রাজনীতি থেকে অবসর নিলেন বিএনপি নেতা সোলায়মান আলম

নিজস্ব প্রতিবেদক, রংপুর ০৬ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী শাহ্ সোলায়মান আলম রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধার কারণ উল্লেখ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান শাহ্ সোলায়মান আলম।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ্ সোলায়মান আলম। শাহ্ সোলায়মান আলম ২০০১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি ১ লাখ ১ হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হন।

২০১৩ সালে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। তিনি এখন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। তিনি মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন।

 

মন্তব্য

  • image

    Azizul Hoque

    ০৬ জানুয়ারী, ২০১৯

    আপাতত অবসরে থাকেন, দল সংগঠিত হোক।আবার সক্রিয় হওয়ার সময় তো সামনে রইল-ই। সুস্থ্য থাকবেন ।

  • image

    Ikram Sadiq

    ০৬ জানুয়ারী, ২০১৯

    Top central leaders should resign first including Tarek Zia.

  • image

    নাম প্রকাশে অনিচ্ছুক

    ০৬ জানুয়ারী, ২০১৯

    No way without this.back to pavilion.

সব মন্তব্য