ময়মনসিংহে ভোট চলছে, ঝামেলা নেই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮

ময়মনসিংহে সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। শহরের দুটি কেন্দ্র ঘুরে এখনো পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ হতে দেখা গেছে।

শহরের সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্র গিয়ে দেখা গেছে, ভোটাররা ভোট দিতে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সারিও দেখা গেছে। ভোট দিয়ে আসার পর মকবুল হোসেন নামের একজন বলেন, ভোট দিতে কোনো অসুবিধায় পড়তে হয়নি।

কলেজিয়েট স্কুল কেন্দ্রে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী আবু ওহাব আকন্দ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আশপাশের কেন্দ্রগুলোয় এখনো পর্যন্ত বড় সমস্যা না হলেও আকুয়াসহ কয়েকটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাল ভোট দেওয়ার কথাও জানতে পেরেছেন তিনি।

পাশের বিদ্যাময়ী সরকারি উচ্চবিদ্যালয়ের কেন্দ্রটি নারী ভোটারদের জন্য। সেখানে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছিল।

মন্তব্য

  • image

    দাউদ দস্তগীর

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ত্রিশটা ছিট পাবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    মুক্তাগাছায় বিভিন্ন গ্রামের খবর শোনলাম ইতিমেধ্যে ভোট শেষ হয়েছে।

সব মন্তব্য