দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল: মির্জা ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও ৩০ ডিসেম্বর, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এভাবে নির্বাচন করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে। এতে নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না। প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না। এটা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল।

ঠাকুরগাঁও-১ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের কাছে এ মন্তব্য করেন। এই আসনে ১০০ কেন্দ্র দখল করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, সরকার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে, ইতিমধ্যে তা প্রমাণ হয়ে গেছে। ঠাকুরগাঁও-১ আসনে আমি যখন ভোটকেন্দ্রে যাই তখন থেকে শুরু করে বেলা ১০ টা-১১টা পর্যন্ত ভোটারেরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। তার পরেই তারা যখন দেখেছে ভোটাররা এভাবে ভোট দিতে আসে, ভোটটা হয়ে যায় তাহলে তাদের পরাজয় রোধ করতে পারবে না। তখনই তারা তাদের বাহিনী সেই সঙ্গে সরাসরি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন মাঠে নেমে গিয়ে ভোটারদের বের করে দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে সিল মারতে শুরু করে।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা প্রায় একই রকম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি। রিটার্নিং অফিসারের কাছে গেছি। আমি তাদের বলেছি আপনারা ব্যবস্থা নেন। তারা তা সহজে নেননি। নিলেও দেরি করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে আছি, পরে আমরা সিদ্ধান্ত নেব।’

মন্তব্য

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    কাক্কু দেশের জন্য নয় বরং বলেন বড় ক্ষতি হয়ে গেল আপনাদের জন্য

    • image

      Nazmul Hasan Opu

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      উন্নয়নের জোয়ার আসছে, সেই জোয়ারে ভেসে যাবার জন্য প্রস্তুত হন।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      ক্ষতি ই হল অনেক। দুর্বলের উপর সবলের অত্যাচার, সাধারন পাবলিকের উপর পুলিশের অত্যাচার অনেক বাড়বে। কিন্তু যাওয়ার কোন জায়গা ও থাকবে না। পুলিশ ও আদালতে কোথাও সুবিচার পাবে না দুর্বলেরা।

    • image

      sayed mahmud

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      দেশের অনেক উপকার হলো? :) আমিও চাই আওয়ামীলীগ আরো ১০ বছর থাকুক

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      Its a big tragedy for our country. You too will understand when you will face the problems in your daily life in the coming years.

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      মানুষকে দেখানো ভোট আয়োজনের দরকার কি। কোটি কোটি টাকার অপচয়। তার চেয়ে বরং সংসদে পাস করে নিন আজীবন ক্ষমতায় থাকার।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      ১০০% সহমত।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      চোখ বন্ধ করে নিজের বিবেককে প্রশ্ন করেন. যদি বিবেক না থাকে একদিন আপনার বিবেক জাগবে , সেদিন উত্তর পাবেন.

  • image

    MD.ABDUR RAHMAN

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আওয়ামী লীগ দেশের কত বড় ক্ষতি করেছে তা টের পেতে শুরু করেছি। গত ক'দিন ধরে মিনমিন করা আওয়ামী লীগের দস‍্যুগুলোর অট্টহাসিতে অফিসটা থরোথরো কাঁপছে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      কত নাজেহাল হতে হবে কে জানে

    • image

      kallolmurshed

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      You should go to Pakistan

    • image

      রাজীব (খেলবে টাইগার, জিতবে টাইগার )

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      এটাই তো হবার কথা! ডঃ কামালকে সামনে এনে ভেবেছিলেন আপনারা বিশ্বজয় করে ফেলেছেন! আপনাদের হুংকারে আর পূর্বের অত্যাচারের অভিজ্ঞতায় মিনমিন করাটাই স্বাভাবিক! কিন্তু জনগন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়!

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      আমি আরেকটু হাইসা লই আপ্নাগো খিচুড়ি পার্টির পরাজয় দেইখা/ আগামী ৫ বছর নতুন উদ্যমে লাফান/ আপনাকে বাক স্বাধীনতা দেয়া আছে/

  • image

    রিদওয়ান বিবেক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    গভীর খাদে দেশ।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দ্যাশ তো শেষ আপনারাও শেষ। দেশে বিরোধীদল বলতে আর কিছু রইল না। একটা পুলিশি রাষ্ট্র কায়েম হলো।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ফকরুল সাহেব আপনি ভিন্নমতের হলেও আপনাকে সম্মান করি, কারন আপনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তবে সত্যি বলতে, আওয়ামিলিগ জিতলেই দেশ জিতবে। কারন, আপনি ছাড়া আপনার দলের বেশিরভাগই উগ্রপন্তি ও সাম্প্রদায়িক।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এবার বাংলাদেশ পিছিয়ে যাবে ১০ বছর। নিজেদের জনপ্রিয়তা বাড়াতে আর নিজেদের দেয়া ভোটের পাশাপাশি সাধারন মানুষ থেকে কিছু ভোট নিতে গত ৪/৫ মাসে সবদিকে যেভাবে কাজ এগিয়ে যাচ্ছিলো। সবগুলো এখন ঢিলেমি দিবে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩০ ডিসেম্বর, ২০১৮

      মুখ সামলে কথা বলবেন

  • image

    শেখ সায়ফুল্লাহ

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আসলেই অনেক বড় ক্ষতি হয়ে গেল। ভাবছি এই ভোগান্তিটা কত দীর্ঘ হবে!!!

  • image

    Mizanur Rahman

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আমি নিশ্চিত দেশের কোন ক্ষতি হয় নেই। যা হওয়ার সেটা হবে কিছু নীতি আদর্শহীন জ্ঞান পাপীদের। আর ওই সব লোকের ক্ষতি হওয়া উচিত, তারা দেশ ও জনগণের শত্রু। জয় হল দেশ জাতি আর মেহনতি মানুষের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সহিংসতা না করে জনগণের অধিকার আদায়ে মাঠে থাকুন।এই শিক্ষা আপনাদের দরকার ছিল।

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে সরকার এধরনের একটা নির্বাচন কিছুতেই করতে পারতো না। রাষ্ট্রের রাজনীতিতে খালেদা জিয়া এখনও অপ্রতিদ্ধন্ধী।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নির্বাচনের নামে ধান্দাবাজি।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দেশের নয়; বিএনপি-জামায়তিদের মাথায় একটা আখেরি বাড়ি পড়লো।

  • image

    zobair

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিম্পি জামাতের নষ্ট রাজনীতির! এদের ক্ষতি হলেও দেশের লাভই হয়েছে এতে

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    Exactly this happened in every centre.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    স্বাভাবিকভাবে ক্ষমতাসীনদের দাপট ছিল। তারপরও আপনারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ। বিএনপি-জামাত জোট যখন ক্ষমতায় ছিল তখনই তো দেশের ক্ষতি হয়ে গিয়েছিল। ভুল মানুষই করে। আশাকরি ভুল থেকে আপনারা শিক্ষা নেবেন।

  • image

    Rashidullah

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ভয় নেই! গতবার নির্বাচনে না গিয়ে যে ভুল করেছিলেন সে ক্ষতি এবার পুরণ হবে। ....ভোট না দিতে পারার যন্ত্রণা, অপমানকে তুচ্ছ জ্ঞান করবেন না! ভোটারদের প্রতিশোধের জন্য অপেক্ষা করুন। ... আওয়ামী লীগ সে প্রতিশোধ সহ্য করতে পারবে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    হতাশ হবেন না। এই অন্ধকার সময় থেকে একদিন বাংলাদেশ বেরিয়ে আসবেই, হয়ত অনেক কিছুর বিনিময়ে। আর তখন আজকের পরাজিতদেরই স্মরণ করবে।

  • image

    Iqbal Hossain

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    CEC কে জাতীয় বেঈমান বলা যাবে না। সে আওয়ামীলীগের লোক, আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার জন্য যা করার দরকার সে তাই করেছে।

  • image

    kallolmurshed

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    landslide win for Hasina your call to free khaleda is rejected by people of Bangladesh Your Jammati candidates cannot find even a single person to be their agent

  • image

    মো: জারিফ খান

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ক্ষতি হওয়ার কি আছে, যা হয়েছে দেশের জন্য ভাল হয়েছে। রাজনীতিতে স্হিতিশীলতা আসবে, অর্থনীতির চাকা ঘুরবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনারা জিতলে বরং আরো ঝামেলা বাড়বে বৈ কমবে না।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    পুলিশই সকল ক্ষমতার উৎস। পুলিশ মামারা এখন দেশের সাধারন জনগনের উপর অত্যাচার ও জবর দখল বাড়িয়ে দিবে অনেক গুন। দেশের অনেক ক্ষতি করল এই নির্বাচন।

  • image

    Masud Parvez

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করার মধ্যে দিয়ে দেশের বড় ক্ষতি হওয়ার রাস্তা আপনারাই খুলে দিছেন। দল করবেন ভোট করবেন না! আওয়ামী লীগ শুধু হাওয়া ভবন নিয়েই পরে থাকেনি।

  • image

    বিপ্লব ( কুয়াকাটা )

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    দেশের ও লাভ হলো আপনাদের ও লাভ হলো দেশের লাভ হলো যে দেশ রাজাকার জঙ্গি ও তাদের পৃষ্টপোষকদের থেকে মুক্ত থাকলো। আপ্নদ্রর লাভ হলো যে একটা আইডেন্টিটি হলো নইলে ইতিহাসের পাতায় .......

  • image

    Ismail, NY

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    অধিকাংশ বিএনপি নেতাই আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা করে নেতাগিরি করে। তারা অন্তত: নামকাওয়াস্তে যে বিএনপি করে এটাও বেশী। প্রকাশ্যে যাই বলুন আপনার পার্টির অধিকাংশ লোকই তা জানে। অভিনয়ে আপনারা অনেক পারদর্শী।

  • image

    Syed Atiur Rahman

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    ফখরুল সাহেব সকালে এক কথা বিকেলে অন্য কথা বললে তো হবে না.... ব্যাপক ভোট পেতে আপনাদের কী প্রচেষ্টা ছিল.... গুলশান আর নয়া পল্টনে বসে ভোটের জোয়ার সৃষ্টি করেছেন.... একটা পোস্টার নেই মিছিল নেই.... জাতীয় নির্বাচন এতই সস্তা.... দলে ডেডিকেটেড নেতা নেই.... ধার করা বাতিলদের দ্বারা নির্বাচনী বৈতরণী পার হওয়া এতই সোজা.....! ভবিষ্যতে রাজনীতি করতে হলে পাকিস্তান প্রীতি বাদ দিয়ে ক্রিমিনালদের দল থেকে বাদ দিয়ে জয়বাংলা শ্লোগান দিয়ে রাস্তায় নামুন.. তখন বিকল্প হিসেবে জণগনই আপনাদের ভোট দিবে.... জনতা কিন্তু এবার আওয়ামী লীগের বিকল্প পায়নি...

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    বাংলাদেশ হেরে গেল আজ।

  • image

    Anwar

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আপনার সাথে একমত। দেশের বড় ক্ষতি হয়ে গেল। দেশের জনগনের তো কিছুই করার নেই, তাদের ভোট হাইজ্যাক করে নিয়ে গেল আওয়ামী লীগরা।

  • image

    Kamal Hossain

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    তাহলে আপনারা আবার দেশের কথাও ভাবেন!!!

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এসব মিনমিনে বক্তব্য আর ফিসফিসানি বাদ দিয়ে নির্বাচনে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদের তীব্র আন্দোলনের ডাক দেন। এখনও সময় আছে। সময় গেলে আর ঘর থেকে বের হওয়ার পথ রাখবেনা।

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    নির্বাচন বর্জন করুন।

  • image

    Rajib Mirdha

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এই নিরেপক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলার অপামর জনগণ, বিএনপি-জামাতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে বিলীন হয়ে যাওয়া রাজাকার জোটকে এই দেশ ও জাতি ঘৃণা ভরে আজীবন প্রত্যাখান করবে।

  • image

    S. M. Moshiur Rahman

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    আহা কাক্কু আপনার মতো করে সবাই যদি দেশের মঙ্গল নিয়ে ভাবতো

সব মন্তব্য