এবারের নির্বাচনে আনন্দ আছে: অর্থমন্ত্রী

সিলেট অফিস ৩০ ডিসেম্বর, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ফাইল ছবিঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটে আনন্দ ছিল না। এবার ২০০৮ সালের মতো নির্বাচন হচ্ছে। তাই এবারের নির্বাচনে আনন্দ আছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ও মুহিতের ভাই একে আবদুল মোমেন এ সময় সঙ্গে ছিলেন।

আজ ভোট দেওয়ার পর মুহিত বলেন, সিলেট-১ আসনে আমরাই জিতব।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, সিলেটে কয়েকটি কেন্দ্র আমি পরিদর্শন করেছি। সব কেন্দ্রেই বিএনপির এজেন্ট ছিল। আমি জিজ্ঞেস করেছি, এখানে বিএনপির এজেন্ট কারা? তাঁরা হাত তুলে বলেছেন, আমরা এজেন্ট।

এর আগে এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির অভিযোগ করেন, বিভিন্ন জায়গা থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

মুক্তাদিরের এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মোমেন বলেন, বিএনপি তো অভিযোগ করবেই। তারা সব সময় অভিযোগ করে।

 

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিরাট আনন্দ!!!!!!! বোটের ভোটাররা যে ভাবে বাধাহীনভাবে ভোট দিচ্ছে তাতে আনন্দ না থাকার কোন কারণ নেই।

  • image

    রিদওয়ান বিবেক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    প্রতিপক্ষকে প্রচারবিহীন রাখার মধ্যে আনন্দ আছে বৈকি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ঠিক আসলেই অভিযোগ এবং নাটক করা ছাড়া এদের (বিএনপি) আর কোনো কাজ নেই ।

  • image

    Sengupta

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি তো অভিযোগ করবেই। তারা সব সময় অভিযোগ করে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হুম ঘরে বইসে অনেক আনন্দ পাচ্ছি। নিজের ভোট নিজের কষ্ট করে দেওয়া লাগতেছে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Just want to say Rubbish! Stupid! Nonsense!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আপনাদের জন্য সেটা। কারণ আপনারাই তো জিততেছেন। তবে এতটা উতলা হয়েন না - ভোট গ্রহণ তো শুরু হয়েছে। ভোট গণনার আগেই উল্লাস প্রকাশ করলে সবাই বুঝে ফেলবে যে আপনারা মেকানিজম চালিয়েছেন। একটু রয়ে সয়ে স্যার।

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আসলেই আনন্দ আছে। শতভাগ নিয়ন্ত্রিত নির্বাচনের আনন্দ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    রাবিশ! কমপ্লিটলি রাবিশ!!

  • image

    Samama

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Really i am very very delighted not to able cast my vote.

  • image

    Deepak Eojbalia

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    He rightly say.

সব মন্তব্য