বিএনপি পরাজয় বুঝতে পেরেছে, তারা আ.লীগের নেতাদের ওপর হামলা চালাতে পারে: প্রধানমন্ত্রী

বাসস, ঢাকা ২৭ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। ছবি: বাসসআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। দলের নেতা-কর্মীদের বিএনপি ও এর সহাযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত জেনেই নাশকতা করতে পারে।

আওয়ামী লীগ সভাপতি আজ বৃহস্পতিবার তাঁর ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে পাঁচটি জেলায় নির্বাচনী সমাবেশে ভাষণদানকালে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে তারা যেকোনো দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর হামলা চালাতে পারে। তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে হত্যা, ১৪১ জনকে আহত করেছে, আওয়ামী লীগের ১৭০টি নির্বাচনী কার্যালয় ও বসতবাড়িতে হামলা এবং ৫৪টি জায়গায় বোমা হামলা চালিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতা-কর্মীদের বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরং তাদের (বিএনপি) নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। তিনি বলেন, ‘আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা তাদের অধিকার এবং জনগণ তাঁদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। তাই আমরা চাই সকল রাজনৈতিক দল অবাধে ও সাবলীলভাবে তাদের নির্বাচনী প্রচারণা করুক।’

শেখ হাসিনা আজ বিকেলে সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

বাংলাদেশের জনগণ তাঁর দলের (বাংলাদেশ আওয়ামী লীগ) পক্ষে রায় দেবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে জনগণ ‘নৌকা’ প্রতীকে ভোট দেবেন। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট চাওয়ার আগে বিএনপিকে তার চরিত্র পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, তাদের (বিএনপি) জনগণের ক্ষতি, হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সমর্থন অবশ্যই বন্ধ করতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলার জনগণের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদের বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

  • image

    Md Shakil

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে ৩০ তারিখ ভোট দিই।’

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    Ha Ha Ha

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    পর্দার আড়ালের খবর তো আর প্রকাশ পেলোনা...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি সহ ঐক্যফ্রন্ট জয়ের জন্য উন্মুখ । তারা শেষ মূহুর্তে ভোট বিপ্লব করার অপেক্ষায়।

  • image

    দাউদ দস্তগীর

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী লীগের চেয়ে বড় ....আর কখনও ছিল না বাংলাদেশে।

  • image

    MMKhan

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    গণতন্ত্রের মানস-কন্যা, নির্বাচন তো এখনো অনুষ্ঠিতই হলো না, তার আগেই আপনি রায় ঘোষণা করে দিলেন

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৭ ডিসেম্বর, ২০১৮

      ভয় পাবেন না। সবসময়ের মতোই, নৌকা জিতলে বাংলাদেশ জিতবে।ইতিহাস অন্তত তাই বলে।

  • image

    James

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    এর পরো বিএনপি আছে দেশে??

  • image

    MMKhan

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর কন্যা পৃথিবীর সর্বকালের নিকৃষ্টতম নির্বাচনটি এবার জাতিকে উপহার দিতে যাচ্ছেন!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    বি এন পি খুব ভালো করে জানে, জানেন দেশের মানুষ এবং আপনারা। পরাজয় যদি তাদের হয়, তবে সেটা ব্যালটে নয়, হবে আপনাদের প্রশাসন এবং দলীয় অন্যায়ের কাছে। কারন, তারা খালি হাতে লড়াই করছে মাছি হয়ে হাতীর সাথে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আগুন সান্ত্রাসিরা সবসময় তৎপর। নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে অকারণে যে তাণ্ডব করেছে মাত্র কদিন আগে, তাতে পুলিশকে তৎপর থাকতেই হবে।

  • image

    Admiral General Aladeen

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আপনি যেভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নামছেন তাতে না বোঝে উপায় আছে।

  • image

    গোপাল ঘোষ

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    আর আপনারা বিএনপির নেতাদের মেরে কেটে মামলা দিয়ে ঘরছাড়া করেছেন। তাতে তো বোঝা যায় আপনারাই পরাজয় বুঝতে পেরেছেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    ইতিহাস কোন বেঈমানকে ক্ষমা করেনি। তারেক রহমান জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতির মূল হোতা।বাংলাদেশের দুই সরকার প্রধানের এই সোনার ছেলে এবং হওয়া ভবন দেশের চির কলঙ্ক হয়ে থাকবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    চমৎকার আয়োজন, পরিবেশন যোগ্য। ধারাবাহিক পর্ব গুলো চলতেই থাকবে, দয়াকরে ধৈর্য্য সহকারে দেখুন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৭ ডিসেম্বর, ২০১৮

    জনগন হিসাবে আমারা অনেক আগেই BNP এর পরাজয় বুঝতে পেরেছি। কারন মৃত ব্যাক্তির নামে মামলা, বিদেশে থাকা ব্যাক্তির নামে মামলা, হজে থাকা ব্যাক্তির নামে মামলা এইরকম আরো কত কাহিনী যা শুরু হয়েছিলো প্রায় এক বছর আগে। আর দঃর্ভাগ্যজনক এই মামলা গুলো হয়েছিলো BNP এর নেতা করমিদের বিরুদ্ধে। আর তফসিল ঘোষনার পর হতে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানির মাধ্যমে BNP এর নেতা করমিরা এখন বর্তমানে এলাকা ছাড়া

  • image

    Ghotok Ferdous. E-mail: [email protected]

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি বুঝতে পেরেছে কিনা বলতে পারবো না; তবে ডঃ কামাল হোসেন আঁচ করতে পেরেছেন। তাইতো জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উনি এখন এড়িয়ে যাচ্ছেন।

    • image

      md.mumun

      ২৮ ডিসেম্বর, ২০১৮

      আরে, সব দিবালোকের মতোই পরিস্কার, এড়িয়ে যাবে কেন?

  • image

    ফরিদ

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি' জামাত কামাল গ্যাং এবার পালাবার পথ পাবেনা।জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে ওদের দেখিয়ে দেবে

    • image

      md.mumun

      ২৮ ডিসেম্বর, ২০১৮

      পালাবার পথ খুঁজতে হবে কেন?

  • image

    গোপাল বোষ

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি হামলা চালাতে পারে? তার মানে Future Tense. তাহলে আপনি কি স্বীকার করলেন এখন যে শত শত হামলা হচ্ছে, এগুলো আপনার দলের লোকেরা করছে?

  • image

    গোপাল বোষ

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি কি করে বুঝল যে তাদের পরাজয় নিশ্চিত? একটু ব্যাখ্যা করলে ভালো হত।

  • image

    গোপাল বোষ

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি যদি এটা বুঝে থাকে তাহলে আমি বলব তারা ঠিকই বুঝেছে। যেখানে সব কিছু সেট করে রাখা হয়েছে, সেখানে নির্বাচনে জিততে হলে ওই সেট ভেঙ্গে তারপরতো জিততে হবে। তা কি কোন স্বাভাবিক উপায়ে সম্ভব?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৮ ডিসেম্বর, ২০১৮

    বিএনপিকে আপনারা গত দশ বছর ধরেই নানাভাবে পরাজিত করেছেন। এখন আর তাদের পরাজয়ের কী আছে?

সব মন্তব্য