‘আ.লীগও আমার মতো প্রার্থীকে ভয় পায়’

খোরশেদ আলম, বগুড়া ৩০ ডিসেম্বর, ২০১৮

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার দুপুরে বগুড়ার একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফ করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। হিরো আলম সিংহ প্রতীকে নির্বাচনে ছিলেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ-ছাত্রলীগের লোকজন ভোটারদের বের করে দিয়েছে। নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে। নির্বাচনে নন্দীগ্রামে তাঁর ওপর হামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে কোনো সহায়তা করেনি।

হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগও স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে দেখে ভয় পায়। ওরা আমার মতো প্রার্থী দেখে ভয় পায়। কেন্দ্র দখল আর হামলার ভোট আমি মানি না। ভোট বর্জন করলাম। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। ’

ভোট সুষ্ঠু হলে বিজয়ী হতে বলে আশাবাদ ব্যক্ত করেন হিরো আলম। তিনি বলেন, নন্দীগ্রাম একাধিক ভোট কেন্দ্রে দুপুর ১২ টার আগেই ভোট ব্যালট হয়ে গেছে। এটা তো সুষ্ঠু ভোট নয়। বিভিন্ন কেন্দ্রে গিয়ে অভিযোগ পেয়েছি, ভোটারদের বলা হচ্ছে, নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়া যাবে না। নৌকায় ভোট না দিলে ভোটারদের ভোট কেন্দ্রে থাকার দরকার নেই বলে হুমকি দেওয়া হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে উচ্চ আদালতের তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে গত ১৫ ডিসেম্বর বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের হাতে পছন্দের 'সিংহ' প্রতীক তুলে দেন।

হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৮ নভেম্বর নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।
এ আসনে মহাজোটের প্রার্থী জাসদের সাংসদ একেএম রেজাউল করিম তানসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ধানের শীষ নিয়ে লড়ছেন মোশারফ হোসেন।
বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা দেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন। ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউড পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান।

২০১৬ সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে প্রকাশ করেন। এ নিয়ে বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডের মতো ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাঁকে নিয়ে প্রতিবেদন করে। সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়।
গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়, তার একটি তালিকা করে ইয়াহু ইন্ডিয়া। জরিপে দেখা গেছে, ‘সুলতান’ ও ‘দাবাং’ তারকাখ্যাত সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে। এবারের বাংলাদেশে নির্বাচনেও গুগল সার্চে শীর্ষে রয়েছেন হিরো আলম।

মন্তব্য

  • image

    Imran Qatar

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    চুপ কর বাপু! ছাত্রলীগ মারবে।

    • image

      A.K.M.OBAIDULLAH

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      খামোশ , দেখে নিব ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    What this CEC will do from tomorrow?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      নির্বাচনে সব দল অংশ নিয়েছে,এই আনন্দে সিইসি আজ রাতে ঘুমাবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বাহ! প্রথমআলো। আর কি কি নিউজ আছে? আওয়ামীলীগ বিরোধী আর কি নিউজ আছে?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      কাপুরুষ ও মহাপুরুষ আওয়ামী

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      ‌কেন আওয়ামী বি‌রোধী কোন নিউজ ছাপা যা‌বেনা?

    • image

      Golam Wadud

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      কেন জনাব? আপনার গা জ্বালাপোড়া করছে কেন??

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দ্যা রিয়েল হিরো ।

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দ্যা রিয়েল হিরো । আপনি কতগুলো ভোট পান দেখার ইচ্ছা ছিল।

  • image

    RAHAT ZAKIR

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এমনিতেই সার্কাসে দর্শক বেশি হয়।

    • image

      dipu

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      আওয়ামী সার্কাস ভাই ?

  • image

    Md.Tarak Al Hussain

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বিটিভির রাত ৮ টার সংবাদ দেখার জন্যে অপেক্ষা করছি 😂

  • image

    মেহেদীNYC

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এটাই বাস্তবতা, বাংলার জন্ম যে দলের হাত ধরে, যে দলকে বঙ্গবন্ধুর মতো নেতা তৈরী করে গেছে, সেই দলের কনফিডেন্স লেভেল কোথায় গেছে যে একটা সত্যিকারের ইলেকশন দিয়ে নিজেদের গ্রহনযোগ্যতাটা মাপার সাহস পায়না।

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দ্যা রিয়েল হিরো । আশা করি শেখ হাসিনা আপনার বিরত্বে মুগ্ধ হয়ে আপনাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রীসভায় স্থান দিবে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আলম ভাই হারেনাই, হেরেছে বাংলাদেশ, হেরেছে বংগালি। আজ থেকে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিলাম। বাংলাদেশি পরিচয় দিতে ঘৃনা করতেছে।

    • image

      Rajib Mirdha

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      দয়া করে চলে যান আমাদের দেশ থেকে।

    • image

      Golam Wadud

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      জনাব রাজিব, আপনার টিকিট কাটা আছে তো?

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ০১ জানুয়ারী, ২০১৯

      Rajib Mridha, আমার তো যোগ্যতা আছে আপনার দেশ থেকে চলে যাবার কিন্ত আপনার কি হবে যদি ভোট চোরেরা আপনাকে দেশ ছেড়ে যেতে বলে? যেমন আপনি আমাকে যেতে বললেন। না কি আপনাকে কেউ যেতেই বলবে না কারন আপনি তাদের একজন? আপনি অবশ্যই তাদের একজন।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সারাদিনে এই নিউজটাই একটু আনন্দ দিলো

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামীলীগ বিরোধী প্রথমআলো আর এরোকম নিউজ তো হবেই?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ‌দে‌খে আশ্চর্য হই আমা‌দের দে‌শের সমস্ত মি‌ডিয়া কিভা‌বে আওয়ামীলেী‌গের তা‌বেদা‌রি কর‌ছে। সবাই বুঝ‌তে‌ছে ভো‌টে কি প‌রিমান অনিয়ম হ‌য়ে‌ছে তারপর সবার মু‌খে একই কথা ভোট সুষ্ঠ। রাজার সেই পোষা‌কের গল্প ম‌নে প‌ড়ে গেল, সবাই দেখ‌ছে রাজার গা‌য়ে পোষাক নেই কিন্তু বল‌ছে বা রাজা সা‌হেব পোষাকটা আপনা‌কে দারুন মা‌নি‌য়ে‌ছে।

    • image

      Azizul Hoque

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      এর কারন ভয়। এ ভয় আগামী ৫ বছরে বাংলাদেশ শেষ করে দিবে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      অনিয়ম শুধু আপনার মত কিছু দলকানাই দেখছে। সাধারণ মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে বলেই নৌকা বিজয়ী হয়েছে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    জনবিচ্ছিন্ন দল,নির্বাচনে বিজয়ী হতে সম্ভব সব কূটকৌশলের আশ্রয় নিয়েছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    উনি সাহস করে নির্বাচনের সত্যিকার চিত্র এই জাতির সামনে তুলে ধরেছেন। এজন্য উনাকে হাজার সালাম।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এতো বড় জগন্য অন্যায় করার পর কিভাবে ওরা শান্তিতে ক্ষমতায় থাকবে

    • image

      Golam Wadud

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      শান্তিতে থাকার কথা না।

  • image

    Shiam

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বঙ্গবন্ধুর আওমীলীগের এই অবস্থা দেখে খুব কোরুনা হয় !

  • image

    সোলায়মান

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    শুধু তার আসনেই দুপুর ১২টার মধ্যে ব্যালট বাক্স ভর্তি হয়নি আমার বাসার সাথের কেন্দ্র সহ পাশের দুটি কেন্দ্রেও দুপুর ২টার মধ্যে একাধিকবার কেন্দ্র দখল করে বাক্স ভর্তি করা হয়েছে। অর্থাৎ সারা দেশের চিত্র একই।

  • image

    NAhmed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বাস্তবে আওয়ামী লীগ আপনাদের কাউকে ভয় পায় না তারা ভয় পায় এদেশের জনগণকে। কারণ তারা আগে থেকেই জানে নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হলে তাদের হয়ত ক্ষমতা থাকবে না.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    যে দলের প্রার্থীরা মানুষের কাছে ভোটের জন্য বেড়ই হয়নি তারা আশা করে বসে আছে আওয়ামী লীগ তাদের পাশ করিয়ে দেবে। সম্মেলন ডেকে এমন নির্বোধ দলটিকে অবলুপ্ত করা হউক।

  • image

    Rashidullah

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলম, আপনি দুঃখ পাবেন না। ... ভোট না দিতে পারার যন্ত্রণা, অপমানের প্রতিশোধ একদিন সাধারণ ভোটাররা নেবে। যারা ভোটারদের তুচ্ছ ভেবেছেন, তারা ভুল, আপনি সত্যি!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভূল রাজনীতি, ভূল কর্মকৌশল, ভূল প্রোপাগান্ডা সর্বোপরি প্রতিপক্ষের তুলনায় প্রধান নেতার মলিন রাজনৈতিক ইমেজ বিএনপি জোটের ভূমিধস পরাজয়ের কারন।

  • image

    sayed mahmud

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলমের উপর হামলার ভিদিও দেখেই আসলাম কমেন্ট করতে :) আওয়ামীলীগ এর মতো এতো নীচু দল আর হয় না :) আর এই দলকেই কিছু কিছু মানুষ অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় :)

  • image

    al ashraf

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    মহা ভোট জালিয়াতি না হলে হিরো আলাম ই জিতত

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    যারা মিঃ আলমকে অযোগ্য ভাবে তারা ঐ এলাকার নির্বাচিত প্রার্থীকে কি বলবে?

  • image

    Masud Parvez

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলমের বক্তব্যে পুরটা না হলেও বেশ খানিক চিত্র পাওয়া গেল। পুরো চিত্র আরও ভয়ংকর।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলমের বক্তব্যে সারা দেশের সকল কেন্দ্রের ছবি ভেসে উঠেছে।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বন্যেরা বনে সুন্দর, হিরো আলম ইউটিউবে!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এমন হাস্যকর নির্বাচন আর কখনো হয় নি। আশা করি আর হবেও না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বছরের সেরা উক্তি মাইরের সামনে প্রিজারবেডিং অফিসার কেডা দেখার সময় কই!

  • image

    Sakhawat U Chowdhury NJ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    শুধু তোমাকে নয় হিরু,এই লীগ দেশের সাধারন সব মানুষকেই ভয় পায়।

  • image

    তাসলিমা বেগম

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া আর সবাইকে ভয় পায়। সবচেয়ে বেশী ভয় পায় জনগনের সুষ্ঠু ভোটাধিকার কে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    অবিশাস্য হলেও সত্য ওই আসনে আওয়ামীলীগ জিততে পারেনি

  • image

    Md Abu Talib

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    জিতেছেন ভাই আপনি জিতেছেন । নির্বাচনে জিততে না পারলেও মানুষের মন জিতে নিয়েছেন ✌✌✌

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    being shamed as a bangladeshi after see that hero alom's youtube link

  • image

    Monzur

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    "নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়া যাবে না"............ এটাই এবারের নির্বাচনে চালচিত্র।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    জনাব তানসেনকে যাদুঘরে রাখা উচিত এই নির্বাচনেও হেরে যাবার জন্য...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হিরো আলমের কথা জনতার কণ্ঠস্বরের মত প্রতিধ্বনিত হচ্ছে। আওয়ামী লীগের আসল রূপ এবার হিরো আলমের কণ্ঠে শোনা যাচ্ছে। কিন্তু ফখরুল সাহেবও এমন করে কারচুপির বর্ণনা দিতে পারেন না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    অথচ এই আসনে বিএনপি জিতেছে।

  • image

    Zahid Hasan

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বেচারা আসলেই সাদা সোজা মানুষ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কিন্তু জনাব, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে যা দেখা যায়, তাতে বিএনপি একটি মাত্র আসন পেয়েছে, সেইটা হলো বগুড়া–৪। তাহলে আপনি একতরফা....

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দুর্বৃত্ত নির্ভর হয়ে পড়লে নিজের ছায়াকেও ভয় পায় মানুষ। সেখানে হিরো আলম তো বাঙ্গালির তারকা।

  • image

    Monjurul Alam

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    জিয়ার আমলে হিরো আলম পাশ করতো। জিয়া এরকম কলাগাছ দাঁড় করাতো নিজের বৈধতার জন্য। যেমন কৃষক সাইফুর রহমান, ফারুক, রশীদ ইত্যাদি। বিএনপি সমর্থকগোষ্ঠী তৈরি হয়েছে। এই বহুদলীয় গণতন্ত্রের শূরা পান করে আওয়ামী লীগের বৈধতা জনতার ইতিহাস...

  • image

    মহম্মদ সালাউদ্দিন

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কিন্তু হিরো আলমের আসনে তো বিএনপি জিতেছে।

  • image

    Mohammed M Alam

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    Oh really! You are just a show!

সব মন্তব্য