পটুয়াখালী সদরের কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই

নিজস্ব প্রতিবেদক ৩০ ডিসেম্বর, ২০১৮

পটুয়াখালী পৌর এলাকার পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে ভোটারদের দীর্ঘ সারি। পৌর এলাকা, পটুয়াখালী, ৩০ ডিসেম্বর। ছবি: শংকর দাসপটুয়াখালী সদরের ভোট কেন্দ্রগুলোতে বিএনপির কোনো এজেন্ট নেই। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, দলটির পক্ষ থেকে কোনো এজেন্ট দেওয়া হয়নি। 

আজ রোববার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সাতটি কেন্দ্র ঘুরে এই চিত্র পাওয়া গেছে। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল মোটামুটি।
পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো, সানোয়ার হোসেন সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, বিএনপি আগের দিন জানিয়েছিল যে তারা এজেন্ট দেবে। সকালে তাদের দুজন এলেও এখন নেই।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এজেন্ট থাকলে সমস্যা হবে যখন ভোট গণনা শুরু হবে তখন। তাই কোথাও কোথাও এজেন্টদেরকে ঢুকতেই দিচ্ছে না আর কোথাও কপথায় এখনও রাখছে। তবে এটা নিশ্চিত যে ভোট গণনা শুরুর সাথে সাথে (মানে বিকেল ৪ টার ঠিক পর পরই) ওদেরকে পিটিয়ে বের করে দেওয়া হবে।

  • image

    MMKhan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    মামলা হয় নাই এমন যারা এজেন্ট হিসেবে যাচ্ছে তাদেরকে নিজের ও পরিবারের নিরাপত্তার হুমকি দিয়ে বের করে দিচ্ছে!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এটা পুরানা ট্রিক্স। এজেন্ট অনুপস্থিত রাখা হলে পরে ভোট গণনায় অভিযোগ দেয়ার সুবিধা হয়।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বনানী বিদ্যানিকেতন কেন্দ্রেও আওয়ামী লীগ ছাড়া আর কারো এজেন্ট দেখলাম না,

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩১ মার্চ, ২০১৯

    বিএনপির এজেন্ট না দিয়েই অভিযোগ করার পন্থা খুঁজে রাখে

সব মন্তব্য