নড়াইল-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির পক্ষে পুরুষদের পাশাপাশি নারীরাও জোর প্রচার চালাচ্ছেন। কাকডাকা ভোরে ঘর থেকে বের হয়ে দিনভর বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে তাঁরা নৌকায় ভোট চাইছেন।
নারী দলের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক। সঙ্গে যাচ্ছেন তাঁর বড় বোন জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক, মেজো বোন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক, যুব মহিলা লীগের সদস্য এ্যানি খাতুনসহ প্রায় ৪০ জনের নারী দল। তাঁরা প্রতিদিন ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন।
কীভাবে ভোট চাইছেন—জানতে চাইলে সুমনা হক প্রথম আলোকে বলেন, ইউনিয়নের একটি গ্রামকে বেছে নিই। আগে থেকেই একজনের নেতৃত্বে ১০ জন করে সদস্য চারটি দলে ভাগ হয়ে এক একটি পাড়ার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে নৌকার পক্ষে ভোট চাই। তাঁরা আমাদের কথায় মুগ্ধ হয়ে নৌকায় ভোট দেবেন বলে জানান।
মাশরাফির জ্যাঠাশ সঞ্চিতা হক জানান, জীবনে এই প্রথম আমরা নির্বাচনে ভোট চাইতে নেমেছি। আমরা শহরেই মানুষ। পাড়া-মহল্লায় ঘুরে বিভিন্ন চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। কথা হয়েছে। তিনি বলেন, গ্রামের পরিবেশ আর শহুরে পরিবেশের মধ্যে অনেক ফারাক। গ্রামের নারীরা অনেক কষ্ট করতে পারেন। অনেক আন্তরিক। মানুষকে ভালোবাসতে পারেন। আপন করে নিতে পারেন। আদর যত্নও করতে জানেন। আমরা যেখানেই গিয়েছি সেখানকার নারীরাই আমাদের আপন করে নিয়েছেন। তাঁরা বলেছেন, মাশরাফি ভালো ছেলে আমরা তাঁকেই ভোট দেব।
নড়াইল-২ আসনে (লোহাগড়া-সদরের একাংশ) আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাসহ ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ২০ দলীয় জোটের এনপিপির ফরিদুজ্জামান (ধানের শীষ), বাংলাদেশ ইসলামি আন্দোলনের নাছির উদ্দীন (হাতপাখা), জাসদ (রব) ফকির শওকত (তারা), ইসলামি ঐক্যজোটের মাহাবুবুর রহমান (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির (ফালু) আমিরুল ইসলাম (আম)।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
আম্লীগ এর এমন অবস্থা দাড়াইছে যে মাশরাফি এর জন্য ও মা বাপ্ বৌ ছেলেমেয়ে সবাইকে নেমে পড়তে হচ্ছে !
Muhammad Shahriar Zaman
২৭ ডিসেম্বর, ২০১৮
looser
গোপাল বোষ
২৭ ডিসেম্বর, ২০১৮
বোঝা গেল বর্তমান নির্বাচন ব্যবস্থাতেই মাসরাফির কোন দ্বিমত নাই। এ ধরনের নির্বাচনে বিজয়ী হতেও তার কোন আপত্তি নাই।
Zunaid Ahmed
২৭ ডিসেম্বর, ২০১৮
দলমত নির্বিশেষে নড়াইল বাসী মাশরাফির মত একজন যোগ্য জনপ্রতিনিধি বেছে নেবেন আশা করি।
Saki
২৭ ডিসেম্বর, ২০১৮
আমরা অনেকেই ভোট পরবর্তী মাশরাফীর রাজনৈতিক জীবন এবং খেলোয়াড়ী জীবন এর দুইটি খেত্র চালিয়ে যাবার বিলাসিতা পর্যবেক্ষন করছি
নাম প্রকাশে অনিচ্ছুক
২৭ ডিসেম্বর, ২০১৮
দারূণ খবর কিন্তু কারো ভোটই লাগবে না।
Md Shakil
২৭ ডিসেম্বর, ২০১৮
আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে ৩০ তারিখ ধানের শীষে ভোট দিই।’
Sheikh Moniruzzaman
২৭ ডিসেম্বর, ২০১৮
ইতিহাস সৃষ্টিকারী মাশরাফি নড়াইলেও নির্বাচনের ইতিহাস সৃষ্টি করবে। খবর পেলাম, নড়াইলের বিএনপির অনেক ভোটও মাশরাফি পাবে কিন্তু জামায়তি একটা ভোটও পাবে না; কারন জামায়তিদের নিকট এলাকার স্বার্থ কিছুই না; জামায়ত-বিএনপির স্বার্থ তাদের নিকট মূখ্য।
মো. শাহিনুর রশীদ
২৭ ডিসেম্বর, ২০১৮
শিরোনাম মনে হয় ঠিক নাই।
নাসিম
২৭ ডিসেম্বর, ২০১৮
হায় রে লীগ ...কত খেলা খেলবে