বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট: কাদের

বাসস ৩০ ডিসেম্বর, ২০১৮

ওবায়দুল কাদের। ফাইল ছবিআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোটারেরা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। দু–একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।

আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে নিজ নির্বাচনী কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার উদয়ন প্রি–ক্যাডেট একাডেমিতে ভোট দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তাঁর নির্বাচনী এলাকায় জনগণ যে রায় দেবেন, তা তিনি মেনে নেবেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভোট ডাকাতির উতসব চলছে! আমার ভোটা আমি দিতে পারলাম না। সারা রাত ভোট কেন্দ্রে বোমা ফুটেছে। যশোরের বেশির ভাগ কেন্দ্র দখল হয়ে গেছে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      তাতে আপনার কি আপনি বাড়িতে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকুন

  • image

    M Borhan Uddin Ratan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সারারাত সন্ত্রাসীদের দিয়ে বিএনপির নেতাদের বাড়িঘরে হামলা ভয়ভীতি দেখিয়ে এখন গণমানুৃষের ভোটের অধিকার হরণ করে এখন বলঝে শান্তপূর্ণ নির্বাচন হচ্ছে

  • image

    গোপাল বোষ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নির্বাচনের আগে ভয় দেখিয়ে, মামলা করে, জেলে ঢুকিয়ে এমন আতংক আপনারা তৈরি করেছেন যে, বিএনপির মত এত বড় দলের জন্যও এজেন্ট খুঁজে পাওয়া যায়না। আর আপনারা বলছেন বিএনপি এজেন্ট দিতে পারছে না? আপনারা কেন এগুলো করেছেন, তা জনগণ জানে। জবরদস্তি করে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় থাকা যায়না।

  • image

    গোপাল বোষ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সবাই ভোট দেন। দেশ স্বাধীন করেন।

  • image

    ARIFUR RAHMAN

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দেশ এখন ডিজিটাল তাই সময়ের আগে ভোট হয়ে যাচ্ছে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ২/১ টি বিচ্ছিন্ন ঘটনায় ইতিমধ্যেই ১৩ জন নিহত !!!! চমৎকার ইলেকশন হচ্ছে..!! নির্বাচন এবং গনতন্ত্র এই ২ টি শব্দ বর্তমানে সবচেয়ে হাস্যকর শব্দ..

  • image

    ahmed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বাংলাদেশের ইতিহাসের আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে । ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে । আওয়ামীলীগের দলীয় ক্যাডার গণহারে সিল মেরে ভ্যালেট বক্স ভরতেছে ।।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হুম। আমার শাশুড়ি ঘোড় আওামীলীগ ওনার কাছ থেকে যখন শুনি ওরা এগুলো কি করতেছে.. ছিঃ। তখন বুঝা যায় কেমন উৎসব। সুষ্ঠু ভোট হলে আমি ভোট টা নৌকাতে দিতাম কিন্তু আপনারা সে সুযোগ আমাকে দেননি.. ধন্যবাদ।।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    লজ্জা করা উচিত। রাতের ভোটে আপনারা জিততে চলেছেন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিনা ভোটের সরকার থেকে রাতের ভোটের সরকার।

    • image

      aryan rahman

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      জি কাদের সাহেব উৎসব শুধু আপনার দলের লোকেরা করেছে, ভোট কাটার উৎসব। সাধারণ জনগণ তো ভোট ও দিতে পারেনাই।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ‌বি‌চ্ছিন্ন, ত‌বে তা হ‌লো ভোটার‌দের ভোট কে‌ন্দ্র থে‌কে বি‌চ্ছিন্ন করার ঘটনা ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কি আনন্দ আকাশে বাতাসে

  • image

    motasim billah

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    লজ্জা নামক শব্দটি দুনিয়াতে আর নাই

  • image

    গোপাল বোষ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আগের টেপ রেকর্ডার। আওয়াজ ভালো না।

  • image

    Golam

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Your days are coming soon , ..... where do you fly ? Be prepared for it !!

  • image

    গোপাল বোষ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    গণতন্ত্র বাংলাদেশ থেকে উঠে গেছে জানতাম, কিন্তু লজ্জা সরমও যে এভাবে দেশান্তর হয়েছে, তা জানতাম না।

    • image

      Abu Kasim Limon

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      অতি সঠিক কথা।

  • image

    shadat

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ২০১৮ রাতের ভোটে নির্বাচিত হচ্ছেন !

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নির্বাচনের আগে ভয় দেখিয়ে, মামলা করে, জেলে ঢুকিয়ে এমন আতংক আপনারা তৈরি করেছেন যে, বিএনপির মত এত বড় দলের জন্যও এজেন্ট খুঁজে পাওয়া যায়না। আর আপনারা বলছেন বিএনপি এজেন্ট দিতে পারছে না? আপনারা কেন এগুলো করেছেন, তা জনগণ জানে। জবরদস্তি করে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় থাকা যায়না।

  • image

    At@ur

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এত ঘটনা ঘটে যাওয়ার পরেও সেগুলো বিচ্ছিন্ন ঘটনা? হাসি পাচ্ছে।

  • image

    সফিকুল ইসলাম সজিব

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নিরবাচন হলো ২০১৮ সালের নিরবাচন। বিগত সব রেকর্ড ভংগ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আজ ভোট হয়নি। হয়েছে জোর করে জনরায় ডাকাতির মহোৎসব। সহায়তা করেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী, ফিল্ডিং করেছে জবরদখলকারীরা।

  • image

    Ekram Taj

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    উৎসবমুখর পরিবেশে ভোট ডাকাতি হয়ে গেলো।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দেশে .... লোকের অভাব নেই।

  • image

    Zulfikar

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হাসতে মানা।

  • image

    At@ur

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কষ্ট লাগলো, আওয়ামী লীগে কি এমন একজনও নেই যে প্রকাশ্যে বিরোধী প্রার্থীকে চ্যালেঞ্জ করতে পারে আমি আমার আসনে গত ১০ বছরে এত এত কাজ করেছি, আমি গত এত বছর ধরে এই আসনে এমপি হিসাবে আছি, আমি আওয়ামী লীগের বর্ষীয়ান ও হেভিওয়েট প্রার্থী। সুতরাং আমি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। আসো আমাকে চ্যালেঞ্জ করো। দেখো আমার চেয়ে বেশী জনপ্রিয়তা দেখাতে পারো কি না? আফসোস জেতার জন্য সবাই দুই নম্বরি করলেন। প্রশ্ন জাগে এরা কিভাবে নিজেদের জনপ্রিয় নেতা দাবী করে?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এই উংসবটা নির্বাচনী প্রচারনার আগে থেকেই ছিল।ভোটটা হল শুধু নামমাত্র।সবাই ভাল করেই জানে কারা এবার ক্ষমতাই আসছে। ১৩ জন মরার পর উনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। এমন লোকই আমাদের দেশের রাজনৈতিক নেতা। যাদের কাছে এদের জীবনের কোন মূল্য নাই। আবার এদেরকেই আমরা নেতা মানি।এমন নেতা যতদিন আমাদের মাথার উপর থাকবে ততদিন আমাদের কোন উন্নতি হবে না। শুধু কথায় কথায় উন্নয়নের জোয়ারে ভেসে যাব।

  • image

    rebel Pazi

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলমের কোন খবর নাই ? কাদের সাহবের নিউজ আর পরতে ভালো লাগে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আপনারা আপনারাই তো। উৎসব মুখর তো লাগবেই। ভাল মত সিল মারতে পারছেন।

  • image

    NAhmed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সহিংসতায় যে ১৩ জনের প্রাণ গেলো এর দায় আওয়ামী লীগ সরকারের ও ইসি'র. আওয়ামী লীগের অধীনে উৎসব মুখর নির্বাচন সহিংসতায় ১৩ জনের প্রাণ গেলো!

  • image

    ABDUL MAJID QUAZI

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ঠিকই বলেছেন। তবে বিরোধী দলের এজেন্টকে কেন্দ্রে যেতে না দিয়ে।

  • image

    Himu

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভোট আপনারা করেছেন কিন্ত এই ভোটে জনমতের প্রতিফলন হয়নাই।

  • image

    নিউটন

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আপনার মুখের কথা আপনার নিজের যে বিশ্বাস হয় না তা আমরা বিশ্বাস করি। যেখানে দেশের মানুষ স্বয়ং প্রত্যক্ষদর্শী সেখানে কাকে বুঝ দিবেন? জনগণ হয়ত চুপ থাকবে তাদের কাছে ক্ষমতা নেই বলে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু জনগণকে মিথ্যা দিয়ে তাদের মনে বিশ্বাস জাগাতে পারবেন না।

  • image

    HASAN

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আমি এই ব্যাক্তির আসনের ভোটার। উনি বৈধভাবে পাঁচশত ভোট ও পেয়েছেন কিনা সন্দেহ। ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটারদের দূরের কথা, স্বয়ং মওদুদ আহমেদকেই উনি ঘর হতে বের হতে দেননি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভ্যালারে নন্দ, ক্ষমতায় থাক চিরকাল...!!

  • image

    FaruQue Khan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    উৎসব টা কার?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আমরা জানতাম ভোট চুরি দিনে হয়. রাতেও করা যায় তা জানা ছিল না. আপনারা তা করে দেখালেন, অবশ্য এ কারনে একটা উপকার হয়েছে মানুষ মারা গেছে কম, কম বললে ভুল হবে একজন মারা গেলেও তা অনেক ভারী যে মা সন্তান হারিয়েছে, যে সন্তান তার বাবা হারিয়েছে, যে স্ত্রী তার স্বামী হারিয়েছে.

সব মন্তব্য