স্বপনকে মন্ত্রী দেখতে চান জয়পুরহাটবাসী

প্রতিনিধি, আক্কেলপুর, জয়পুরহাট ০৪ জানুয়ারী, ২০১৯

আবু সাঈদ আল মাহমুদ স্বপনভোটের মাঠের লড়াই শেষ। নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণও শেষ হয়েছে। এখন মন্ত্রিসভা গঠনের কাজ বাকি। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জয়পুরহাটবাসী। জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এই দাবির কথা জানিয়েছেন।

নির্বাচনের পর আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। এ ছাড়া নির্বাচনের আগে কালাই উপজেলায় অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সেও তাঁকে মন্ত্রী করার দাবি জানানো হয়েছিল।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই আসনে টানা দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদেও রয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান। এই আসনে তিনি বিএনপি থেকে চারবার সাংসদ নির্বাচিত হন এবং একবার তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। খলিলুরকে বিএনপির ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে বিবেচিত করা হয়। এবারের নির্বাচনে আবু ইউসুফ মো. খলিলুর রহমান জামানত খুইয়েছেন। আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁকে ২ লাখ ২ হাজার ৬১৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। খলিলুর রহমান পান মাত্র ২৬ হাজার ১১২ ভোট। এই আসনে আগে কখনো এত বিশাল ভোটের ব্যবধানে সাংসদ নির্বাচিত হওয়ার রেকর্ড নেই। ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। ওই দুটি নির্বাচনেও জয়পুরহাট থেকে দলটির প্রার্থীদের কেউই সাংসদ নির্বাচিত হননি।

এবারের নির্বাচনে জেলার দুটি আসনেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এরশাদ সরকারের পতনের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এবারই প্রথম ভোটের মাধ্যমে জেলার দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলেন। ২০১৪ সালে এখানে দলটির দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জেলা শহরের রিকশাচালক আলম হোসেন বলেন, আওয়ামী লীগ দেশে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগের আগের তিন সরকারের আমলে জয়পুরহাট থেকে কাউকে মন্ত্রী বানানো হয়নি। এবারের সরকারের মন্ত্রিসভায় জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে তাঁরা মন্ত্রী হিসেবে দেখতে চান।

আক্কেলপুর উপজেলা সদরের স্টেশন সড়কের পোশাক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল উপজেলায় দৃশ্যমান উন্নয়ন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার বিপুল ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁকে মন্ত্রী হিসেবে তাঁরা দেখতে চান।

আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান বলেন, ‘এবারের নির্বাচনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানাই।’

আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, তাঁরা আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে মন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি নির্বাচনের আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে মন্ত্রী করার দাবি জানিয়েছিলেন।

মন্তব্য

মন্তব্য নেই