বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন। এ ধরনের নির্বাচন জাতির জন্য ক্ষতিকর। এই ক্ষতি দীর্ঘকালের। এই নির্বাচনে জাতির ক্ষতি হয়ে গেল।
আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল এ কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের এটিই এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়া।
সন্ধ্যা পৌনে ৭টায় মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় পৌঁছান। এরপর সোয়া সাতটায় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
মন যা বলে
৩০ ডিসেম্বর, ২০১৮
জীবনে আর ভোটের নাম মুখে নেব না। নির্বাচন তো না যেন প্রহসন ।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
রাজাকারদের জন্য বাংলাদেশ নয়। পাপীস্তানে গিয়ে ভোট দিন!! আত্মঘাতী বোমায় জাহান্নামে চলে যান
Md Nazmul Hasan Bhuyan
৩০ ডিসেম্বর, ২০১৮
@ unknown Disclose your name.
মন যা বলে
৩০ ডিসেম্বর, ২০১৮
আমি লজ্জিত। আজ নিজ চোখে দেখলাম গণতন্ত্র
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
রাজাকারদের জন্য লজ্জ্বা ছাড়া আর কিছুই বাকী নাই !!! হায় কপাল !!!!!
মন যা বলে
৩০ ডিসেম্বর, ২০১৮
আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধের শক্তি বলে। এখন তো দেখি এরাই বন্দীযুদ্ধের শক্তি
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
জয় বাংলা
Azizul Hoque
৩০ ডিসেম্বর, ২০১৮
বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে সরকার এ ধরনের একটা নির্বাচন কিছুতেই করতে পারতো না। রাষ্ট্রের রাজনীতিতে খালেদা জিয়া এখনও অপ্রতিদ্ধন্ধী, নির্বাচনে এটাই প্রমানিত হলো।
তাসলিমা বেগম
৩০ ডিসেম্বর, ২০১৮
আপনাদের ব্যর্থ নেতৃত্বও কিন্তু এ জন্য কম দায়ী নয়। একজন নেতাই পারেন জাতিকে মুক্তি দিতে কিংবা অন্ধকারে ঠেলে দিতে, এই দুটোই বাংলাদেশ অনেক মূল্য দিয়ে প্রত্যক্ষ করলো
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
যা ভেবেছিলাম, নির্বাচনে হারলেই আপনারা উনাকে হিরো থেকে জিরো বানাবেন! এখনোতো রেজাল্ট ঘোষণা করে নাই, এতো আগেই শুরু করে দিলেন?
Azizul Hoque
৩০ ডিসেম্বর, ২০১৮
জিয়া পরিবার এবং খালেদা জিয়ার পরিবারের কেউ এ নির্বাচনে অংশ নেয়নি। বিএনপি-র ভোটারগন এই দুই পরিবারের সদস্যদের ছাড়া এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ মেনে নেয়নি।নৌকা এবং ধানের শীষের ভোটের বিশাল প্রার্থক্য সেটাই প্রমান করে।
Azizul Hoque
৩০ ডিসেম্বর, ২০১৮
নাম প্রকাশে অনিচ্ছুক, নৌকা এবং ধানের শীষের ভোটের প্রার্থক্য খেয়াল করেন, অবিশ্বাস্য !
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
বিএনপির ফোনালাপে বোঝা যায় তাদের পরিকল্পনায় নির্বাচন ছিল না/ তাদের পরিকল্পনায় ছিল কিভাবে নির্বাচন ভণ্ডুল করা যায় কিংবা বিতর্কিত করা যায়/
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
দুঃখিত স্যার, আমরা আপনার মত দেশপ্রেমিক নই।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
জনাব কারচুপি করে সব আসন জেতা যায় না/ আপনাদের দুর্বলতা ছিল লক্ষণীয়/ তারেক বা জামাত বাদ না দিলে মুসলিম লীগের পরিণতির জন্য তৈরি হন/এই নির্বাচনেও আওয়ামীলীগের কর্মীরা বেশি মারা গিয়েছে কারণ তারা তাদের দলের জন্য সত্যি জীবন দেয়/ কিন্তু বিএনপি হলো সুবিধাবাদীদের দল/
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
যথার্থ বলেছেন। রাজনীতিতে জানবাজ লড়াকু সৈনিক দরকার। সুবিধাবাদী কিছু লোকজন নিয়েই বিএনপি গঠিত হয়েছিল। পড়ে এরশাদের দলছুট কিছু স্বার্থপর যোগ দিয়েছিল। সদ্য রাজনীতি বোঝা কিছু মূর্খ, অশিক্ষিত লোকদের বিভ্রান্ত করে এরা অতীতে ক্ষমতায় এসেছিল বটে কিন্তু ক্ষমতা ব্যবহার করে যে মানুষের মনে অজেয় হওয়া যায় সেই বাসনা তো আর সুবিধাভোগীদের থাকে না। ফলাফল আজও টের পেল। এদেরই একটা বড় অংশ আবার আওয়ামীলীগেও ভিড়ে গেছে। এরাও টের পাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
You Are 100% Right
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
ফলাফল মেনে নিন নাটক করে আর কোনো লাভ নেই জামায়াত কে ত্যাগ না করার সাজা হয়েছে আপনাদের
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
এই বাংলার বুকে মনে হচ্ছে জ্ঞানী লোক একমাত্র আপনে, ধন্যবাদ সু উচ্চ মানের পরামর্শ দেওয়ার জন্য, আশা করি আপনার এই পরামর্শ আগামী নির্বাচনে কাজে লাগবে। তবে আরো ভাল হত যদি ঐক্যফ্রন্ট লীগে যোগ দেওয়ার কথা বলতেন।
শিপন England
৩০ ডিসেম্বর, ২০১৮
জিতছে নৌকা গড়বে দেশ ইহা মোদের বাংলাদেশ জিতছে নৌকা এগুবে দেশ কে থামাবে উন্নয়ন বাংলাদেশ আসুন সবাই দেশ গরি উন্নয়নের জন্য হাল ধরি হার জিত চিরদিন থাকবেই ব্যারথতা মেনে নিয়ে এগিয়ে যাবে
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
Resign please.
AS Sakib
৩০ ডিসেম্বর, ২০১৮
ভোটের ব্যবধান গুলো দেখলেই বুঝা যায় কত নির্লজ্জ কারচুপি হয়েছে
Moshaddek Alam
৩০ ডিসেম্বর, ২০১৮
এখন বুঝতে পারছেন... ৫ ই জানুয়ারী প্রহসনের নির্বাচনে বিএনপি কেনো অংশ গ্রহন করেনি... খালেদা জিয়ার সিদ্ধান্তই সঠিক ছিলো...
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
আপনাদের ভূমিকাও নিষ্ঠুর প্রহসন। জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিন।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
আমি ভোটার, আমি লজ্জিত!
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
চারদিকে শুধু মিথ্যা আর তামাশা
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
No hope
Robiul hasan Robi
৩০ ডিসেম্বর, ২০১৮
প্রহসনের নির্বাচন বর্জন করুন আন্দোলন করুন আজ থেকে,,, কামাল সাহেব এর জন্য অপেক্ষা করবেন না
মহম্মদ সালাউদ্দিন
৩০ ডিসেম্বর, ২০১৮
আন্দোলন ঈদের পরে হবে।
Mohammad
৩১ ডিসেম্বর, ২০১৮
অবরোধ তো চলিতেছে
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
জামাতের সাথে নিয়ে যদি আর একদিন ও থাকেন তাহলে যা এখনও আছে তাও যাবে ।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
২৩ শে জুন ১৭৫৭ সাল । আজ নবাব সিরাজদ্দৌলা'র কথা খুব বেশি মনে পড়ছে, অনুভব করছি তার সেদিনের অসহায়ত্ব । বাংলা'র মানুষের বিবেক জাগ্রত হতে অনেক অনেক বেশি সময় লেগেছিল
MD.ABDUR RAHMAN
৩০ ডিসেম্বর, ২০১৮
আগামী ১০ বছরের মধ্যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে।
মহম্মদ সালাউদ্দিন
৩০ ডিসেম্বর, ২০১৮
আপনারা হেরে গেছেন।
Mohammed Khan
৩০ ডিসেম্বর, ২০১৮
ব্যারিস্টার কামাল হোসেন সাহেবকে নেতা বানিয়েছিলেন কি পরিণাম না জেনেই !!!!
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
হেরেছে বাংলাদেশ, জিতেছে অাওয়ামীলীগ
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
The winner is India
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
প্রশাসন ও অস্ত্রের কাছে গণতন্ত্র আজ পদদলিত।
Mansur Hossain Chaklader
৩০ ডিসেম্বর, ২০১৮
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জয় হলো আজ। এখন রাজাকারদের কবর হবে এই বাংলায়।
Mrinal Kanti Nath
৩০ ডিসেম্বর, ২০১৮
যদি আওয়ামীলীগের বিপরীতে টিকে থাকতে চান, একটাই পথ, রাজাকারকে না বলুন, ওদের সঙ্গ পরিত্যাগ করুন। তারেক জিয়ার হিংসাত্বক রাজনৈতিক পলিচি বাদ দেন, দেখবেন জনগন আপনাদের পাশে থাকছে এবং আন্দোলনে তারা রাস্তায় নামছে। একটা কথা আপনাদের বুঝা উচিৎ, জনগণ যদি আওয়ামীলীগ থেকে আপনাদের থেকে ভাল কিছু আশা করতে না পারে তা হলে তারা কেন আপনাদের জন্য আন্দোলন করবে? আমরা সাধারণ জনগণ একটা শক্তিশালী বিরোধী দল ছাড়া যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচিছ এটা চিন্তা ও করতে পারি না। একক ক্ষমতার বলে সরকারীদল সব কিছু ইচ্ছেমত করে যাচেছ যেটা গনতান্এিক দেশে মোটেই হওয়া উচিৎ না।
Azizul Hoque
৩০ ডিসেম্বর, ২০১৮
জিয়া পরিবার এবং খালেদা জিয়ার পরিবারের কেউ এ নির্বাচনে অংশ নেয়নি। বিএনপি-র ভোটারগন এই দুই পরিবারের সদস্যদের ছাড়া এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ মেনে নেয়নি।নৌকা এবং ধানের শীষের ভোটের বিশাল প্রার্থক্য সেটাই প্রমান করে।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
এসব বলে আর কত দিন?
Md. Ruhul Amin
৩১ ডিসেম্বর, ২০১৮
গনতন্ত্রে শক্তিশালী বিরোধীদল থাকা দরকার।
Omar Faruq John
৩১ ডিসেম্বর, ২০১৮
পরিবারও একটা ফ্যাক্টর
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
ভালো সিদ্ধান্ত নির্বাচন বাতিলের দাবি জানানো- তা হলে প্রহসন থেকে জাতি মুক্ত হয়।
Mansur Hossain Chaklader
৩০ ডিসেম্বর, ২০১৮
রাজাকারি ছাড়ো। জাতি পাকিস্তান দুঃশাসন থেকে মুক্ত। আর এখন তোমাদের মতো .....কবর দেওয়ার সময়। বাংলাদেশে কোন পাকি রাজনীতি চলবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
জাতীর কোন ক্ষতি হয় নাই। তবে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হয়েছে। আর এর জন্য আপানদের অতীত কর্মকাণ্ডই দায়ী। আপনাদের অতীত মানুষ ভুলে নাই। তাই আজ আপনাদের আহ্বানে দেশের মানুষ সারা দেয় না। না হলে গনজোয়ারে সব অনৈতিকতা উড়ে যেত। জনতার শক্তি অসীম। আপনাদের সাথে ৯৫% লোক থাকে কিন্তু পোলিং এজেন্ট পাওয়া যায় না। আপনাদের ডাকে কেউ অন্যায়ের প্রতিবাদে মাঠে নামে না। কারন খুঁজে দেখেন। যত তাড়াতাড়ি নিজেদের চিনতে পারবেন ততই দেশ ও জাতীর কল্যাণ। আপাতত আপানাদের চাইতে মন্দের ভালো আওয়ামী লীগই।
Mansur Hossain Chaklader
৩০ ডিসেম্বর, ২০১৮
সব পাকিস্তানীরা কোথায়?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
সাধারন মানুষ হিসাবে, আমি আমার ভোট আওয়ামী লীগ কে দিতে চেয়েছিলাম
abir
৩০ ডিসেম্বর, ২০১৮
আমি আপনাকে 'খামোশ' বলে থামিয়ে দেবো না।
মহম্মদ সালাউদ্দিন
৩০ ডিসেম্বর, ২০১৮
সাহেব, যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে চলার ফল জনগণ আপনাদের হাতে হাতে দিয়েছে।
jarif
৩০ ডিসেম্বর, ২০১৮
এই দেশে রাজনীতি করতে চাইলে রাজাকারকে না বলুন। তারেককে না বলুন।
Enamul Hafiz Latifee
৩০ ডিসেম্বর, ২০১৮
প্রথম আলো একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করা উচিত
jarif
৩০ ডিসেম্বর, ২০১৮
আপনাদের ঐক্যফ্রন্টের নেতা জীবনে নির্বাচন করে পার পায়নি।
Tanvir Ahmed
৩০ ডিসেম্বর, ২০১৮
আমি খুব টেনশনে ছিলাম যে প্রথম ভোটার হইছি কেমনে ভোট দিবো?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
I am not talking about BNP or AL. I talked about our rights to vote free and fairly. We didn’t see the vote was fair.
নাম প্রকাশে অনিচ্ছুক
৩০ ডিসেম্বর, ২০১৮
জামাতকে সাথে রাখার মজাটা টের পেয়েছেন
Moazzma H
৩১ ডিসেম্বর, ২০১৮
ফখরুল ইসলামরা দণ্ডিত মাতা-পুত্রকে মুক্তির জন্য আমজনতার ম্যান্ডেড চেয়েছিল; দেশের মালিক আমজনতা তা প্রত্যাখ্যান করেছে । মাতাপুত্রকে ঝেড়ে ফেলে এবার বিএনপিকে গণতান্ত্রিক ধারায় পুনর্গঠিত করুন ।কোন পরিবারের স্বার্থ রক্ষা না করে আমজনতার উন্নয়নের দিকটা বিবেচনায় না নিলে ভবিষ্যতেও এমনই হবে। আমজনতার দৃষ্টিভঙ্গির ম্যাচুরিটি এসেছে । পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলির ভোটাররা যেমন অর্থনৈতিক ইস্যুটাকেই মূল বিবেচনায় নেয়, ভোটাররাও তাই করেছে । ভোটারদের চাওয়া-পাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ না হলে কেও রাজনীতিতে টিকতে পারবে না ।
Omar Faruq John
৩১ ডিসেম্বর, ২০১৮
বিএনপি যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় তাহলে ২টা কাজ করতে হবে, প্রথমত জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে, দ্বিতিয়ত জনমুখী রাজনীতি করতে হবে
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
No, you lost because you supported Jamat.
msIqbal
৩১ ডিসেম্বর, ২০১৮
জামায়াত যার বন্ধু, ধ্বংস হওয়ার জন্য তার শত্রুর দরকার হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
I am the democracy
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
Sorry for u.
Zahid Hasan
৩১ ডিসেম্বর, ২০১৮
তারেকের জন্য মনটা খারাপ লাগতেছে।
Mohammed Islam
৩১ ডিসেম্বর, ২০১৮
তারেক জিয়াকে বাদ দিয়ে সংগ্রামে ঝাপিয়ে পড়ুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
Joy Bangla.
Mohammad
৩১ ডিসেম্বর, ২০১৮
মাননীয় ফকরুল সাহেব, পেট্রোল বোমায় পোড়ানোটা কি এর চেয়ে নিষ্ঠুর ছিল না ? আর আপনারা তো নির্বাচনে জিততে আসেননি, এসেছিলেন বিতর্কিত করতে, তা মনে হয় পারেনি। মাথা ঠান্ডা রাখুন, জামাত ছাড়ুন, তারেককে অফ করে দিন, জোবেদা জিয়াকে সামনে আনুন। ইতিবাচক রাজনীতি করুন। মনে রাখবেন ক্ষমতা আল্লাহর হাতে। ভাগ্যে থাকলে পাবেন, না পেলেও বলবেন আলহামদুলিল্লাহ্ ।
Shyamal Kumar Banik
৩১ ডিসেম্বর, ২০১৮
এ জয় বাংলার আপামর জনগনের জয়।