প্রচারণার শেষ দিনে কর্মী-সমর্থকদের নিয়ে খাওয়ার জন্য দুটি গরু জবাই করেছিলেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের সেই আশা পূরণ হয়নি, অনেকটা বাড়া ভাতে ছাই পড়েছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে রান্না করা খাবার জব্দ করেন। পাশাপাশি একজনকে গ্রেপ্তার এবং দুইজনকে জরিমানা করেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বোগলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে। পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে স্থানীয় বিএনপির দুই নেতা সুজন তালুকদার ও রিয়াজ তালুকদারকে। দোয়ারাবাজার উপজেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কান্দাগাঁও গ্রামের ইউপির সাবেক চেয়ারম্যান রাশিদ আলীর বাড়িতে এই আয়োজন ছিল। আয়োজক ছিলেন রাশিদ আলীর দুই ছেলে সুজন তালুকদার ও রিয়াজ তালুকদার এবং বোগলাবাজার ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। দুপুরে যখন রান্নার কাজ প্রায় শেষ, তখন ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে উপস্থিত হন। পরে রান্না করা খাবার জব্দ করে তা পুকুরের পানিতে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সুজন তালুকদার ও রিয়াজ তালুকদারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গ্রেপ্তার করা হয় আরিফুল ইসলাম জুয়েলকে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
নেতা কর্মী খাওয়াতে গেলেও গ্রেপ্তার ! বাহ্ বাহ্ !
ঠোঁটকাটা
২৮ ডিসেম্বর, ২০১৮
২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে সেটা যেভাবেই হোক ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
ওসি সুশীল রন্জন দাস। কিছু অতি উতসাহী এসব পুলিশের জন্যই সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায়।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
চাইল মানুষ কে খাওয়াইতে হয়ে গেল 'নাশকতার পরিকল্পনার' অভিযোগে গ্রেফতার। চেতনার দন্ড খাড়া না রাখলে যা হবার তাই হয়েছে। ৩০ তারিখ ভোট দিয়ে চেতনা দন্ড আর ও খাঁড়া ও উচ্চ করুন।
Fawzia Nasrin
২৮ ডিসেম্বর, ২০১৮
রান্না করা খাবার জব্দ করে তা পুকুরের পানিতে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত। ----- এ কেমন ভ্রাম্যমাণ আদালত??!! খাবার পুকুরে ফেলে দেয়? খাবার জব্দ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দিলেও তো তারা পেট ভরে এক বেলা খাবার খেতে পারতো।এটাই হলো "উন্নয়নের মহাসড়ক", "উন্নয়েনের রোল মডেল"।
Khasru
২৮ ডিসেম্বর, ২০১৮
It is a stupidity. I really hate their food trashing activity.
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
পরে রান্না করা খাবার জব্দ করে তা পুকুরের পানিতে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত...কি দরকার ছিল? খাওয়ালেই পারত, যেহেতু আগেই জরিমানা করা হয়ে গেছে ।
Mohammed Uddin
২৮ ডিসেম্বর, ২০১৮
"রান্না করা খাবার জব্দ করে তা পুকুরের পানিতে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত।" "ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।" এসব কোন আইনে করা হলো ?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
"ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে উপস্থিত হন। পরে রান্না করা খাবার জব্দ করে তা পুকুরের পানিতে ফেলে দেন" - I am shocked and just shocked - how could a learned judiciary had thrown FOOD? is it Jahelia era???
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
রান্না করা মাংস ডিসপোজের স্বাস্থ্য ও পরিবেশ সম্মত বহু উপায় আছে
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
কি চরম আক্রোশ যে খাবার গুলো পুকুরে ফেলে দিতে হবে?