খালিদ মাহমুদ প্রতিমন্ত্রী হওয়ায় ছাত্রলীগের শোভাযাত্রা

প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর ০৭ জানুয়ারী, ২০১৯

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী হওয়ায় দিনাজপুরে আনন্দ শোভাযাত্রা করে জেলা শাখা ছাত্রলীগ। বাসুনিয়াপট্টি, দিনাজপুর, ৭ জানুয়ারি। ছবি: প্রথম আলোনতুন মন্ত্রিসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী হওয়ায় দিনাজপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকেল পাঁচটার দিকে আনন্দ শোভাযাত্রাটি দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে শোভাযাত্রায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা তারেক চৌধুরী, রিয়াজ আহমেদ, আশরাফুল ইসলাম, ধনেশ রায়, নোমান, জিয়ন প্রমুখ।

খালিদ মাহমুদ চৌধুরী সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর একমাত্র ছেলে। ১৯৭০ সালের ৩১ জানুয়ারি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রৌফ চৌধুরী বৃহত্তর দিনাজপুরের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন একাধারে ১৫ বছর।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নেন খালিদ মাহমুদ চৌধুরী।

মন্তব্য

  • image

    shuvo islam

    ০৮ জানুয়ারী, ২০১৯

    আহ মনটা ভরে আমার গ্রাম ধনতলার কৃতি সন্তান খালিদ ভাইয়া আজ মন্ত্রি। অনেক অনেক শুভ কামনা ভাই।

সব মন্তব্য