রাঙামাটিতে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

প্রতিনিধি, রাঙামাটি ৩০ ডিসেম্বর, ২০১৮

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসেরউদ্দিন (৩৬) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ঘাগড়া ইউনিয়নের কাসখালী এলাকায় দুই দলের মধ্যে এই সংঘর্ষ হয়।

হামলায় গুরুতর আহত বাসের উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ হামলায় ১৫ জন আহত হন।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ঘাগড়ায় সকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত।

মন্তব্য

  • image

    Rawnak Mustafa

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভোট শুরুও হয় নাই, দলও ক্ষমতায় যেতে পারে নাই এখনও - এর আগেই এরকম সহিংসতা! এই দলটা ক্ষমতায় গেলে তো রক্ত গঙ্গা বইয়ে দেবে দেশে। তোফায়েল স্যার ঠিকই বলেছেন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      এটা অন্তরদন্দ মনে হয়। লীগেরা নিজেরা নিজেদের মেরেছে।

সব মন্তব্য