নড়াইলে পুলিশকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থীর ‘নির্বাচনী এজেন্ট’ মো. রিয়াজুল ইসলাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন এ কথা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে রিয়াজুল ইসলামকে সদর থানা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুলের বাড়ি পৌরসভার মহিষখোলা গ্রামে। বাবার নাম নজরুল বিশ্বাস।
ওসি মো. ইলিয়াছ হোসেনের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে থানায় এসে রিয়াজুল নিজেকে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেন। এ সময় তিনি পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা বের করেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের পক্ষে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদ এই টাকা পাঠিয়েছেন। তিনি মনে করেন, নির্বাচনকে বিশ্বাস জাহাঙ্গীরের পক্ষে প্রভাবিত করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে মাহাবুব মোর্শেদকে একাধিকবার ফোন করা হয়। তবে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভাষ্য, রিয়াজুল ইসলাম নামে কোনো ছেলে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, দল এবং আমার নির্বাচনকে ভন্ডুল করার জন্য আমার নাম বলা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
Azizul Hoque
২৮ ডিসেম্বর, ২০১৮
আজকাল হাজার কোটি টাকার কারবার....
MMKhan
২৮ ডিসেম্বর, ২০১৮
হায় পুলিশ!
MMKhan
২৮ ডিসেম্বর, ২০১৮
হায় পুলিশ! নিজেদেরকে তো মনুষ্য পদবাচ্যের সংজ্ঞায় রাখা দিনেদিনে একেবারে কঠিন করে দিচ্ছ!!!
SHAMEEM
২৮ ডিসেম্বর, ২০১৮
মনে হয় হুন্ডি চালানের এটি একটি ছোট্ট অংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
সবই জনগণ বুঝে
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির সস্তা লবিং
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
What a story!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
পুলিশ এর সৎ! হয়ে উঠার উজ্জ্বল একটি দৃষ্টান্ত।
MMKhan
২৮ ডিসেম্বর, ২০১৮
হায় পুলিশ! নিজেদেরকে তো মনুষ্য পদবাচ্যের সংজ্ঞায় রাখা দিনেদিনে একেবারে কঠিন করে দিচ্ছ!!!
md.mumun
২৮ ডিসেম্বর, ২০১৮
আহারে, ওসি কে মাত্র ৫০হাজার টাকা ঘুষ? আসলেই এতো সস্তা, নাকি দুর্বল স্ক্রিপ্ট?
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
হা!হা!হা! সাধু পুলিশ!
Ahmed Rubel
২৮ ডিসেম্বর, ২০১৮
ঘুষ দিতে গেলে পুলিশ গ্রেফতার করে!!! ধন্যবাদ পুলিশ! এই জন্যই তোমাদের সন্তান তোমাদের হত্যা করে। কেন ঘুষ খাওনা।
md. mahmudul hasan
২৮ ডিসেম্বর, ২০১৮
নতুন নতুন নাটকের অপেক্ষায় রইলাম !!
Mr.RupoM.
২৮ ডিসেম্বর, ২০১৮
বিএনপি টাকা দিয়ে পুলিশ কিনতে গিয়ে ধরা পরেছে, কিছুদিন পুর্বে প্রকাশিত ফোনালাপেও ওসিকে টাকা দেয়া কথা বলেছিল বিএনপির এক প্রার্থী!!
SK
২৮ ডিসেম্বর, ২০১৮
যেই অপরাধ করুক না কেনো, তাকে আইনের আওতায় আনা হোক । এখানে বিনপি বা অন্য কোন দলের মধ্যে পার্থক্ষ করা উচিত নয় ।
আন্দালিব প্রেতত্মা ২
২৮ ডিসেম্বর, ২০১৮
মাত্র ৫০০০০??? এই জন্যই ধরা খেলো
Mijan
২৮ ডিসেম্বর, ২০১৮
বিগত 10 বছরে হাসিনা যা দিয়েছে তাতে ওই 50 হাজার দরকার পড়বেনা বলেই...... 😁
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
টাকার ছড়াছড়ি চারিদিকে। বিএনপি কিংবা আওয়ামী লীগের অনেক বসন্তের কোকিল আছেন যারা কমপক্ষে ৫০০/১০০০ টাকা না পেলে নিজ দলের প্রার্থীকেও ভোট দিবে না।
Mohammad Ali Refai
২৮ ডিসেম্বর, ২০১৮
একটা কথা আছে..নিজের ভালো পাগল ও বোঝে।সেখানে একজন এজেন্ট স্ব-শরীরে থানায় গিয়ে পরিচয় প্রকাশ করে পুলিশ কে ঘুষ দেবে!এটা নিতান্ত ফুলিশ(বোকা) ছাড়া কেউ বিশ্বাস করতে চাইবে না।কোন ও পাগল শুনলে মন্তব্য করবে "এতদিন ভেবেছিলাম আমি একাই পাগল..!!" তবে কৌতুক হিসেবে মন্দ ছিল না!!
তাসলিমা বেগম
২৮ ডিসেম্বর, ২০১৮
একেবারের দুর্বল চিত্রনাট্য, আরও সাজানো হলে ভালো লাগত
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
অন্য কোন এলাকায় হলে বিশ্সাস করানো যেত!
নাম প্রকাশে অনিচ্ছুক
২৮ ডিসেম্বর, ২০১৮
বুঝতেই পারছেন ৫ লক্ষ চাইচে আর দিল ৫০ হাজার। ৫০ হাজারে কি কিছু হয় এখন। যাও আর ৪ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে জামিন নিয়ে আস। সত্ত সব অকাল কুসমন্ডল।
Md Hafizur Rahman
২৮ ডিসেম্বর, ২০১৮
যত যাই করুন না কেন, জজ মিয়া নাটককে হার মানাতে পারবেন না।
PEYARUL
২৮ ডিসেম্বর, ২০১৮
Nice joke!!