রাঙামাটিতে সেনা অভিযানে আটক ৩

অনলাইন ডেস্ক ২৭ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবারের এই অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ ছাড়া একটি রাইফেল, তিন রাউন্ড অ্যামুনিশন ও চারটি চাকু উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূল দল)-এর তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা (২২) ও যতীন কান্তি তঞ্চংগ্যা (৪৮)। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি একে-২২ (অটোমেটিক রাইফেল), তিন রাউন্ড অ্যামুনিশন ও চারটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, অভিযানে উদ্ধার অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য

  • image

    Azizul Hoque

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    ওরে বাপরে সেনাবাহিনী অ্যাকশনে

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৭ ডিসেম্বর, ২০১৮

      কিছুদিন আগে পত্রিকায় দেখলাম বিলাইছড়ি থানায় গত একবছরেও কোন মামলা হয়নি। এই মামলা দিয়ে কিছুদিন চলতে পারবে।

  • image

    mmh

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    good job army !

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    হামলার শিকার হচ্ছে বিএনপি-ঐক্যজোটের প্রার্থী-নেতা কর্মীরা। আর গ্রেফতার হচ্ছে পাহাড়ে।

  • image

    nam nai

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    I love my army .

সব মন্তব্য