খুলনা-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, খুলনা ৩০ ডিসেম্বর, ২০১৮

ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার নির্বাচন বর্জন করেছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০ টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, দলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তারের ঘটনাগুলো রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি ভোট বর্জন করছেন। তিনি বলেন, ‘অবৈধ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বৈধ করতে তিনি রাজি নন।’

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দলীয় সিদ্ধান্তের বাইরে নিজে ভোট বর্জন করা ঠিক নয়।দলীয় শাস্তির ব্যবস্তা করা উচিত।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ব্যক্তিগতভাবে আমি খুশী। কিন্তু এটা গণতন্ত্র না।

  • image

    Rawnak Mustafa

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    শুরু হয়ে গেছে বর্জনের ধারা। বিকেল ৪টার আগে ২৯৯ জনই বর্জন করে ফেলবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বর্জন তো করবেনই। যখন দেখেছেন রাজাকারকে লোকে ভোট দিচ্ছে না, তখনই তিনি ভোট বর্জন করলেন। এর নাম বিএনপি জামায়াত। হায়রে কপাল!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    congrats. your photo is published in newspaper.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    পরাজয় নিশ্চিত জেনেই উনি ভোট বর্জন করলেন।

সব মন্তব্য