নোয়াখালীতে ভোটকেন্দ্রে হামলা, প্রিসাইডিং কর্মকর্তা আহত

প্রতিনিধি, নোয়াখালী ৩০ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের ইবতেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রে গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে হামলা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় থানা-পুলিশ বলছে, হামলাকারীরা বিএনপি-জামায়াতের সমর্থক।

জানা গেছে, ২০০ থেকে ৩০০ লোকের একটি দল ওই কেন্দ্রে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বেশ কজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এতে মাহমুদুল হাসানসহ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাতজন কর্মকর্তা গুরুতর আহত হন। মাহমুদুল হাসানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয় রাতেই। আহত ব্যক্তিদের মধ্যে অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে সময় তারা নির্বাচনী সরঞ্জামও লুট করে নেয়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবদুস সামাদ বলেন, বিএনপি-জামায়াতের ২০০ থেকে ৩০০ লোক ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচনের মালামাল নষ্ট করে। এতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গুরুতর আহত হন।

হামলার পরে ওই কেন্দ্রে ভোট হবে কি না, আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ওই এলাকার পরিস্থিতি এখনো থমথমে বলে জানা গেছে।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Typical BNP-Jamat work.

  • image

    MMKhan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    প্রথম-আলো, পুলিশ ছাড়া আর কাউকে জিজ্ঞেস করার পেলেন না? পুলিশ কী বলবে সেটাতো আমরা ইতোমধ্যেই জানি, নতুন করে জানানোর কী আছে?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ‌কেম‌নে সব নি‌শ্চত কইয়া দি‌লো? তদন্ত কই? হায়‌রে পু‌লিশ!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      যেভাবে " জজ মিয়া " কাহিনী নিশ্চিত হয়েছিলো !!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    BNP-Jamat.....can't organize movement ....but they can terrorize...very typical

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিএনিপি জামাতের আসল চরিত্র!

  • image

    Humayun Kabir

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি-জামাতের একমাত্র সম্বল সন্ত্রাস আর টাকা। জনসমর্থন আস্তে আস্তে শূণ্যের কোঠায় নামছে। এবার এই সন্ত্রাসী দল নিশ্চয়ই ফাকিস্তানে পালাবে !!

  • image

    Shajed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ওসি আবদুস সামাদ বলেন, বিএনপি-জামায়াতের ২০০ থেকে ৩০০ লোক ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচনের মালামাল নষ্ট করে । কাউকে গ্রেপতার করেছেন? না করলে বোঝাই যাচ্ছে, তারা কোন দলের।

  • image

    Amirul Islam

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ১০০% এটা বিএনপি-জামায়াতের কাজ যদি তাই না হতো নিশ্চয় প্রথমআলো আওয়ামী লীগের নামে হেডলাইন করতো।

  • image

    Humayun Kabir

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    জামাত-বিম্পির সন্তাসী গ্রুপ আবার তাদের খুনী চরিত্রে ফেরত এসেছে সুতরাং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে এই স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের জন্য ক্রসফায়ারের আয়োজন করে দোজখে পাঠিয়ে দেওয়া তাহলে সাধারণ জনতা শান্তিতে থাকবে

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    "ওসি আবদুস সামাদ বলেন, বিএনপি-জামায়াতের ২০০ থেকে ৩০০ লোক ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচনের মালামাল নষ্ট করে।" হায়রে পুলিশ! কিছু বলার ভাষা নেই! যে বা যারাই এই কাজ করুক, খুবই জঘন্য কাজ করেছে। পুলিশের উচিত ছিল আগে তাদের গ্রেফতার করা, তদন্ত করা এর পর বলা কারা করেছে। পুলিশ প্রতিটি ঘটনার পরই যেভাবে বিএনপি-জামাত বলে গলা ফাটাচ্ছে তাতে বোঝাই যায় ঘটনা কারা ঘটনাচ্ছে এবং পুলিশ কাদের পক্ষে কাজ করছে!

  • image

    ইমরুল

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি-জামায়াত হামলা করলে পুলিশের গুলিতে অনেকেই নিহত ও আহত হত। এখানে যেহেতু প্রিসাইডিং অফিসার আহত হইছে সেহেতু হামলা যে আওয়ামী লীগ করেছে কোন সন্দেহ নাই।

    • image

      Ruhul

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      Right

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    পুলিশ,র্যাব,বিজিবি কোথায় ছিলো?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Where was the police then??

সব মন্তব্য