নোয়াখালীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

বিশেষ প্রতিনিধি ৩০ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালী-৩ আসনে বেগমগঞ্জে পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭৪ জন। স্থানীয় সূত্র জানায়, ৩০ থেকে ৩৫ জনের একটি দল ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করার পর কর্তৃপক্ষ ভোটগ্রহণ স্থগিত করে।

মন্তব্য

  • image

    Shajed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Hats off to that presiding officer!

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কেউ বলল না এগুলো বিএনপি-জামাতের কাজ? আমা কেন্দ্রে আমি ভোট দিয়ে আসলাম। কেন্দ্রে তো দূরে থাক রাস্তাতেও কোন ধানের শীষের লোক দেখলাম না। যারা আছে সবাই নৌকার আইডি পরা। এমনকি কিছু বাচ্চাকেও দেকলাম নৌকার আইডি পরে হোম্বি-তোম্বি করে বেড়াচ্ছে। শুধু দুইজন হাত পাখা মার্কার আইডি পরা লোক দেখলাম। এই যখন অবস্থা তখন কি করে বিএনপি-জামাতের লোকেরা সব কিছু দখল করে নেওয়ার ক্ষমতা দেখাতে পারে?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      আপনার হিসাব নোয়াখালীতে মিলবে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ব্যালট পেপারগুল কি অন্য কেন্দ্রে ব্যাবহ্রিত হবে ?

সব মন্তব্য