১০ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত সাতজনের

প্রতিনিধি, জয়পুরহাট ০২ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি আসনে বিজয়ী দুই প্রার্থী ও একজন স্বতন্ত্র নারী প্রার্থী ছাড়া অন্য সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে (সদর ও পাঁচবিবি) আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম ভোট পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮২৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র নারী প্রার্থী আলেয়া বেগম পেয়েছেন ৮৪ হাজার ২১২টি ভোট। দুজনই জামানতের ২০ হাজার টাকা ফেরত পাবেন।

এদিকে ১ হাজার ৮২৩ ভোট পেয়ে জাতীয় পার্টির (জাপা) আ স ম গোলাম মোক্তাদির তিতাস, ৪ হাজার ২৪৬ ভোট পেয়ে ইসলামী আন্দোলনের দেওয়ান মো. জহুরুল ইসলাম ও ৫০৭ ভোট পেয়ে বাসদের ওয়াজেদ পারভেজ জামানত হারিয়েছেন। এই আসনে ভোটার ৩ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ১৪ হাজার ২৭৩টি।

জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আওয়ামী লীগের প্রার্থী বাদে সব প্রার্থী তাঁদের জামানত হারিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভোট পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৩০টি। তিনি জামানতের ২০ হাজার টাকা ফেরত পাবেন।

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন বিএনপির আবু ইউসুফ মো. খলিলুর রহমান, তাঁর প্রাপ্ত ভোট ২৬ হাজার ১২০টি; ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকী, প্রাপ্ত ভোট ১ হাজার ৬৮৩টি; জাতীয় পার্টির কাজী আবুল কাশেম, প্রাপ্ত ভোট ৫৪৯টি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শাহ জামান তালুকদার, তাঁর প্রাপ্ত ভোট ৫৪৪টি। তাঁরা প্রত্যেকে প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশের চেয়ে কম ভোট পেয়ে ২০ হাজার টাকার জামানত হারালেন।

জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ২৯৮ জন। প্রদত্ত ভোট ২ লাখ ৫৯ হাজার ৬৮৩টি।

মন্তব্য

  • image

    Mohasin Kabir

    ০২ জানুয়ারী, ২০১৯

    আপনারা খুব ভালোভাবে জানেন দেশে নির্বাচন হয়েছে না কি তামাশা হয়েছে।এরপরেও এগুলাই বারবার আপনাদের ওয়েব সাইটে প্রকাশ করেন।

সব মন্তব্য