বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে: ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও ২৯ ডিসেম্বর, ২০১৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ সব সময় কঠিন পরিস্থিতি বদলে দিয়েছে। এবারও জনগণ ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি বদলে দেবে। জনগণের যে আশা, তা তাঁরা পূরণ করবেন।

আজ শনিবার বেলা ১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কে এম কামরুজ্জামান সেলিমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। কর্মীদের জন্য শেষ বার্তা দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।

এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল শুক্রবার বিএনপির যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। আবার জানাব। তারপরও আমাদের সাধারণ ভোটার ও কর্মীদের কিন্তু হতাশ করতে পারবে না।’

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনো বিরোধ নেই। এগুলো সরকারের কূটচাল। একেবারে অমূলক ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। আপনারা তো জানেন, আজকাল এই যে সাইবার ওয়ার, যে যেভাবে পারছে করার চেষ্টা করছে। বিএনপিতে কোনো দ্বিমত নেই। বিএনপি নির্বাচনে গেছে, নির্বাচন করছে। বিএনপি শেষ পর্যন্ত সংসদ নির্বাচনে থাকবে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবদুল হালিম ও অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • image

    Mohammad Alamgir

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    good

  • image

    Rawnak Mustafa

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    আমার তো মনে হয় রাত ১২ টার সময় শুনতে পাবো যে - বিএনপি নির্বাচন বর্জন করছে এবং তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      Only AL and Allah knows.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      আপনার কথা সত্যি হলো না দাদা ! বিএনপি কোন সময়ই ভুল করেনি , সেই ২০১৪ সালে ও না । সে সময় যদি ভোট বর্জন না করতো তাহলে আ’লীগের জোরজবরদস্তিতন্ত্রের বৈধতা দেয়া হতো । আর এবার যদি বর্জন করতো তাহলে এরা যে কি ‘জিনিষ,’ এদের জবরদস্তিতন্ত্রে প্রকৃত রূপ কি বিবেকবান বিশ্ব প্রত্যক্ষ করতে পারতো ? প্রমান কি হয়নি ২০১৪ সালের ভোট বর্জ ন করা বিএনপির ভুল ছিল । শতভাগ নিশ্চিত আপনি মানে এ পাতার মালিক এটা প্রকাশ করবেন না । হ্যাঁ , তবে কোথা ও জমা রাখবেন এ সব মন্তব্য গুলো ,

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      ’প্রমান কি হয়নি ২০১৪ সালের ভোট বর্জ ন করা বিএনপির ভুল ছিল না ? ‘ আমার আগের মন্তব্যে ‘না’ কথাটা বাদ গিয়েছিল । যদি মন্তব্যটা প্রকাশ করেন তবে ’না’ কথাটা যোগ করে দিয়েন , যদি সৎ ও বিবেক বান হয়ে থাবেন । যদিভোট বর্জ ন করা বিএনপির ভুল ছিল ।যদি ও আমি নিশ্চিত আপনি কোনটাই এটা প্রকাশ করবেন না।

  • image

    Imran

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    Good, stand still at the end. At least to show how Awami League will steal our vote.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    পৃথিবী সাহসী মানুষের জন্যে।

  • image

    hasan

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ভোটের পরিবেশ ভাল বিএনপি ভাল কিছু পেতে পারে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    দেশকে সবসময় বদলে দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী মুষ্টিমেয় কিছু মানুষ ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    পৃথিবীকে সবসময় বদলে দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী মুষ্টিমেয় কিছু মানুষ । আমরা এদের একজন হব ।

  • image

    নাসিম

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    ভোট ডাকাতি নিপাত যাক

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    যে যতই বলুক বিএনপি ৩০ টি আসন পাওয়ার মত যোগ্য দল।

  • image

    Jahangir Alam

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    বি এন পি ফাটা বাঁশের ছিপায় পরে গেছে, এখন পালাবার পথ নাই ।

  • image

    Sengupta

    ২৯ ডিসেম্বর, ২০১৮

    এই নির্বাচন বিএনপিকে নতুন রূপ দেবে। নতুন বাস্তবতার মুখোমুখি দাড় করাবে। সবচেয়ে বড় কথা, এই নির্বাচনের যে ফলাফল হোক না কেন? এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পরিবর্তিত হতেই হবে। তাকে জামাতসহ যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত নিতেই হবে। তাকে বাস্তবতা এবং আত্মউপলব্ধি করতে হবে।

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ধন্যবাদ! শেষ পর্যন্ত টিকে থাকুন। নিশ্চিত থাকুন। বিজয় আপনাদের হবে। মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আওয়ামীলীগের স্বৈরাচারী মুখোশটা খুলে দিতে হলেও আপনাদের মাঠে থাকতে হবে।

  • image

    মেহেদীNYC

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বর্জন করে নিজেদের চুড়ান্ত ধ্বংস নিজেরাই ডেকে আনবেননা, এই পরিবেশে ৭০-৮০টি আসন দখলে নিতে পারলেই সেটা দলের জন্য বিরাট বিজয়।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Wish you good luck.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    শেষ পর্যন্ত থাকেন বা সরে যান যাই করেন আর রাজনীতিতে সহিংসতা আনবেন না। ঘৃনা বাদ দেন।জংগিবাদকে লালন করবেন না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নির্বাচনের পরে পূর্নিমাদেরকে ঘর ছাড়া করবেন না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    স্বন্ন দেখতে ক্ষতি নাই । একটাই ভয় ইলেকশনের পরে সংখ্যালঘু্দের ঘর বাড়ি ক্ষতি কইরেননা

  • image

    বিপ্লব ( কুয়াকাটা )

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এটা বিএনপিকে অস্তিত্ব রক্ষার ভোট , নইলে ইতিহাসের পাতায়।

  • image

    Sohel

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    থাকেন | কে নিষেধ করেছে? তবে ড. কামালের বিএনপি-জামাতকে পুনর্বাসন করার এই প্রকল্প জনগন সফল হতে দিবে বলে মনে হয়না |

  • image

    A.K.M.OBAIDULLAH

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এইবার না থেকে কি উপায় আছে ? তবে এবারের চেয়ে কি ২০১৪ সালে পরিস্থিতি খারাপ ছিল ? তাহলে সেবার কেন বর্জন করে জ্বালাও পোড়াও করে, ২০১৫ সালে পেট্রোল বোমাবাজি করে ১৫০ মানুষকে পুড়িয়ে মারা হোল সেটা ভোটাররা এবার বিবেচনা অবশ্যই করবে ।

  • image

    md Faruk

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Bnp is the peoples party

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর লোকটির জন্য আমার অনেক শ্রদ্ধা। ফোনালাপ থেকে ..বোঝা যায়, যখন বিএনপিতে মওদুদের মত কুটবুদ্ধির নেতারা তাকে ধমকাচ্ছে, জোর করছে, যখন তারেক জিয়া থেকে মওদুদেরা ভোটের নাম করে আন্দোলন করে অরাজক পরিস্থিতি তৈরি করি করার পক্ষে তখন ফখরুল ইসলাম এবং ড. কামাল হোসেনেই আজকের এই নির্বাচন সম্ভব হতে দিচ্ছে। আমি লীগের সমর্থক হলেও আপনাকে ভোট দিতাম।

  • image

    Awaal Ostad

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Get rid of these old uneducated woman as the party head and you'll have better chances to get elected. This dead horse is completely useless.

  • image

    বিপ্লব ( কুয়াকাটা )

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আবার ওদিকে বলতেছে, এই নির্বাচন অর্থহীন। রাজাকারদের সঙ্গে মিশে তারা যে কত রঙ্গ করছে!

সব মন্তব্য