শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে: রওশন এরশাদ

মোশতাক আহমেদ ও কামরান পারভেজ, ময়মনসিংহ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮

রওশন এরশাদ। ফাইল ছবিজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। জনগন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। তিনি বলেছেন, তাঁরা আশাবাদী মহাজোট ক্ষমতায় আসবে।

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ শহরের রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকের তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ ময়মনসিংহ সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ- ৪ আসনের মহাজোটের প্রার্থী। তিনি এখানে লাঙল প্রতীক নিয়ে লড়ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু ওহাব আকন্দ। রওশন এরশাদ বলেন, ভোটের ফলাফল যা হবে, তা তিনি মেনে নেবেন। সব সময় তিনি ফল মেনে নিয়েছেন।

এর আগে এ আসনে বিএনপির প্রার্থী আবু ওহাব আকন্দ অভিযোগ করেছিলেন, আকুয়াসহ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আবার সেখানে জাল ভোট দেওয়া হচ্ছে।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। বিএনপির প্রার্থী অভিযোগ করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন আসলে কী ঘটনা সেখানে ঘটেছে। এ সময় নিজের বিজয়ের বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য

  • image

    Sheikh Mujeeb

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    I have only one comment...shame shame

সব মন্তব্য