত সাহস। ২০১৮ সালে তমনি সকল পেশার মানুষ একসাথে দাড়িয়েছি বঙ্গবন্দুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার পাসে, তারা সবাই জানে শেখ হাসিনাই দিতে পারবে বাঙ্গালির অর্থনৈতিক মুক্তি, মাথা উচু করে দাড়াবার সাহস, হেনরি কিসিঞ্জারকে অবজ্ঞ ভরে বাংলাদেশকে দেখে যাওয়া দাওয়াত, আর বাংলার তরুন সমাজকে বিশ্বকে চ্যালেন্জ জানিয়ে বলার সাহস "সময় এখন আমার বাংলাদেশের"। সেই একাত্তরে যারা বাংলার জনগনের বিরুদ্ধে দাড়িয়েছিল, ঠিক সেই একই অপোশক্তিই আজ বাংলার জনগনের বিরুদ্ধে দাড়িয়েছে। তবে নিশ্চত এবারও ওদের পরাজিত করবে বাঙালি জাতি।
Mohammad Anas
২৭ ডিসেম্বর, ২০১৮
মাশরাফি বিন মর্তুজা বিসিবির একজন বেতনভুক্ত ক্রিকেটার,তার মানে তিনি একটি সরকারি লাভজনক পদে থেকে, পদত্যাগ না করে একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন,যা বাংলাদেশের বিদ্যমান আইন ও সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এখন হাবিবুল বাশারের মতো একজন সাবেক ক্রিকেটার, যিনি বর্তমানে বিসিবির একজন বেতনভুক্ত নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও একটি রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন,যা পরিপূর্ণ আইনের লঙ্ঘন। দেশে কি আদৌ আইনের শাসন বলতে কিছু আছে? নাকি আইনের চোখে সবাই সমান-এটা শুধুই কেতাবি কথা?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
উনাদের জন্য মায়া হয় । কি কঠিন পরিস্থিতিতে পড়েই না তাদের এই কাজটি করতে হয়েছে!