বিএনপি ৩০ আসন পাবে কি না সন্দেহ: হানিফ

প্রতিনিধি, কুষ্টিয়া ২৯ ডিসেম্বর, ২০১৮

মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবিবিএনপি কোন আসনে জয়লাভ করবে, সেটাই ভেবে পাচ্ছেন না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সারা দেশে মানুষের মধ্যে নৌকার যে জোয়ার, তাতে বিএনপি আদৌ ১৫-২০ বা ৩০টা আসন পাবে কি না, এ নিয়েই যথেষ্ট সন্দেহ আছে তাঁর।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন আসনে প্রচারে অংশ নিয়েছিলাম। সেখানে লক্ষ্য করেছি, প্রত্যেক এলাকায় সাধারণ মানুষের নৌকার প্রতি আগ্রহ। আওয়ামী লীগের প্রার্থীদের প্রতি তাদের (জনগণ) ব্যাপক সমর্থন। এতেই প্রমাণ হয় সারা দেশের মানুষ এখন উন্নয়ন, অগ্রগতি ও শান্তির প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। সারা দেশে নৌকার জোয়ার বইছে। এই জোয়ারে শতভাগ জয়ে আশাবাদী।’

হানিফ বলেন, আগামীকাল (রোববার) জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। কেউ যদি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও নাশকতা করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে দমন করবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, এখন পর্যন্ত এমন একটা আসন দেখা যায়নি, যেখানে বিএনপির প্রতি মানুষের সমর্থনের খুব একটা ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করবে।

মন্তব্য

  • image

    আন্দালিব

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ২০০৮এর অন্যতম সুষ্ঠু নির্বাচনে ৩০ আসন পেয়ে বিএনপি প্রমান করেছিল ৯৫%ওয়ালারাও মাত্র ৩০ আসন পেতে পারে!! হি হি হি

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ২৯ ডিসেম্বর, ২০১৮

      আন্দা লিব আগামী কাল নির্বাচন। সারা বাংলাদেশে একটি নির্বাচনি আসনেও তারা প্রচারনা চালাতে পারে নি। (যেমন একটিও ব্যানার - ফেস্টুন লাগাতে পারে নি চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে, স্লোগান প্রচারনা দূর অস্থ)। এর পর ও আগামী কাল যদি আইন শৃঙ্খলা বাহিনী শুধু পক্ষপাত না করে এতেই ঐক্যজোট ২৫০ টা আসনে জয়ী হবে।

    • image

      Muhammad Shahriar Zaman

      ২৯ ডিসেম্বর, ২০১৮

      20

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    তার মানে বিএনপিকে ৩০ টির কম আসন দেয়ার সিদ্ধান্ত হয়েছে!!!!

    • image

      SOBUJ

      ২৯ ডিসেম্বর, ২০১৮

      সবকিছুতে মানে খোঁজা ভাল না

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আপনার কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ৩০ আসন পেয়ে ছিলেন!

  • image

    দাউদ দস্তগীর

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    এই দিন দিন নয় আরো দিন আছে

  • image

    রিদওয়ান বিবেক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আসন পাবে ৯টি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    জনগণ ভোট দিতে না পারলে ৩০ টা আসনও পাবে না সত্যি। কিন্তু ভোট দিতে পারলে, আপনারা ৩০ টা পাবেন কিনা সন্দেহ আছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    How many exactly sir?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    এত কনফিডেন্স তাও সুষ্ঠু নির্বাচন দিতে ভয়!! গোটা রাষ্ট্রবাহিনী আপনাদের পক্ষে কাজ করলে 30 টা কেন 20 টাও পেতে পারে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    Every thing controlled by them and it is better to quit...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    তাতেই এত ভয়!

  • image

    Awami Sen

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    বেশতো, তাহলে এই বিতর্কিত নির্বচন না করে, একটা ফেয়ার বা গ্রহনযোগ্য নির্বাচন কেন নয়?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আপনারা নিজেরাই ৩০টি আসন পাবেন কিনা সেই হিসাব করুন৷ জোর করে সীল মারা ব্যালট পেপারের মাধ্যমে ক্ষমতার পরিনাম ভয়াবহ হয়৷ ইতিহাস থেকে শিক্ষা নিন৷

  • image

    hasan

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ভোটের পরিবেশ দেখে মনে হচ্ছে ভাল ভোট হবে তারপরও আপনারা এত আতবিশাস পান কোখা তেকে

  • image

    আজিম ইমরান

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    এটা শুধু আপনার একার সন্দেহ না পুরো জাতির সন্দেহ।

  • image

    Masud Parvez

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ৩০ আসনওতো বেশি হয়ে যায়। দেখেন আরো দু চারটে কম দেয়া যায় কিনা।

  • image

    Abu

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ইলেকশন যে ভাবে হইতেছে আওয়ামীলিগ ৩০০ আসন পাওয়া উচিত; ঐক্যফন্ট ১ আসন পেলে ঐক্যফন্ট বিজয়ী

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আপনাদের বক্তব্যেই প্রমাণিত হয় দেশে ভোটের নামে প্রহসন হচ্ছে। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে আপনার দলের, সরকারের বস্তুনিষ্ঠ-যথার্থ সমালোচনা হলেও আপনারা চোখ,কান, বিবেকে তালা দিয়ে নির্লজ্জ-বেহায়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

  • image

    Shahidul Islam

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আপনিই কনফার্ম বলতে পারবেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    হানিফ সাহেব কুষ্টিয়ার যে কি পরিমানে উন্নয়ন করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না, যা বাস্তবে প্রকাশ করা অসম্ভব। প্রকাশ হয় শুধু সপ্নে।!!! (আমাদের এলাকাই উনি ১% ও উন্নয়ন করেন নাই) আমাদের সংসদ আসনের উনি সাংসদ । আমি কোন রাজনৈতিক দলের সমর্থক কোন কালেই ছিলাম না। একজন সাধারণ নাগরিক হিসেবে আজ বলবো, নিরবাচন শুষ্ঠ হলে, হানিফ সাহেব কোনো ভাবেই সাংসদ হতে পারবেন না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    BNP যদি একটাও আসন পায়, সেটাই হবে আওয়ামী লীগের পরাজয় । এত কিছু করার পরও ???? এতো ধরপাকর, মামলা, হামলা, বাধা দেয়া; এর পর ও ৩০ তা সিট পেলে লজ্জা হওয়া উচিত । আওয়ামী লীগের এতো উন্নয়ন , এত কাজ তারপর উপরন্তু বিরোধীদল দমন কি করেও কাজ হল না ????!!!

  • image

    Mahbub

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    নৌকার যে জোয়ার সেটা যেন সুনামী রূপ ধারণ না করে তাহলে কিন্তু আপনারাও ভেসে যেতে পারেন।

  • image

    Shajed

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আপনারা যা দেবেন তারা তাই পাবে। এতে আবার সন্দেহের কি আছে?

  • image

    Milsha

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    জ্বি, আপনারা দয়া করে কয়টা দেন সেটাই দেখার বিষয় - জাতীয় পার্টির চেয়ে বেশি না কম।

  • image

    শাহিনুর ইসলাম

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    হানিফ সাহেব, সব আপনাদের দোয়া। আপনারা দিলে অন্যরা পাবে, না দিলে পাবে না। কারন সকল ক্ষমতার উৎস আপনারা!!! ওয়েট করেন, জনগন যে দিন আপনাদের দিবে, রাখার কোথাও স্থান পাবেন না।

  • image

    Shofi A Chy

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    সুষ্ঠ ভোট আর সঠিক গনণা হলে আপনার পরিনতি কি হবে ভেবে দেখুন।

  • image

    Muhammad Shahriar Zaman

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    30, is a lot bigger number. if they got 30 than you lost

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি কয়টা সিট পাবে? এতো নিয়ন্ত্রিত নির্বাচন এর আগে বাঙলাদেশ দেখে নাই। এরপরেও যদি ৩০টা সিট পায়, তাই বা কম কি? আপনারা বলতে পারবেন শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করেছে, আমরা খালেদার অধীনে নির্বাচন করি নাই। কিন্তু গণেশ উলটে গেলে কি করবেন? তখন আপনার সিট থাকে কিনা সেইটা দেখেন!

সব মন্তব্য