নবনির্বাচিত সাংসদ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী করার দাবি জানিয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ দাবি জানানো হয়।
মাশরাফি নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সাংসদ।
গতকাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সভাপতি শিকদার আবদুল হান্নান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম, মুনশী আলাউদ্দিন, মো. ফয়জুল হক, সৈয়দ মশিয়ূর রহমান, মো. সালেক মুনশী, শেখ সিহানুক রহমান, শিকদার নজরুল ইসলাম, বি এম কামাল হোসেন, বুলবুল শিকদার, এম এম শরিফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পরে নড়াইলে কেউ মন্ত্রী হননি। তাই বিপুল ভোটে বিজয়ী বিশ্বজোড়া খ্যাতিমান ক্রিকেট তারকা মাশরাফিকে মন্ত্রী করা হোক।
মন্তব্য
মন্তব্য করুন প্রথমআলো.কম এ
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
আমি মাশরাফিকে মন্ত্রী করার বিপক্ষে। প্রথম কয় বছর তার রাজনীতি শেখার জন্য দেয়া উচিত। খেলা দিয়ে গ্যালারী মাতানো আর জনগণের প্রতিনিধিত্ব সম্পুর্ণ দুই জিনিস। দলীয় অবস্থানে নিজেকে প্রমাণ করা একটা বড় কাজ। তার এখনো বয়স আছে। সময়ে মন্ত্রীত্ব সে পাবে।
arafat
০৪ জানুয়ারী, ২০১৯
DON'T NEED TO KNOW BANGLADESHI DIRTY POLITICS!!!
ইমরান হোসেন
০৪ জানুয়ারী, ২০১৯
অবসর নেওয়ার আগে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবেনা। এর প্রভাব খেলার ওপর পরতে পারে
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
আমি তো চাইবো- শুধু মন্ত্রী কেন ? মাশরাফিকে প্রেসিডিয়াম সদস্যও করা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
শুনেছি মাননীয় প্রধান মন্ত্রী মাশরাফিকে বলেছেন, " শুধু ক্যাপ্টেন হয়ে খেলার চেয়ে মন্ত্রী ও ক্যাপ্টেন হয়ে খেলা কি ভাল নয় ?" আশা করি তিনি কথা রাখবেন ।
azom
০৪ জানুয়ারী, ২০১৯
প্রধানমন্ত্রী বানানো হোক।
Hasan Tareque
০৪ জানুয়ারী, ২০১৯
ক্রীড়ামন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে মাশরাফির!
S. M. Abdul Haque
০৪ জানুয়ারী, ২০১৯
I 100% agree
ইফতেখার আহমেদ
০৪ জানুয়ারী, ২০১৯
আমার মনে হয়, দলমত নির্বিশেষে মাশরাফিকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাইবে সবাই। শুধু ক্রিকেট নয়, আমাদের অন্যান্য খেলাগুলোকেও মৃতপ্রায় অবস্থা থেকে তুলে নিয়ে আসায় সে ভুমিকা রাখবে বলেই আশা করি।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
মন্ত্রী নয়, প্রশাসনের সহযোগীতায় বিপুল ভোট পাওয়া মাশরাফিকে আমরা দেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই ।
শিপন England
০৪ জানুয়ারী, ২০১৯
জনাব, নরাইলের জামাত কামাল গ্রুপের যে কাউকে জিজ্ঞাসা করে দেখুন, সেখানে কিভাবে ভোট হয়েছে মাসরাফি বিজয়ি হয়েছে।
শিপন England
০৪ জানুয়ারী, ২০১৯
জিনি হেরেছে তাকে জিজ্ঞাসা করেই দেখুন মাসরাফি কেন জিতেছে @ নাম লিখতে লজ্জিত ভাই
Umaiza
০৫ জানুয়ারী, ২০১৯
we want him as a prime minister
দাউদ দস্তগীর
০৪ জানুয়ারী, ২০১৯
ধীরে চলো মেঘনা....
Samiul
০৪ জানুয়ারী, ২০১৯
Mashrafi কে মন্ত্রী করার জোর দাবী জানাই...
Shakhor Roni
০৪ জানুয়ারী, ২০১৯
এত তাড়া কিসের, আবেগী এলাকাবাসী
শিপন England
০৪ জানুয়ারী, ২০১৯
খেলা থেকে অবসর নেয়ার পর হলে ভাল হবে।
TIPU SULTAN
০৪ জানুয়ারী, ২০১৯
বাংলাদেশের রাজনীতিতে মন্ত্রীত্বের জন্য তেমন কিছুই শিক্ষার দরকার হয়না, শুধুমাত্র দুর্নীতিতে পারদর্শী হলেই চলে, তবুও চাই মাশরাফিকে ক্রীয়ামন্ত্রী বানানো হউক। টিপু সুলতান, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
সৈকত ফকির
০৪ জানুয়ারী, ২০১৯
নড়াইলবাসী দেখছি এখন হুশ হারিয়ে ফেলেছে। তারা কি আগে কখনো কৃতিসন্তান দেখেনি? ময়মনসিং, ফরিদপুর, কুমিল্লা, যশোর এসব জেলাগুলো দেখি নিয়মিত ট্রাক ভরে ভরে দেশ বিদেশে কৃতিসন্তান চালান দেয় আর নড়াইল কিনা এপর্যন্ত কৃতিসন্তান ফলিয়েছে মাত্র একজন, জনাব মাশরাফি। নড়াইলে কৃতীসন্তানের এমন আকাল পড়েছে জানলে নৌকা বোঝাই করে কিছু কৃতিসন্তান পাঠিয়ে দিতাম।
TIPU SULTAN
০৪ জানুয়ারী, ২০১৯
সাবাস মাশরাফি এগিয়ে চলো. টিপু সুলতান। নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
Masud Parvez
০৪ জানুয়ারী, ২০১৯
ম্যাশকে আর যাই হোক ক্রীড়া মন্ত্রণালয়ের মত নির্বিষ মন্ত্রণালয়ে দেখতে চাইনা। দূর্নীতি দমন মন্ত্রণালয় করে মাশরাফিকে দূর্নীতি দমন মন্ত্রী হিসেব দেখতে চাই। মাশরাফির মত নির্লোভ, দেশপ্রেমিক ব্যক্তিত্ব অবশ্যই এমন গুরুত্বপূর্ণ অবস্থানেই মানায়। তাছাড়া আর কিছু দিন পড়ে কথা বলতে, হাটতে গেলেও ঘুষ লাগবে হয়ত তাই ম্যাশকে দূর্নীতি দমন মন্ত্রী চাই।
muhammad jasim uddin
০৪ জানুয়ারী, ২০১৯
মাসরাফি সারা দেশে জন প্রিয় .। তাকে প্রথান মন্ত্রী হিসাবে দেখতে চাই ।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
বানান দেখে সন্দেহ হয়, রিভার্স খেলতেও বানানটা ঠিক করতে হয়।
equ vai
০৪ জানুয়ারী, ২০১৯
সহমত। ক্রীড়ার প্রতি এই মানুষটির আবেগ,ভালোবাসা,ত্যাগ,অধ্যাবসায়, ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় জায়গা করে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
Mash will replace Sports Minister
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
এখনই মন্ত্রীত্ব দেওয়ার কথা নয়।
Md.Ali Haider
০৪ জানুয়ারী, ২০১৯
বৃহত্তর যশোরে স্বাধীনতার ৪৭ বছর পরও কোন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ,প্রকৌশল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি!!!! কারন এখানে কোন মন্ত্রি ছিলেন না,আর দু একজন কো সময় থাকলেও তারা মেরুদন্ডহীন ছিলেন! এবার কি যশোরবাসী এসবের আশা করতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক
০৪ জানুয়ারী, ২০১৯
আমি তো চাইবো ম্যাশকে আওয়ামী লীগের প্রধান করা হোক।
Istiaque
০৪ জানুয়ারী, ২০১৯
Must be prime minister
Mithun Roy
০৪ জানুয়ারী, ২০১৯
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল
Rahman Mijan
০৪ জানুয়ারী, ২০১৯
যুব ও ক্রীড়ামন্ত্রী করা যেতে পারে।
আরিফুল হক
০৪ জানুয়ারী, ২০১৯
মাশরাফির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি- রাজনীতিতে একটু ম্যাচিউরিটি দরকার আছে নবাগত সবারই। আমার মতে এবার সংসদ সদস্য হিসেবে দায়ত্ব পালন করে পরেরবার ক্ষমতায় আসতে পারলে মন্ত্রীত্ব পেলে ভাল হয়। আর এবার দিতে চাইলে অন্তত দুবছর সাংসদ হিসেবে কাজ করার পর মন্ত্রীত্বে আনলে ভাল হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক
০৫ জানুয়ারী, ২০১৯
May be at the last time he will be Minister.