মির্জা ফখরুল বগুড়ায় জিতলেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ৩০ ডিসেম্বর, ২০১৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৬ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল দেড় লাখেরও বেশি ভোটে মহাজোটের প্রার্থীকে হারিয়েছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল দেখা গেছে মির্জা ফখরুল পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট। ওমর ২০১৪ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে সাংসদ হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বিএনপির দুর্গ হিসেবে পরিচিত।

মির্জা ফখরুল বগুড়ার এই আসনটি ছাড়াও তাঁর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। এটি তাঁর নিজ জেলা। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেন।

মন্তব্য

  • image

    Azizul Hoque

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আপনার এই জয়, পরাজয়ের থেকেও বেশী।৫/৭ জন সংসদ সদস্য নিয়ে আপনি সংসদের বিরোধীদলীয় নেতা। জনাব ফকরুল, বিএনপির রাজনীতি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে পরিচালিত, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারের নের্তৃত্বে পরিচালিত। রাজনীতি তে টিকে থাকতে হলে সঠিক বিএনপির পথে ফিরে আসুন ।

    • image

      SHAMEEM

      ৩১ ডিসেম্বর, ২০১৮

      ধান্দাবাজদের থেকে দূরে থাকুন। বিপদে এরা আপনার সাহায্যে এগিয়ে আসবে না।

    • image

      reja khan

      ৩১ ডিসেম্বর, ২০১৮

      ঘর ঠিকই আছে, বিএনপিকে আগে গোছাতে হবে: বর্হিবিশ্বের শক্তিগুলোকে। এক নাম্বারে ভারত, দুই নাম্বারে আমেরিকা। ইন্দো-মার্কিন জোট একটিভ হলেই , কেবলমাত্র জাতিসংঘ একটিভ হবে।

  • image

    abir

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন বিরোধী দলের নেতা - পদমর্যদায় একজন মন্ত্রীর সমতুল্য । তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই ।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩১ ডিসেম্বর, ২০১৮

      এরশাদের কী হবে?বিশেষ দূত নাকি বিরোধী দলের নেতা?

  • image

    মহম্মদ সালাউদ্দিন

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    এইবারে ফখরুল সাহেব ফ্যাসাদে পড়েছেন। আওয়ামী লীগ ভোট ডাকাতি করলে উনি ব্যবধানে জিতেন কীভাবে? তার উপরে এখন আবার নির্বাচন বর্জন করলে সাংসদ হিসেবে প্রাপ্ত সব রকমের সুবিধাও ছাড়তে হবে।

    • image

      নাম প্রকাশে অনিচ্ছুক

      ৩১ ডিসেম্বর, ২০১৮

      মহম্মদ সালাউদ্দিন, ভোটের নামে সারা বাংলাদেশে কি হয়েছে তা সবাই জানে।

  • image

    Himu mama

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    আচ্ছা ডঃ কামাল স্যার সব আসনে যদি ভোট ডাকাতি হতোই তাহলে জনাব ফখরুল সাহেব এতো ব্যবধানে জিতলো কিভাবে!!আমার জানামতে সুনামগঞ্জ অর্থ প্রতিমন্ত্রীর আসন এবং গাজীপুর কাপাসিয়া রিমির আসনে কোন প্রকার অভিযোগ কারোরই ছিলো না!ঐক্যফ্রন্টের যদি এতোই জোয়ার থাকতো তাহলে তাঁরা এতো বিশাল ব্যবধানে কিভাবে জিতলো দয়া করে এর উত্তর দিবেন কী!!!!

  • image

    Mohammad Yousuf

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    সংসদ সদস্য হিসেবে থেকে যান তাহলেও বলতে পারবো সংসদে ন্যায়ের পক্ষে কথা বলার কেউতো আছে

  • image

    Jamil

    ৩০ ডিসেম্বর, ২০১৮

    hahaha what is he going to say now?

  • image

    সজীব

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    অভিনন্দন ফখরুল সাব। বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন সংসদে। পয়েন্ট ওফ ওর্ডারে দাঁড়িয়ে ফাতেমার মুক্তির জন্য আপনার বক্তিতা শোনার অপেক্ষায়।

  • image

    Mike Rundle

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    সজীব জয় সহ দলীয় জরিপ বলছিল বিরোধীরা অন্তত ৫০-৮০ টা আসন পাবে - এখন দেখি ৫-১০ টা আসনই উঠছেনা ।

  • image

    Aslam Bhai

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    বিএনপি'র রাজনীতিতে সবচেয়ে ভদ্র সজ্জ্বন ব্যক্তি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

  • image

    Ismail, NY

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    এই আসনের ফলটা প্রত্যাখ্যান করবেন না? যদি না করেন তবে কি স্ববিরোধীতা হবে না?

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    উনি জিতে নাই উনাকে জেতানো হয়েছে।

    • image

      Mike Rundle

      ৩১ ডিসেম্বর, ২০১৮

      আওয়ামীলীগ দয়া করে ৬ টা সিট্ ছেড়ে দিয়েছে

  • image

    মোঃ রকিবুল ইসলাম প্রিন্স

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    হারলেন ঠাকুরগাঁও-১ এ---

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    আপনি মানুষ হিসেবে বিএনপির সবচেয়ে ভদ্র এবং বড় মনের মানুষ। যোগ্্য হিসেবে জয়ী হয়েছেন। অভিনন্দন।

  • image

    reja khan

    ৩১ ডিসেম্বর, ২০১৮

    শুধুমাত্র হিরো আলমের বক্তব্যের জন্যই সরকারের তরফ থেকে একটি আসন উপহার পেলো-বিএনপি !!!

সব মন্তব্য