একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে; একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা ২টি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে ২টি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।
জোটগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। আর ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোট শেষে গণনার পর একে একে আসতে থাকে ফল।
১০ বছর পর অংশগ্রহণমূলক এই নির্বাচনে গতকাল ২৯৯টি আসনে ভোট হয়। একজন প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ আসনে আগেই ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেখানে পরে ভোট নেওয়া হবে।
তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল গতকাল স্থগিত করা হয়।
ভোটে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন। মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। তরুণ ভোটার প্রায় ২ কোটি ৪০ লাখ।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ভোটের দাবিতে ২০১৪ সালের নির্বাচন বর্জনকারী দল বিএনপি ১০ বছর পর দলীয় সরকারের অধীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।
ভোট চলাকালেই বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৭৬ জন প্রার্থী ভোট বর্জন করেন। ১২ জেলায় সংঘাতে নিহত হন ১৭ জন।
ভোটের ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীক একচেটিয়া ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছে।
আওয়ামী লীগ বলছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব, তা প্রমাণিত হয়েছে।
অন্যদিকে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচনের দাবি করেছে রাজনৈতিক জোটটি।
৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী করণীয় ঠিক করতে আজ সোমবার বিকেল চারটায় বিএনপির স্থায়ী কমিটি, এরপর সন্ধ্যা ছয়টায় ২০-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।
অন্য নির্বাচনগুলোর তুলনায় এবার দেশে সংঘাত, হানাহানি কম হয়েছে। বিভিন্ন স্থানে ভোটারদের লম্বা লাইনও দেখা গেছে।
নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত, নেপাল, সার্ক ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
Md Younos
৩১ ডিসেম্বর, ২০১৮
এরপরও যারা বুক ফুলিয়ে বলবেন নির্বাচন সুষ্ঠু হয়েছে , তাদের অভিনন্দন।কারণ, তাদের বিবেক অন্ধ হয়ে গেছে।
নাসিম
৩১ ডিসেম্বর, ২০১৮
বিরোধী পক্ষের পোস্টার লাগাতে না দেওয়াও গিনেজ রেকর্ড বইএ স্থান পাবার মত
Mohammad
৩১ ডিসেম্বর, ২০১৮
বুকে হাত দিয়ে বলুন তো আপনি নিজে কোন খানে পোষ্টার লাগাতে গিয়েছেন বা লাগিয়েছেন। অনেক বিএনপির প্রার্থী আছে যারা কোন পোষ্টারই ছাপাননি। কারণ তারা আনন্দের থুক্কু আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসে ছিলেন নির্বাচন ভন্ডুল করতে। আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি “ ....ন দাঁড়ালে .... লে সমস্যা হয় না”
সাইফুল
৩১ ডিসেম্বর, ২০১৮
@Mohammad বরং আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনারা (আ.লীগ) কোন পোস্টার ছিড়েন নাই, কাউকে পোস্টার লাগানোর সময় মারধর করেন নাই, মিছিল করতে দেওয়া দূরে থাক, রাস্তায় অপজিশনকে পেলে পিটিয়ে হাসপাতাল পাঠান নাই?
Mike Rundle
৩১ ডিসেম্বর, ২০১৮
আওয়ামীলীগকে মোকাবেলা করার এক মাত্র উপায় আওয়ামী স্টাইলের সন্ত্রাস-সহিংসতা ।লুকিয়ে, পালিয়ে আত্মগোপন করে বাচঁতে চাইলে জাল ভোট পড়বেই ।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নিরঙ্কুশ জোচ্চুরির জয়।পরাজিত জনগণ।
Monjurul Alam
৩১ ডিসেম্বর, ২০১৮
আপনারা জিতবেন এটা আপনারা আগেই ঠিক করেছেন তাতে আমাদের কিছু করার ছিল না কিন্তু এতটা নির্লজ্জ হবেন ভাবতে পারিনাই . বঙ্গবন্ধু বেঁচে থাকলেও লজ্জা পেতো . পাকিস্তানিরা আমাদের সাথে যা করতো আপনার বাবার এনে দেয়া স্বাধীন রাষ্ট্রে আপনি তাকে কলংকিত করলেন . দেশটা এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সংসদে থাকার দরকার ছিল.
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
আপনাকে একটা লাইক দিলাম! ১৯৭৩ এর নির্বাচনের কথা মনে আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
Al = 259, JP=20,BNP=5, Others=10. If this is the result of the election then how AL make a fruitful parliament without a strong opposition?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
A strong opposition is not mandatory for a fruitful parliament. But a strong opposition is helpful for democracy If there patriot opposition. Very sad to us, BNP and their friends are not patriot. This is the fact
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
মূর্তির মত দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা কি এইবার "জাল ভোট - কলংকিত নির্বাচন" জাতীয় শিরোনাম করার তথ্য-প্রমাণ-সাহস পাচ্ছেন না ?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
জোচ্চুরির বিশ্বরেকর্ড হয়েছে।
Md. Momin Ulalh
৩১ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ জিতে গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
৩০ ডিসেম্বরের ভোটে আওয়ামী লীগের কোন বিজয় হয়নি বরং ডিজাস্টারাস নৈতিক পরাজয় হয়েছে; যেই নৈতিক শক্তি আওয়ামী লীগ অদুর ভবিষ্যতে আর ফিরে পাবেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
You are right.
খান
৩১ ডিসেম্বর, ২০১৮
ডিজিটাল বাংলাদেশের নেটওয়ার্ক কবে চালু হবে????
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
shame to us as a bangladeshi
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
How far the democracy is. . . . .
সোহেল খান
৩১ ডিসেম্বর, ২০১৮
ভোট হাইজ্যাকের নির্বাচন
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচন নামের জোকস, এভাবেও নির্বাচন হয় আগে জানিতাম না, এরথেকে নির্বাচন না দেওয়াই ভালো।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
আল্লাহ এই অন্যায়ের বিচার করবেন ইনশাআল্লাহ
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
এই জয়ে গৌরব নেই। তৈ অভিনন্দন জানাতে পারলাম না। দুঃখিত।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচন -২০১৮ ক্লাস নাইন-টেনের ছাত্ররা ভোট দিতে পারে, মৃত মানুষ ভোট দিতে পারে, প্রবাসীরা ভোট দিতে পারে। আর আমার ভোট দিতে পারিনা, কারন আগেই দেয়া হয়ে গেছে। জোর করে ভোট নৌকায় ভোট নেয়, আর তারা তো ইচ্ছে মতই সকাল থেকে নিয়েছে। বাকি গুলো নাই বললাম। কি প্রয়োজন ছিল এমন নির্বাচনের!!!!!!
Aminul Islam Uzzal
৩১ ডিসেম্বর, ২০১৮
Perfect plan can overcome all barriers, It is proved by Awami League. Congrats......
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
perfect plan, nicely executed.
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
এটাকে জয় বলে না !
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচনে তো জিতলেন। কিন্তু এমন জয় আপনার বিবেক আপনাকে ঘুমাতে দিবেনা বহু বছর পর্যন্ত।
Md. Saiful Islam
৩১ ডিসেম্বর, ২০১৮
অভিনন্দন আপনাকে... এ দেশের গনত্রন্ত আর আমার ভোটের অধিকারকে গলা টিপে হত্যা করার জন্য...
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
people knows how you have won
Md. Khairul Islam
৩১ ডিসেম্বর, ২০১৮
তাই এভাবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
তত্বানধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটা আবারও প্রমানিত। মনে আছে ১৯৭৮ সালে বিএনপি আর ১৯৮৬ সালে জাতীয় পার্টি কিভাবে জিতেছিল? ইতিহাসের পুনরাবৃত্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
This Election 2018 i cant happy and Listen SUSASON its not possiable..... by This Goverment
Abdul Awal
৩১ ডিসেম্বর, ২০১৮
লজ্জা হাওয়া উচিত তাদের যারা তরুণ প্রজন্মকে বলির পাঠা বানিয়ে স্বাধীনতা বিরোধীদের আবারো ক্ষমতায় আনতে চেয়েছিল। তবে তরুণ প্রজন্ম ও বাংলাদেশের জনগন এর সমুচিত জবাব দিয়ে দিয়েছে। কারচুপি যদি হয়েই থাকে বিএনপির ভোট গেলো কই। এর দ্বারা প্রমাণিত বাংলাদেশের মানুষ কতটা সচেতন এবং তারা কি চায়। এখনো সময় আছে, তওবা করে জামাতকে ও আইএসআই বাদ দিয়ে দেশের কথা ভাবেন, ষড়যন্ত্র বাদ দিন, জনগন আপনাদেরকে ক্ষমা করেও দিতে পারে।
দাউদ দস্তগীর
৩১ ডিসেম্বর, ২০১৮
একরাশ ঘৃণা তোমাদের জন্য
rasel
৩১ ডিসেম্বর, ২০১৮
এই জয়ে গৌরব নেই। কি প্রয়োজন ছিল এমন নির্বাচনের! অভিনন্দন জানাতে পারলাম না। দুঃখিত।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
একটা গভীর সংকটের হাত থেকে রক্ষা পেলো দেশ ও জাতি। জয় বাংলা।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
সাহস করে সত্য কথা বলার কেউ থাকলো না! আইয়ুব আমলে বাঙালি কোন শিল্প - কারখানা ছিলনা,তাই তা হারানোরও ভয় ছিল না, এখন বাঙালিরা বড় বড় প্রতিষ্ঠান টিভি চ্যানেলের মালিক৷ তাই প্রতিষ্ঠান হারানোর ভয়ে কেউ এখন সত্য কথা প্রচার করতেও রাজি নয়!!
কায়সার আহমেদ
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচন কেমন হয়েছে, তা জানার কোন আগ্রহ নাই! তারেক - খালেদা যে ক্ষমতায় আসতে পারে নাই, এটা ভেবেই শান্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
হিরো আলম ( স্বতন্ত্র প্রার্থি) মাইর খেলো কেন ?? জবাব চাই ??
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
I am the Democracy, get me out of here.
আমি দলকানা নই
৩১ ডিসেম্বর, ২০১৮
ফলাফলটি আওয়ামীলীগের জন্য আত্মঘাতী।৬০-৭০টি আসন অপজিশনকে ছেরে দিলে রাজনীতি রাস্তা থেকে সংসদে চলে আসতো। তাতে দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নতির দিকে যেতো এবং একসময় আওয়ামীলীগের পিসফুল এক্জিটের পথ বের হতো।
SYED HOQUE
৩১ ডিসেম্বর, ২০১৮
অভিনন্দন জানাতে পারলাম না, তবে আমার বিশ্বাস আগামী পাঁচ বছর আপনিই ক্ষমতায় থাকবেন, দেশের একজন সাধারন মানুষ হিসাবে আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধঃ ১. দুর্নীতি পুরোদমে বন্ধ করুন ২. মামলা এবং হামলা থেকে প্রতিপক্ষকে রেহাই দেন ৩. গুম, হত্যা এবং নির্যাতন বন্ধ করুন ৪. দেশকে আগানোর জন্য কঠিন সিদ্ধান্ত নেন ৫. দেশের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করুন
Ikram Sadiq
৩১ ডিসেম্বর, ২০১৮
What will happen after five years? It will repeat and repeat .... by that time BNP will become Muslim League.
ahmed
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচনে কত টাকা খরচ হয়েছে জানেন ? সেই টাকা কি ভাবে কত গুন করে উঠানো হবে জানেন ? মামলা, হামলা, গুম, হত্যা , নির্যাতন বন্ধ করলে কি চেয়ার থাকবে ??
নাম প্রকাশে অনিচ্ছুক
০১ জানুয়ারী, ২০১৯
দুর্নীতি বন্ধ? দুর্নীতি ৮০% লেভেলে নিয়ে আসতে পারলে সেটাই হবে একটা বড় অর্জন।
ahmed
৩১ ডিসেম্বর, ২০১৮
ইতিহাসের আরেকটি বিতর্কিত নির্বাচন ২০১৮ ।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
"নিরন্কুস জয়" কে প্রথম আলো অন্ততঃ ব্যাকেট বন্দি করে লিখবে বলে আশা করেছিলাম! আসলে চাকুরি হারানোর ভয়তো সবারই আছে,তাই আপনাদের আর দোষ দিতে পারলাম না!! ৩০ লক্ষ মানুষের আত্মদান বৃথাই গেল!!
M Borhan Uddin Ratan
৩১ ডিসেম্বর, ২০১৮
বিএনপি হারেনি হেরে গেছে আওয়ামীলীগ...ছি ছি ছি এতো উন্নয়ন করলে জনগণকে কিসের এতো ভয় ?
Mohammad
৩১ ডিসেম্বর, ২০১৮
আঙ্গুর ফল টক
Mohammad Alamgir
৩১ ডিসেম্বর, ২০১৮
everybody knows - how you have won the game.
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
Election systems is good. All machines of voting fully work by finger print. No one cannot give another one's vote. I am happy 😊 for this result. Because political team like BNP is not good for our country. When 10 year earlyer BNP govt, what thay do for us? BNP all candidates are theaf. They taked human money, bring terrorist in our country. Kill too much people. this time every goods was high price. BNP is terrorist in our country.
Mohammad Alamgir
৩১ ডিসেম্বর, ২০১৮
going to the voting center, each and everybody found- your vote has been cast- how who had cast my - you know better who has cast-
মেহেদীNYC
৩১ ডিসেম্বর, ২০১৮
আওমীলীগের জয় চেয়েছিলাম মনে প্রানে, কিন্তু এভাবে নিজেদের মুল্যবোধ বিসর্জন দিয়ে নয়।
Mohammad Alamgir
৩১ ডিসেম্বর, ২০১৮
i am a die-hearted awami league. i am surprised how awmis win this race-without people's mandate. we know we awamis show charisma
MD. SHARIF AHMED
৩১ ডিসেম্বর, ২০১৮
নির্বাচিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা, অবকাঠামো,যোগাযোগ, তথ্য প্রযুক্তিগত উন্নয়ণ, সেই সাথে বিএনপি নেত্রীত্বের ঘাটতি, ভোটারদের নিজেদের দলের বিজয়ের ব্যাপারে আস্তহীনতা ইত্যাদি কারণে আওয়ামীলীগ অভুতপূর্ণ বিজয় অর্জন করেছেন।অভিনন্দন।
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
তারেক জিয়া আসে নাই, বিএনপি আসে নাই, এতেই খুশি
mohammad rahman
৩১ ডিসেম্বর, ২০১৮
এ ভাবে নিরংকুশ জয়ের চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশনে সংখ্যাগরিষঠ আসনে জিতে রাজনৈতিকভাবে আওয়ামি লীগকে কি আরও সুসংহত করা যেত না ?
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নিষকলুশ ভাবে ১৫৩ আসনে বিনা ভোটে জিতার চেয়ে কলংকিত ভাবে নিরংকুশ আসনে জিতা কি বেশি গৌরবের ?
Sayyed Ahmed Badhon
৩১ ডিসেম্বর, ২০১৮
ভোট কেন্দ্রগুলোতে সরকারদলীয় লোকজন যেভাবে সাধারন মানুষের ভোটাধিকার হনন করছে তা আজ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ২২৪ টি বছর লেগেছিল বহিরাগত শাসকগোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে আর এখন হাজার বছর লাগবে আমাদের গণতান্ত্রিক অধিকার অর্জন করতে।
Md. Habibur Rahman Majumder
৩১ ডিসেম্বর, ২০১৮
যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়েছে,যেহেতু সংবিধান সংশোধন করার অপার ক্ষমতা অর্জিত হয়েছে,অতএব... দয়া করে এবার সাংবিধানিকভাবেই একদলীয় শাসন পদ্ধতির প্রচলন করুন দেশে।একদলীয় শাসনের অধিনে থেকেও চায়না ধেই ধেই করে এগিয়ে চলছে,আমরাও পারবো...! এতে করে আর যাই হোক,৫ বছর পরপর জনগনের ট্যাক্সের হাজার কোটি টাকা খরচ করে প্রহসনের নির্বাচন করা লাগবে না... ইলেকশন ইলেকশন খেলায় লোকজন ও মরবে না...!!
FaruQue Khan
৩১ ডিসেম্বর, ২০১৮
নিজের হাতে গড়া রেকর্ড, কম কথা না
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
নিরঙ্কুশ জয়ে নতুন রেকর্ড গড়ছে আ.লীগ - হা হা হা - ইতিহাস সাক্ষী থাকবে চিরজিবন
নাম প্রকাশে অনিচ্ছুক
৩১ ডিসেম্বর, ২০১৮
ভাল লাগল - ১৭২ কোটি টাকা লেনদেন + নগদ ১০ কোটি টাকা + ৮ কোটি টাকার চেক , সব ই জলে গেল !!??
Ikram Sadiq
৩১ ডিসেম্বর, ২০১৮
এরকমই যে একটা নির্বাচন হবে বিনপির সে আশংকা আগে থেকেই ছিল। তাই গত ৭/৮ বৎসর তারা "দলীয় সরকারের অধীনে নির্বাচন" প্রতিহত করতে অনেক চেষ্টা করেছে। কিন্তু সবই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয় নি। মনে হচ্ছে ২০২৩ এর নির্বাচনও এরকমই একটা হবে।বিনপি কি পারবে তাদের নেতা কর্মীদেরকে ধরে রাখতে?