নোয়াখালীতে দুটি কেন্দ্রে ভোট বন্ধ, আনসারের অস্ত্র লুট

প্রতিনিধি, নোয়াখালী ৩০ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়নের ৫৩ নম্বর নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের মারধর করে আটটি ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম লুট করার ঘটনা ঘটে। একজন আনসার সদস্যের কাছ থেকে ১০টি গুলিসহ একটি শটগান ছিনিয়ে নিয়েছে তারা। এতে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে।

সকাল ১০টার দিকে একই ইউনিয়নের পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনায় ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে। ওই ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মন্তব্য

মন্তব্য নেই