মুন্সিগঞ্জে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি, মুন্সিগঞ্জ ৩০ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের পিটিআই প্রশিক্ষণ বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে বাইরে থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এসে কেন্দ্রের ভেতরে ঢুকে বিএনপির এজেন্টদের বের করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছি। এ সময় দেখি কয়েকজন আওয়ামী লীগের কর্মী সমর্থক এসে কেন্দ্রের ভেতর ঢুকে বিএনপির এজেন্টদের কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। তাঁদের হুমকিও দেওয়া হয়—তারা যেন ভেতরে আর না আসেন।

মুন্সিগঞ্জ-১ আসনের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বিনোদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্টদের মারধরের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মন্তব্য

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হোক।

  • image

    MMKhan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামীলীগ যে সব অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড করে, আগে এবং পরে সেগুলো নিয়েই এক প্রস্থ অভিযোগ সেরে নেয় যাতে বিএনপিকে দোষ দেওয়া যায়! বাকিটাতো সকল কাজের কাজী পুলিশ নিজ দায়িত্বে সেরে নেয়!!!

  • image

    Muzib Rahman

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    If you would ask the matter to 71TV then their reply would be something talented and creative.

সব মন্তব্য